advertisement
অনলাইন জরিপ- যেকোনও নতুন কোম্পানিই বাজারে নতুন প্রডাক্ট লঞ্চ করার আগে কিছু সমীক্ষা ও জরিপ চালিয়ে থাকে। এসব জরিপ যদিও ফিল্ড ওয়ার্কাররা ঘরে ঘরে গিয়ে সংগ্রহ করে, কিন্তু এগুলোকে গুছিয়ে ডেটাশিট তৈরি করা এবং কোম্পানির অফিসারদের কাছে জমা দেওয়ার কাজটা আউটসোর্স করা হয়। তাই ডেটাশিট তৈরি, বিভিন্ন চার্ট দেখে সেটার গ্রাফ বানিয়ে বাড়িতে বসেই আপনি প্রচুর টাকা রোজগার করতে পারেন। এছাড়া বাইরের দেশে এমন অনেক কোম্পানি আছে যারা শুধুমাত্র জরিপের কাজটিই করে এবং নিজেদের তৈরি করা বিভিন্ন জরিপের তথ্য বিভিন্ন কোম্পানিকে বিক্রি করে । আপনি অনলাইনে তাদের সঙ্গেও কাজ করতে পারেন। Photo Source: Collected
advertisement
স্ক্রিন প্রিন্টিং- ইদানীং, কোটেশন লেখা টি শার্ট ফ্যাশনে ইন! কফির মাগে নিজের ছবিটা না থাকলে যেন মনে রোচে না! বালিশ থেকে দেওয়াল ঘড়ি... সবই এখন কাসটমাইজড ! আর এটা সম্ভব হয় স্ক্রিন প্রিন্টের কারনে। মাত্র ২-৩ দিনেই কাজ শিখে স্ক্রিন প্রিন্টিংয়ের ব্যবসা শুরু করা যায়। কলকাতা ও জেলায় এমন অনেক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, যেখানে নামমাত্র টাকায় স্ক্রিন প্রিন্টিং-এর টেকনোলজি শেখানো হয়। বাকিটা তো আপনার ক্রিয়েটিভিটি! প্রাথমিক পুঁজি লাগে পাঁচ হাজার টাকার মতো। Photo Source: Collected
advertisement
advertisement
advertisement
পোডকাস্ট- এখনও আমাদের দেশে সেভাবে পরিচিত না হলেও, চাইলে আপনি বাড়িতে বসেই এই লাইনে কেরিয়ার শুরু করতে পারেন। প্রথমে জানতে হবে পোডকাস্ট আসলে কি। অনলাইনে বিভিন্ন বিষয়ের উপর ভিডিও পাওয়া যায় যেখানে ছবির সঙ্গে সঙ্গে বিষয়টি সম্পর্কেও বিস্তারিত বর্ণনা করা হয়। এটাকেই পোডকাস্ট বলা হয়। শুধু অডিওর মাধ্যমে বর্ণনা করাকেও পোডকাস্ট বলে। এসব ক্ষেত্রে গ্রাহক তার প্রয়োজন বিস্তারিতভাবে জানিয়ে দেয় এবং সে অনুসারে অডিও বা ভিডিও রেকর্ড করা হয়। যেহেতু কথা বলে বুঝাতে হয় তাই একই সঙ্গে উপস্থাপনা এবং বুঝিয়ে বলায় দক্ষতা থাকা প্রয়োজন। Photo Source: Collected