গ্রাহকদের অ্যালার্ট করল SBI, এই ওয়েবসাইট থেকে সাবধানে থাকুন ....

Last Updated:
এবার এসএমএস পাঠিয়ে মানুষকে ঠকানোর উপায় বের করেছে প্রতারকরা ৷
1/4
দেশের সবচেয়ে বড় ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের ৪৪ কোটির বেশি অ্যাকাউন্ট হোল্ডারদের সাইবার ক্রাইমের বিষয়ে অ্যালার্ট করেছে ৷ ট্যুইট করে এসবিআই-এর তরফে জানানো হয়েছে, প্রতারকরা এবার নতুন উপায়ে মানুষকে ঠকাচ্ছে ৷ ট্যুইটে বলা হয়েছে, জালিয়াতরা সাইবার ক্রাইম করার জন্য নতুন উপায় ব্যবহার করছে ৷ এর আগে গ্রাহকদের কাছে ইএমআই পিছিনোর জন্য ফোন করে ওটিপি চেয়ে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিচ্ছিল প্রতারকরা ৷ এই বিষয়েও আগেও ব্যাঙ্কের তরফে গ্রাহকদের সতর্ক করা হয়েছিল ৷
দেশের সবচেয়ে বড় ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের ৪৪ কোটির বেশি অ্যাকাউন্ট হোল্ডারদের সাইবার ক্রাইমের বিষয়ে অ্যালার্ট করেছে ৷ ট্যুইট করে এসবিআই-এর তরফে জানানো হয়েছে, প্রতারকরা এবার নতুন উপায়ে মানুষকে ঠকাচ্ছে ৷ ট্যুইটে বলা হয়েছে, জালিয়াতরা সাইবার ক্রাইম করার জন্য নতুন উপায় ব্যবহার করছে ৷ এর আগে গ্রাহকদের কাছে ইএমআই পিছিনোর জন্য ফোন করে ওটিপি চেয়ে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিচ্ছিল প্রতারকরা ৷ এই বিষয়েও আগেও ব্যাঙ্কের তরফে গ্রাহকদের সতর্ক করা হয়েছিল ৷
advertisement
2/4
এবার এসএমএস পাঠিয়ে মানুষকে ঠকানোর উপার বের করেছে প্রতারকরা ৷ ম্যাসেজে স্টেট ব্যাঙ্কের নেট ব্যাঙ্কিং পেজের মতো হুবহু একচি পেজ পাঠানো হচ্ছে ৷ এরকম ম্যাসেজ এসে থাকলে শীঘ্রই সেটি ডিলিট করে দিন ৷ এই ম্যাসেজে আপনার পাসওয়ার্ড বা অ্যাকাউন্টের অন্য তথ্য আপডেট করার কথা বলা হবে ৷
এবার এসএমএস পাঠিয়ে মানুষকে ঠকানোর উপার বের করেছে প্রতারকরা ৷ ম্যাসেজে স্টেট ব্যাঙ্কের নেট ব্যাঙ্কিং পেজের মতো হুবহু একচি পেজ পাঠানো হচ্ছে ৷ এরকম ম্যাসেজ এসে থাকলে শীঘ্রই সেটি ডিলিট করে দিন ৷ এই ম্যাসেজে আপনার পাসওয়ার্ড বা অ্যাকাউন্টের অন্য তথ্য আপডেট করার কথা বলা হবে ৷
advertisement
3/4
ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে আপনার কাছেও এরকম ম্যাসেজ এসে থাকলে epg.cms@sbi.co.in ও report.phishing@sbi.co.in ইমেল করে অবশ্যই এই বিষয়ে জানান ৷ এছাড়া cybercrime.gov.in/Default.aspx এ রিপোর্ট করুন ৷
ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে আপনার কাছেও এরকম ম্যাসেজ এসে থাকলে epg.cms@sbi.co.in ও report.phishing@sbi.co.in ইমেল করে অবশ্যই এই বিষয়ে জানান ৷ এছাড়া cybercrime.gov.in/Default.aspx এ রিপোর্ট করুন ৷
advertisement
4/4
লকডাউনের সময় অনলাইন ফ্রডের ঘটনা যেন বেড়ে গিয়েছে ৷ অনেকে ফ্রড ইউপিআই আইডি থেকে করোনা ভাইরাসের জন্য ডোনেশন চাইছে ৷ তাই ডোনেট করার আগে অবশ্যই সতর্ক থাকুন ৷ কোনও ই-কমার্স সাইটে আপনার কার্ডের ডিটেল সেভ করবেন না ৷
লকডাউনের সময় অনলাইন ফ্রডের ঘটনা যেন বেড়ে গিয়েছে ৷ অনেকে ফ্রড ইউপিআই আইডি থেকে করোনা ভাইরাসের জন্য ডোনেশন চাইছে ৷ তাই ডোনেট করার আগে অবশ্যই সতর্ক থাকুন ৷ কোনও ই-কমার্স সাইটে আপনার কার্ডের ডিটেল সেভ করবেন না ৷
advertisement
advertisement
advertisement