ATM মেশিনের আশপাশে এই ছোট্ট ডিভাইসটি দেখলেই হয়ে যান সতর্ক, নাহলে মুহূর্তের মধ্যে অ্যাকাউন্ট হবে ফাঁকা !
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
এই ধরনের প্রতারণার হাত থেকে বাঁচতে চাইলে ব্যবহারকারীদের কিছু বিষয় সব সময় মনে রাখা উচিত, যাতে কেউ ইচ্ছা করলেও তাঁদের কষ্টার্জিত অর্থ চুরি করতে না পারে।
আজকাল প্রায় প্রত্যেকেই টাকা তোলার জন্য কিংবা ব্যালেন্স দেখার জন্য এটিএম ব্যবহার করে থাকেন। কিন্তু এটিএম মেশিন ব্যবহার করার সময় যদি ব্যবহারকারী সতর্ক না থাকেন, তাহলে তাঁর পুরো অ্যাকাউন্টটাই কয়েক মিনিটের মধ্যেই ফাঁকা হয়ে যেতে পারে। আসলে চোরেরা এটিএম-এর উপর নজর রেখে ব্যবহারকারীর পিন চুরি করে তাঁর সম্পূর্ণ অ্যাকাউন্ট খালি করে দিতে পারে। তাই যদি এই ধরনের প্রতারণার হাত থেকে বাঁচতে চাইলে ব্যবহারকারীদের কিছু বিষয় সব সময় মনে রাখা উচিত, যাতে কেউ ইচ্ছা করলেও তাঁদের কষ্টার্জিত অর্থ চুরি করতে না পারে।
advertisement
এটিএম ব্যবহার করার সময় হতে হবে সাবধান:যখন প্রয়োজন হয়, তখন এটিএম থেকে আমরা টাকা তুলে নিই। এই কাজটা প্রায় সকলেই করে থাকেন। কিন্তু এটিএম থেকে টাকা তোলার পর আমরা প্রায়শই ক্যান্সেল বাটন টিপে দিই, যাতে কেউ আমাদের পিন চুরি করতে না পারে। যদিও এই ধারণাটি একেবারেই ভুল। আসলে যারা পিন চুরি করে, তারা পিন চুরি করার জন্য ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করে থাকে। বলা ভাল, এই প্রতারকরা আমাদের থেকেও অনেক বেশি স্মার্ট। তাই যখন ব্যবহারকারী এটিএম থেকে টাকা তুলতে যাবেন, তখন তাঁর নিজের চারপাশের পরিবেশের উপর লক্ষ্য রাখা উচিত। অর্থাৎ কেউ আড়াল থেকে তাঁর পিন দেখার চেষ্টা করছে কি না কিংবা কোনও গোপন ক্যামেরার মাধ্যমে নজর রাখা হচ্ছে কি না, তা যাচাই করে দেখে নিতে হবে।
advertisement
এটিএম-এ কি কেউ আড়াল থেকে নজর রাখছে?বর্তমানে প্রতারকরা এমন একটি উপায় খুঁজে বার করেছে, যার মাধ্যমে ব্যবহারকারীর এটিএম কার্ড তো চুরি হবেই না কিংবা মেশিনে কোনও স্কিমার ইনস্টলও করা থাকবে না, অথচ তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট কয়েক মিনিটের মধ্যে পুরোপুরি ভাবে খালি হয়ে যাবে। কিন্তু এমনটা কীভাবে ঘটছে? তাহলে আজকের প্রতিবেদনে আমরা জালিয়াতদের এই বিপজ্জনক ফাঁদ সম্পর্কে আলোচনা করে নেব এবং সেই সঙ্গে প্রতারকদের পাতা এই ফাঁদ কেটে বেরোনোর উপায়গুলিও জেনে নেব।
advertisement
শোল্ডার সার্ফিং:শোল্ডার সার্ফিং এক অনন্য পন্থা। এই নামটি একটু অদ্ভুত শোনাতে পারে ঠিকই। কিন্তু এর অর্থ খুবই সহজ। আসলে ব্যবহারকারী যখন এটিএম থেকে টাকা তোলেন, তখন তাঁর কাঁধের উপর দিয়ে নজর রেখে তাঁর পিন কিংবা অন্যান্য গোপনীয় তথ্য চুরি করা হয়। এটাই আসলে শোল্ডার সার্ফিং। কিন্তু কীভাবে ঘটে গোটা বিষয়টা? আমরা এটিএম মেশিন থেকে টাকা তোলার জন্য যখন নিজেদের পিন এন্টার করি, তখন চোর আশপাশ থেকেই নজর রাখে। খুব চালাকির সঙ্গে আমাদের পিছনে বা পাশে দাঁড়িয়ে মুহূর্তের মধ্যে পিনটি চুরি করে নেয়।
advertisement
পিনহোল ক্যামেরার মাধ্যমেও চুরি:শুধু আশপাশে উপস্থিত থেকেই নয়, অনেক সময় আবার চোরেরা পিন চুরি করার জন্য একটি গোপন ক্যামেরা বসিয়ে রেখে দেয়। যেখান থেকে তারা অনায়াসে ব্যবহারকারীর পিন চুরি করতে পারে। আর এই গোটা কাজটা তারা করে একটি পিনহোল ক্যামেরা বা স্পাই ক্যামেরার সাহায্যে। এই ধরনের ক্যামেরার সাহায্যে ভিডিও রেকর্ডও করা যায় এবং প্রতারক সহজেই কার্ডের তথ্য হাতে পেয়ে যায়। সাধারণত এই পিনহোল ক্যামেরাগুলি চোরেরা এটিএম মেশিনের কী-প্যাড ও কার্ড রিডারের কাছে কিংবা ক্যাশ ডিসপেনসারের উপরে ইনস্টল করে রাখে। আর সবথেকে বড় কথা হল, এই ক্যামেরা এতটাই ছোট যে, তা সহজে কারও নজরে আসে না।
advertisement
নিজের পিন কীভাবে সুরক্ষিত রাখা যাবে?যদিও একজন প্রতারককে চিহ্নিত করা কিংবা প্রতারণা হচ্ছে কি না, তা ধরতে পারা খুবই মুশকিল। তবে কিছু বিষয়ের দিকে নজর রাখলে নিরাপদ থাকা সম্ভব। যদি কেউ এটিএম লাইনে খুব কাছ ঘেঁষে দাঁড়িয়ে থাকেন, তাহলে সর্বদা সাবধানতা অবলম্বন করে গোপনেই পিনটি এন্টার করতে হবে। আবার যদি এটিএম মেশিনের কাছে কোনও অস্বাভাবিক ডিভাইস (যেমন - একটি ছোট ক্যামেরা) দেখা যায়, তাহলে কখনওই সেই মেশিনটি ব্যবহার করা উচিত নয়। পিন এন্টার করার সময় নিজের অন্য হাত দিয়ে কী-প্যাডটি আড়াল করা উচিত। তাই কেউ যখনই এটিএম ব্যবহার করবেন, তখন তাঁর নিজের চারপাশের বিষয়গুলির উপর খুঁটিয়ে নজর দিতে হবে।
advertisement
জালিয়াতি হলে কী করণীয়?অনেক সময় সমস্ত সতর্কতা অবলম্বন করার পরেও ব্যবহারকারীরা প্রতারণার শিকার হয়ে থাকেন। তাই যদি দুর্ভাগ্যক্রমে কারও সঙ্গে এমন প্রতারণা ঘটে, তাহলে আতঙ্কিত হওয়ার দরকার নেই। অবিলম্বে মাথা ঠান্ডা রেখে তাঁকে নিজের কার্ড ব্লক করে দিতে হবে। এরপর ঘটনার সম্পূর্ণ তথ্য ব্যাঙ্ককে প্রদান করে একটি লিখিত অভিযোগ দায়ের করতে হবে। প্রয়োজন হলে পুলিশের কাছেও এফআইআর দায়ের করা উচিত। কারণ যত তাড়াতাড়ি ব্যবহারকারী পদক্ষেপ গ্রহণ করবেন, তাঁর টাকা ফেরত পাওয়ার সম্ভাবনাও তত বেশি হবে।