বিমানের টিকিট শুরু মাত্র ৮৯৯ টাকায় ! করোনা আবহেও দুর্দান্ত অফার SpiceJet-এর
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
পাঁচ দিনের স্পাইসজেটের এই সেল শুরু হচ্ছে আজ, সোমবার থেকে ৷ চলবে ৭ অগাস্ট ২০২০ মধ্যরাত পর্যন্ত ৷
করোনা আবহে দেশের বিমান শিল্পকে বড়সড় লোকসানের সম্নুখীন হতে হয়েছে ৷ যাত্রীবাহী বিমান চলাচল অধিকাংশ রাজ্যেই অত্যন্ত কম ৷ পাশাপাশি বিমানযাত্রীর সংখ্যাও বেশ কম ৷ কারণ অবশ্যই করোনা আতঙ্ক ৷ বর্তমানে খুব প্রয়োজন ছাড়া এক শহর থেকে অন্য শহরে ট্রাভেল করতে অধিকাংশ মানুষরাই চাইছেন না ৷ তবে এরই মধ্যে স্পাইসজেট আনল একটি দুর্দান্ত অফার ৷ File Photo
advertisement
advertisement
advertisement
advertisement