SIP Magic: মাসে মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগ করে মিলবে ৪০ লাখ টাকা ? দেখে নিন কতদিন সময় লাগবে

Last Updated:
SIP Magic: নিয়মিতভাবে মাসে ৭ হাজার টাকা SIP করলে দীর্ঘমেয়াদে প্রায় ৪০ লাখ টাকা গড়ে ওঠা সম্ভব। কত সময় লাগবে এবং কোন রিটার্নে তা সম্ভব, দেখে নিন সহজ হিসেব।
1/7
মুদ্রাস্ফীতি ক্রমশ বাড়ছে। অস্থির হচ্ছে বাজার। এই পরিস্থিতিতে বিভিন্ন সম্পদ শ্রেণীতে বিনিয়োগ স্থিতিশীল উপার্জনের একটা ভাল উপায়। যাঁরা ঝুঁকি নিতে পছন্দ করেন না তাঁরা রেকারিং ডিপোজিটের মতো বিনিয়োগ মাধ্যম বেছে নেন। আর যাঁরা ঝুঁকি নিতে পিছ-পা হন না এবং স্টক মার্কেট সম্বন্ধে ওয়াকিবহাল তাঁরা পছন্দ করেন সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, সংক্ষেপে এসআইপি-র (SIPs) মতো বিনিয়োগ মাধ্যম।
মুদ্রাস্ফীতি ক্রমশ বাড়ছে। অস্থির হচ্ছে বাজার। এই পরিস্থিতিতে বিভিন্ন সম্পদ শ্রেণীতে বিনিয়োগ স্থিতিশীল উপার্জনের একটা ভাল উপায়। যাঁরা ঝুঁকি নিতে পছন্দ করেন না তাঁরা রেকারিং ডিপোজিটের মতো বিনিয়োগ মাধ্যম বেছে নেন। আর যাঁরা ঝুঁকি নিতে পিছ-পা হন না এবং স্টক মার্কেট সম্বন্ধে ওয়াকিবহাল তাঁরা পছন্দ করেন সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, সংক্ষেপে এসআইপি-র (SIPs) মতো বিনিয়োগ মাধ্যম।
advertisement
2/7
কয়েক বছর ধরেই মিউচুয়াল ফান্ডের এসআইপি ঘরে ঘরে ব্যাপক জনপ্রিয়। ২০২২ সালের অক্টোবর মাসে এসআইপি-র মাধ্যমে মোট ১৩,০৪১ কোটি টাকা বিনিয়োগ করা হয়, যা ২০২২-২৩ অর্থবর্ষে এখনও পর্যন্ত সর্বোচ্চ।
কয়েক বছর ধরেই মিউচুয়াল ফান্ডের এসআইপি ঘরে ঘরে ব্যাপক জনপ্রিয়। ২০২২ সালের অক্টোবর মাসে এসআইপি-র মাধ্যমে মোট ১৩,০৪১ কোটি টাকা বিনিয়োগ করা হয়, যা ২০২২-২৩ অর্থবর্ষে এখনও পর্যন্ত সর্বোচ্চ।
advertisement
3/7
সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান সবসময়ই মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীদের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য উপায়গুলির মধ্যে একটি। সবচেয়ে বড় সুবিধা হল একবারে অনেকটা টাকা বের না করলেও চলে, প্রতি মাসে কিস্তিতে দেওয়া ছোট অঙ্কও বড় তহবিল গড়ে তুলতে সাহায্য করতে পারে। সৌজন্যে এসআইপি-র চক্রবৃদ্ধির ক্ষমতা। মাসে মাত্র ৭ হাজার বের করতে পারলেই তা কীভাবে এবং কত বছরে ৪০ লাখ টাকার ফান্ড গড়ে দেবে, সেই হিসেব দেখে নেওয়া যাক।
সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান সবসময়ই মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীদের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য উপায়গুলির মধ্যে একটি। সবচেয়ে বড় সুবিধা হল একবারে অনেকটা টাকা বের না করলেও চলে, প্রতি মাসে কিস্তিতে দেওয়া ছোট অঙ্কও বড় তহবিল গড়ে তুলতে সাহায্য করতে পারে। সৌজন্যে এসআইপি-র চক্রবৃদ্ধির ক্ষমতা। মাসে মাত্র ৭ হাজার বের করতে পারলেই তা কীভাবে এবং কত বছরে ৪০ লাখ টাকার ফান্ড গড়ে দেবে, সেই হিসেব দেখে নেওয়া যাক।
advertisement
4/7
বিশেষজ্ঞরা বলে থাকেন যে এসআইপি-তে অন্তত ১২ শতাংশ রিটার্ন ঠিকই পাওয়া যায়, এবার বিনিয়োগকারীর কপাল ভাল হলে তা ১৫ শতাংশ বা তার বেশিও হতে পারে। হিসেবের শুরুটা ১৫ শতাংশ রিটার্ন ধরেই করা যাক!
বিশেষজ্ঞরা বলে থাকেন যে এসআইপি-তে অন্তত ১২ শতাংশ রিটার্ন ঠিকই পাওয়া যায়, এবার বিনিয়োগকারীর কপাল ভাল হলে তা ১৫ শতাংশ বা তার বেশিও হতে পারে। হিসেবের শুরুটা ১৫ শতাংশ রিটার্ন ধরেই করা যাক!
advertisement
5/7
প্রতি মাসে বিনিয়োগ: ৭ হাজার টাকাবিনিয়োগের মেয়াদ: ১৫ বছর (১৮০ মাস)
আনুমানিক রিটার্ন: প্রতি বছরে ১৫ শতাংশ
মোট জমা: ১২,৬০,৬০০ টাকা (মোট ১৫ বছরে এই পরিমাণ টাকা লগ্নি করা হবে)
ম্যাচিউরিটি ফান্ড: ৪৩,১৪,৫৫৯ টাকার কাছাকাছি
ওয়েল্থ গেন: ৩০,৫৪,৫৫৯ টাকা শুধু সুদ থেকে
প্রতি মাসে বিনিয়োগ: ৭ হাজার টাকাবিনিয়োগের মেয়াদ: ১৫ বছর (১৮০ মাস)আনুমানিক রিটার্ন: প্রতি বছরে ১৫ শতাংশমোট জমা: ১২,৬০,৬০০ টাকা (মোট ১৫ বছরে এই পরিমাণ টাকা লগ্নি করা হবে)ম্যাচিউরিটি ফান্ড: ৪৩,১৪,৫৫৯ টাকার কাছাকাছিওয়েল্থ গেন: ৩০,৫৪,৫৫৯ টাকা শুধু সুদ থেকে
advertisement
6/7
এবার এই একই হিসেব দেখা যাক ১২ শতাংশ রিটার্ন ধরে!প্রতি মাসে বিনিয়োগ: ৭ হাজার টাকা
বিনিয়োগের মেয়াদ: ১৫ বছর (১৮০ মাস)
আনুমানিক রিটার্ন: প্রতি বছরে ১২ শতাংশ
মোট জমা: ১২,৬০,৬০০ টাকা (মোট ১৫ বছরে এই পরিমাণ টাকা লগ্নি করা হবে)
ম্যাচিউরিটি ফান্ড: ৩৩,৩১,৫২০ টাকার কাছাকাছি
ওয়েল্থ গেন: ২০,৭১,৫২০ টাকা শুধু সুদ থেকে
এবার এই একই হিসেব দেখা যাক ১২ শতাংশ রিটার্ন ধরে!প্রতি মাসে বিনিয়োগ: ৭ হাজার টাকাবিনিয়োগের মেয়াদ: ১৫ বছর (১৮০ মাস)আনুমানিক রিটার্ন: প্রতি বছরে ১২ শতাংশমোট জমা: ১২,৬০,৬০০ টাকা (মোট ১৫ বছরে এই পরিমাণ টাকা লগ্নি করা হবে)ম্যাচিউরিটি ফান্ড: ৩৩,৩১,৫২০ টাকার কাছাকাছিওয়েল্থ গেন: ২০,৭১,৫২০ টাকা শুধু সুদ থেকে
advertisement
7/7
সোশ্যাল মিডিয়ার যুগে অনেকেই মিউচুয়াল ফান্ডগুলিকে দ্রুত অর্থ প্রকল্প হিসেবে বিবেচনা করে বিনিয়োগ শুরু করে দেন। এএসআইপিগুলির নীতি চক্রবৃদ্ধির উপর ভিত্তি করে তৈরি, যার সুবিধা কমপক্ষে ৫-১০ বছরের মধ্যে দেখা যায়। যাঁরা মাত্র ৬ মাস বা ১ বছরের মধ্যে বড় রিটার্নের আশা করেন তাঁরা হতাশ হন। অতএব, সবুরে মেওয়া ফলে, এ কথা ভুললে চলবে না!
সোশ্যাল মিডিয়ার যুগে অনেকেই মিউচুয়াল ফান্ডগুলিকে দ্রুত অর্থ প্রকল্প হিসেবে বিবেচনা করে বিনিয়োগ শুরু করে দেন। এএসআইপিগুলির নীতি চক্রবৃদ্ধির উপর ভিত্তি করে তৈরি, যার সুবিধা কমপক্ষে ৫-১০ বছরের মধ্যে দেখা যায়। যাঁরা মাত্র ৬ মাস বা ১ বছরের মধ্যে বড় রিটার্নের আশা করেন তাঁরা হতাশ হন। অতএব, সবুরে মেওয়া ফলে, এ কথা ভুললে চলবে না!
advertisement
advertisement
advertisement