Record Gold Price: আকাশছোঁয়া সোনার দাম, ১ গ্রামের দাম জানলে চমকে যাবেন...

Last Updated:
Record Gold Price: সোনার দাম এখন আকাশছোঁয়া। আজকের দিনে ১ গ্রামের সোনার দাম শুনলে চমকে যাবেন। আন্তর্জাতিক বাজার, ডলার ও টাকার দামের ওঠানামার কারণে এই অস্বাভাবিক বৃদ্ধি।
1/5
হু হু করে বেড়েই চলেছে সোনার দাম ৷ বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে ডলারের দামের ওঠানামা, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা এবং কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির সোনার মজুত বাড়ানোর প্রবণতার ফলে এ বছর সোনার দামে লাগাতার বৃদ্ধি দেখা যাচ্ছে। ভারতে তার সঙ্গে যুক্ত হয়েছে আমদানি শুল্ক ও টাকার দামের পতন। ফলে আজকের দিনে সোনার দাম একেবারে আকাশছোঁয়া।
হু হু করে বেড়েই চলেছে সোনার দাম ৷ বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে ডলারের দামের ওঠানামা, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা এবং কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির সোনার মজুত বাড়ানোর প্রবণতার ফলে এ বছর সোনার দামে লাগাতার বৃদ্ধি দেখা যাচ্ছে। ভারতে তার সঙ্গে যুক্ত হয়েছে আমদানি শুল্ক ও টাকার দামের পতন। ফলে আজকের দিনে সোনার দাম একেবারে আকাশছোঁয়া।
advertisement
2/5
বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদে সোনা সবসময়ই নিরাপদ বিনিয়োগ হিসেবে কাজ করে। অস্থির বাজার পরিস্থিতিতেও সোনার দাম কখনও শূন্যে নামে না, বরং সময়ের সঙ্গে সঙ্গে তার মূল্যবৃদ্ধি হয়। তাই অনেক বিনিয়োগকারী এখনও সোনাকেই ভরসার জায়গা মনে করেন।
বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদে সোনা সবসময়ই নিরাপদ বিনিয়োগ হিসেবে কাজ করে। অস্থির বাজার পরিস্থিতিতেও সোনার দাম কখনও শূন্যে নামে না, বরং সময়ের সঙ্গে সঙ্গে তার মূল্যবৃদ্ধি হয়। তাই অনেক বিনিয়োগকারী এখনও সোনাকেই ভরসার জায়গা মনে করেন।
advertisement
3/5
অন্যদিকে, সাধারণ ক্রেতাদের জন্য এই বাড়তি দাম সত্যিই চিন্তার বিষয়। উৎসবের মরশুমে যারা সোনা কেনার পরিকল্পনা করেছিলেন, তাদের বাজেট যে বেশ চাপে পড়তে চলেছে, তা বলাই বাহুল্য।
অন্যদিকে, সাধারণ ক্রেতাদের জন্য এই বাড়তি দাম সত্যিই চিন্তার বিষয়। উৎসবের মরশুমে যারা সোনা কেনার পরিকল্পনা করেছিলেন, তাদের বাজেট যে বেশ চাপে পড়তে চলেছে, তা বলাই বাহুল্য।
advertisement
4/5
মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর ফের বদলাল সোনার দাম ৷ ২২ ক্যারেট সোনার দাম ১০৭২০টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ৮৮০০ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ১৩৪১৮২ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর ফের বদলাল সোনার দাম ৷ ২২ ক্যারেট সোনার দাম ১০৭২০টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ৮৮০০ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ১৩৪১৮২ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
advertisement
5/5
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷
advertisement
advertisement
advertisement