এবার বেসরকারি কর্মীরাও পাবেন পেনশন ! সরকার বদলাতে চলেছে এই নিয়ম

Last Updated:
সিকের ১২ শতাংশ ইপিএফে জমা পড়ে ৷ এছাড়া সংস্থার তরফে ৩.৬৭ শতাংশ ইপিএফে জমা পড়ে ৷ বাকি ৮.৩৩ শতাংশ পেনশন যোজনা অথার্ৎ ইপিএসে জমা পড়ে ৷
1/5
মোদি সরকার চাকুরিজীবীদের জন্য বড় খবর নিয়ে এসেছে ৷ মিডিয়া রিপোর্টস অনুযায়ী, ইপিএফ অনুযায়ী, শীঘ্রই পেনশন স্কিম নেওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়বে ৷ সহজে বললে পিএফ (EPF) অনুযায়ী, শীঘ্রই পেনশন স্কিমের জন্য স্যালারি থেকে টাকা কাটাতে হবে ৷  কত টাকা কাটা হবে সেটা অবশ্য কর্মীরা নিজেরাই ঠিক করতে পারবেন ৷
মোদি সরকার চাকুরিজীবীদের জন্য বড় খবর নিয়ে এসেছে ৷ মিডিয়া রিপোর্টস অনুযায়ী, ইপিএফ অনুযায়ী, শীঘ্রই পেনশন স্কিম নেওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়বে ৷ সহজে বললে পিএফ (EPF) অনুযায়ী, শীঘ্রই পেনশন স্কিমের জন্য স্যালারি থেকে টাকা কাটাতে হবে ৷ কত টাকা কাটা হবে সেটা অবশ্য কর্মীরা নিজেরাই ঠিক করতে পারবেন ৷
advertisement
2/5
ইংরেজি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এই পদক্ষেপের জেরে সুবিধা হবে কর্মীচারীদের ৷ অর্থসচিব রাজীব কুমার জানিয়েছেন, শীঘ্রই নতুন স্টিস্টেম তৈরি করা হবে এবং প্রত্যেক মাসে ন্যূনতম ১০০ টাকা বেতন থেকে কাটাতে পারবেন কর্মীরা ৷ এবং একই অঙ্কের টাকা সংস্থাকেও যোগদান করতে হবে এই স্কিমে ৷ অবসরের কথা ভেবে এই পদক্ষেপ অন্যতন্ত জরুরি বলে মনে করা হচ্ছে ৷
ইংরেজি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এই পদক্ষেপের জেরে সুবিধা হবে কর্মীচারীদের ৷ অর্থসচিব রাজীব কুমার জানিয়েছেন, শীঘ্রই নতুন স্টিস্টেম তৈরি করা হবে এবং প্রত্যেক মাসে ন্যূনতম ১০০ টাকা বেতন থেকে কাটাতে পারবেন কর্মীরা ৷ এবং একই অঙ্কের টাকা সংস্থাকেও যোগদান করতে হবে এই স্কিমে ৷ অবসরের কথা ভেবে এই পদক্ষেপ অন্যতন্ত জরুরি বলে মনে করা হচ্ছে ৷
advertisement
3/5
পিএফের জন্য কাটা টাকা দুটি অ্যাকাউন্টে জমা পড়ে ৷ একটি প্রভিডেন্ট ফান্ড অথার্ৎ EPF ও দ্বিতীয় পেনশন ফান্ডে (EPS) এ জমা পড়ে ৷ বেসিকের ১২ শতাংশ ইপিএফে জমা পড়ে ৷ এছাড়া সংস্থার তরফে ৩.৬৭ শতাংশ ইপিএফে জমা পড়ে ৷ বাকি ৮.৩৩ শতাংশ পেনশন যোজনা অথার্ৎ ইপিএসে জমা পড়ে ৷
পিএফের জন্য কাটা টাকা দুটি অ্যাকাউন্টে জমা পড়ে ৷ একটি প্রভিডেন্ট ফান্ড অথার্ৎ EPF ও দ্বিতীয় পেনশন ফান্ডে (EPS) এ জমা পড়ে ৷ বেসিকের ১২ শতাংশ ইপিএফে জমা পড়ে ৷ এছাড়া সংস্থার তরফে ৩.৬৭ শতাংশ ইপিএফে জমা পড়ে ৷ বাকি ৮.৩৩ শতাংশ পেনশন যোজনা অথার্ৎ ইপিএসে জমা পড়ে ৷
advertisement
4/5
 পিএফ অ্যাকাউন্টে জমা টাকা একটি নির্দিষ্ট সময়ের পর তুলে নিতে পারবেন ৷ তবে পেনশনের টাকা তোলার জন্য বেশ কয়েকটি শর্ত রয়েছে ৷ ৬ মাসের বেশি কিন্তু ৯ বছর ৬ মাসের কম চাকরি করে থাকেন তাহলে ফর্ম19 ও 10c জমা দিয়ে পিএফ ও পেনশনের টাকা তুলে নিতে পারবেন ৷ তবে এর জন্য ম্যানুয়াল পদ্ধতিতে আবেদন করতে হবে ৷ অনলাইনে পেনশন ফান্ড তোলার প্রক্রিয়া এখনও চালু করা হয়নি ৷ ফর্ম ভর্তি করা পর এমপ্লয়ার অথার্ৎ EPFO কার্যালয়ে সেটি জমা করতে হবে ৷
পিএফ অ্যাকাউন্টে জমা টাকা একটি নির্দিষ্ট সময়ের পর তুলে নিতে পারবেন ৷ তবে পেনশনের টাকা তোলার জন্য বেশ কয়েকটি শর্ত রয়েছে ৷ ৬ মাসের বেশি কিন্তু ৯ বছর ৬ মাসের কম চাকরি করে থাকেন তাহলে ফর্ম19 ও 10c জমা দিয়ে পিএফ ও পেনশনের টাকা তুলে নিতে পারবেন ৷ তবে এর জন্য ম্যানুয়াল পদ্ধতিতে আবেদন করতে হবে ৷ অনলাইনে পেনশন ফান্ড তোলার প্রক্রিয়া এখনও চালু করা হয়নি ৷ ফর্ম ভর্তি করা পর এমপ্লয়ার অথার্ৎ EPFO কার্যালয়ে সেটি জমা করতে হবে ৷
advertisement
5/5
বাজেটে পিএফআরডিএ নিয়মে বদলের প্রস্তাব দিয়েছেন সীতারমন ৷ প্রস্তাবে তিনি বলেছেন সরকারি কর্মচারীদের জন্য এনপিএস কে পিএফআরডিএ থেকে আলাদা করা যেতে পারে ৷
বাজেটে পিএফআরডিএ নিয়মে বদলের প্রস্তাব দিয়েছেন সীতারমন ৷ প্রস্তাবে তিনি বলেছেন সরকারি কর্মচারীদের জন্য এনপিএস কে পিএফআরডিএ থেকে আলাদা করা যেতে পারে ৷
advertisement
advertisement
advertisement