1/ 4


১৪ মার্চ জিএসটি পরিষদের বৈঠক রয়েছে ৷ এই বৈঠকে মোবাইল ফোন, জুতো-চটি ও কাপড়ের মতো একাধিক প্রোডাক্ট সস্তা হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ অনেকদিন ধরেই এই সমস্ত জিনিসের জিএসটি দর কমানোর দাবি জানানো হয়েছে ৷ এর সঙ্গেই নতুন রিটার্ন ফাইল করার ব্যবস্থা অথার্ৎ ই-ইনভয়েসের জারি না হওয়ার সম্ভাবনা রয়েছে ৷
2/ 4


বর্তমানে মোবাইল ফোনে ১২ শতাংশ শুল্ক দিতে হয় ৷ অথচ এর কাঁচা মালের জন্য জিএসটি ১৮ শতাংশ ৷ জুতো-চটির মামলায় কাউন্সিল ১০০০ টাকার মূল্যের প্রোডাক্টে গত বছর জুন মাসে জিএসটি কমিয়ে ৫ শতাংশ করে দেওয়া হয়েছিল ৷
3/ 4


১০০০ টাকার বেশি জুতো-চটিতে জিএসটি ১৮ শতাংশ করা হয় ৷ অথচ এই প্রোডাক্ট তৈরির জন্য কাঁচা মালের জন্য জিএসটি ৫ থেকে ১৮ শতাংশ ৷ টেক্সটাইলে জিএসটি ৫, ১২ ও ১৮ শতাংশ ৷