Small Savings Scheme Interest Rate: PPF, Post Office FD, SSY, NSC-সহ অন্যান্য ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার কি বাড়ল না কমল ?

Last Updated:
Small Savings Scheme Interest Rate: ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকেও কি অপরিবর্তিত থাকছে PPF, SSY, NSC ও পোস্ট অফিস FD-এর সুদের হার ?
1/6
ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার কি বাড়বে না কমবে ? সোমবার সেই দিকেই তাকিয়ে ছিলেন দেশের কোটি কোটি মানুষ ৷ অবশেষে অপেক্ষার অবসান ৷ ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের অপরিবর্তিত রাখল সরকার ৷
ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার কি বাড়বে না কমবে ? সোমবার সেই দিকেই তাকিয়ে ছিলেন দেশের কোটি কোটি মানুষ ৷ অবশেষে অপেক্ষার অবসান ৷ ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের অপরিবর্তিত রাখল সরকার ৷
advertisement
2/6
সোমবার, ৩০ জুন ২০২৫ তারিখে সরকার ঘোষণা করেছে, পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY), ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC), এবং পোস্ট অফিস ডিপোজিট-সহ ছোট সঞ্চয় প্রকল্পগুলির উপর সুদের হার আর্থিক বছর ২০২৫-২৬-এর দ্বিতীয় ত্রৈমাসিকের (১ জুলাই ২০২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত) জন্য অপরিবর্তিত থাকবে। এই তথ্য অর্থ মন্ত্রকের এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।
সোমবার, ৩০ জুন ২০২৫ তারিখে সরকার ঘোষণা করেছে, পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY), ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC), এবং পোস্ট অফিস ডিপোজিট-সহ ছোট সঞ্চয় প্রকল্পগুলির উপর সুদের হার আর্থিক বছর ২০২৫-২৬-এর দ্বিতীয় ত্রৈমাসিকের (১ জুলাই ২০২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত) জন্য অপরিবর্তিত থাকবে। এই তথ্য অর্থ মন্ত্রকের এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।
advertisement
3/6
ছোট সঞ্চয় প্রকল্পে সর্বশেষ সুদের হার-সুকন্যা সমৃদ্ধি যোজনা: সুকন্যা সমৃদ্ধি প্রকল্পে জমার উপর সুদের হার আগের মতোই ৮.২% থাকছে।

তিন বছরের পোস্ট অফিস ডিপোজিট: তিন বছরের বিনিয়োগের উপর সুদের হার অপরিবর্তিত   থাকছে ৭.১ শতাংশে ।
ছোট সঞ্চয় প্রকল্পে সর্বশেষ সুদের হার-
সুকন্যা সমৃদ্ধি যোজনা: সুকন্যা সমৃদ্ধি প্রকল্পে জমার উপর সুদের হার আগের মতোই ৮.২% থাকছে।
তিন বছরের পোস্ট অফিস ডিপোজিট: তিন বছরের বিনিয়োগের উপর সুদের হার অপরিবর্তিত থাকছে ৭.১ শতাংশে ।
advertisement
4/6
পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এবং পোস্ট অফিস সেভিংস ডিপোজিট: পাবলিক প্রভিডেন্ট ফান্ডের (PPF) উপর সুদের হার ৭.১% অপরিবর্তিত থাকছে এবং পোস্ট অফিস সেভিংস ডিপোজিট স্কিমে সুদের হার ৪% থাকছে।
পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এবং পোস্ট অফিস সেভিংস ডিপোজিট:
পাবলিক প্রভিডেন্ট ফান্ডের (PPF) উপর সুদের হার ৭.১% অপরিবর্তিত থাকছে এবং পোস্ট অফিস সেভিংস ডিপোজিট স্কিমে সুদের হার ৪% থাকছে।
advertisement
5/6
কিষান বিকাশ পত্র: কিষান বিকাশ পত্রে সুদের হার ৭.৫% নির্ধারিত হয়েছে, যেখানে বিনিয়োগের মেয়াদ ১১৫ মাসে ।

ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC): এপ্রিল-জুন ২০২৫ সময়কালের জন্য ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে (NSC) সুদের হার ৭.৭% নির্ধারিত হয়েছে।

কিষান বিকাশ পত্র: কিষান বিকাশ পত্রে সুদের হার ৭.৫% নির্ধারিত হয়েছে, যেখানে বিনিয়োগের মেয়াদ ১১৫ মাসে ।
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC): এপ্রিল-জুন ২০২৫ সময়কালের জন্য ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে (NSC) সুদের হার ৭.৭% নির্ধারিত হয়েছে।
advertisement
6/6
মান্থলি ইনকাম স্কিম- মান্থলি ইনকাম স্কিমে বিনিয়োগকারীরা পাবেন ৭.৪ শতাংশ সুদ ৷
মান্থলি ইনকাম স্কিম- মান্থলি ইনকাম স্কিমে বিনিয়োগকারীরা পাবেন ৭.৪ শতাংশ সুদ ৷
advertisement
advertisement
advertisement