বিনিয়োগ করার সময় মানুষ কী কী খোঁজে? নিরাপত্তা, সর্বোচ্চ রিটার্ন এবং ট্যাক্স ছাড়। নির্দিষ্ট সময়ের মধ্যে আর্থিক লক্ষ্য পূরণ করতে চাইলেও মোটামুটি এই জিনিসগুলিই মাথায় থাকে। পাবলিক প্রভিডেন্ট ফান্ড এবং ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট তেমনই দুটি স্কিম। দুটি স্কিমই সরকার-সমর্থিত। ফলে মূলধনের নিরাপত্তা নিয়ে চিন্তা করতে হবে না। মেয়াদ শেষে মিলবে নিশ্চিত রিটার্নও। কিন্তু এই দুটি স্কিমের মধ্যে সবচেয়ে ভাল কোনটা?
পিপিএফ থেকে প্রাপ্ত সুদ করমুক্ত। শুধু তাই নয়, এই স্কিমে বার্ষিক অবদান, সঞ্চিত সুদ এবং ম্যাচিউরিটির পরিমাণও সম্পূর্ণ করমুক্ত। প্রতি ত্রৈমাসিকে সুদের হার পরিবর্তিত হতে পারে। বর্তমানে এই স্কিমে ৭.৯ শতাংশ হারে সুদ মিলছে। পিপিএফ-এর মেয়াদ ১৫ বছর। তবে বিনিয়োগকারী চাইলে এই মেয়াদ আরও ৫ বছর বাড়াতে পারেন।
এনএসসি-র মেয়াদ ৫ বছর। চাইলেও এর মেয়াদ বাড়ানোর বিধান নেই। প্রয়োজনে সেই সময়ের প্রদত্ত সুদের হারে নতুন শংসাপত্র কিনতে হবে। পাঁচ বছরের মেয়াদে বর্তমানে সুদের হার ৭.৯ শতাংশ। এই স্কিমে মূল পরিমাণের পাশাপাশি অর্জিত সুদেও কর ছাড় পাওয়া যায়। সুতরাং কেউ যদি ১০ হাজার টাকা বিনিয়োগ করেন এবং ৮০০ টাকা অর্জিত সুদ হয় তাহলে উভয়ই ৮০সি ধারায় করছাড় যোগ্য। তবে মনে রাখতে হবে, ৮০ সি ধারায় সর্বাধিক দেড় লক্ষ টাকায় কর ছাড় মেলে।এনএসসি-র মেয়াদ ৫ বছর। চাইলেও এর মেয়াদ বাড়ানোর বিধান নেই। প্রয়োজনে সেই সময়ের প্রদত্ত সুদের হারে নতুন শংসাপত্র কিনতে হবে। পাঁচ বছরের মেয়াদে বর্তমানে সুদের হার ৭.৯ শতাংশ। এই স্কিমে মূল পরিমাণের পাশাপাশি অর্জিত সুদেও কর ছাড় পাওয়া যায়। সুতরাং কেউ যদি ১০ হাজার টাকা বিনিয়োগ করেন এবং ৮০০ টাকা অর্জিত সুদ হয় তাহলে উভয়ই ৮০সি ধারায় করছাড় যোগ্য। তবে মনে রাখতে হবে, ৮০ সি ধারায় সর্বাধিক দেড় লক্ষ টাকায় কর ছাড় মেলে।