বিনিয়োগ ছাড়াই , পোস্ট অফিস সুযোগ করে দিচ্ছে মাসে লাখ টাকা রোজগারের ! জেনে নিন কীভাবে--

Last Updated:
1/5
চাকরিতে একঘেয়েমি ? কুছ পরোয়া নেহি! এবার খোদ ভারতীয় সরকার আপনাকে ব্যবস্থা করে দিচ্ছে ১০-৫টা'র চাকরি ছেড়ে, টাকা রোজগারের! এবং টাকার অঙ্কটা কিন্তু অফিসের মায়নার থেকে অনেকটাই বেশি!  Photo Source: News18Network
চাকরিতে একঘেয়েমি ? কুছ পরোয়া নেহি! এবার খোদ ভারতীয় সরকার আপনাকে ব্যবস্থা করে দিচ্ছে ১০-৫টা'র চাকরি ছেড়ে, টাকা রোজগারের! এবং টাকার অঙ্কটা কিন্তু অফিসের মায়নার থেকে অনেকটাই বেশি! Photo Source: News18Network
advertisement
2/5
ভারতীয় ডাক বিভাগ বা পোস্ট অফিস নয়া পদক্ষেপ নিল। সাধারন মানুষ পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি খুলে নিশ্চিন্তে মাসে লাখো টাকা উপার্জন করতে পারবেন! যে কেউ-ই এই ফ্র্যাঞ্চাজি নিতে পারবেন। আপনি যদি ইতিমধ্যেই কোনও পেশার সঙ্গে যুক্ত থাকেন, সেক্ষেত্রেও ফ্র্যাঞ্জাইজি নিতে কোনও সমস্যা হবে না। ফ্র্যাঞ্জাইজি নেওয়ার জন্য প্রথমেই আপনাকে ফর্ম জমা দিতে হবে, এরপর সংস্লিষ্ট বিভাগ আপনার সঙ্গে MoU সাইন করবে।  Photo Source: News18Network
ভারতীয় ডাক বিভাগ বা পোস্ট অফিস নয়া পদক্ষেপ নিল। সাধারন মানুষ পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি খুলে নিশ্চিন্তে মাসে লাখো টাকা উপার্জন করতে পারবেন! যে কেউ-ই এই ফ্র্যাঞ্চাজি নিতে পারবেন। আপনি যদি ইতিমধ্যেই কোনও পেশার সঙ্গে যুক্ত থাকেন, সেক্ষেত্রেও ফ্র্যাঞ্জাইজি নিতে কোনও সমস্যা হবে না। ফ্র্যাঞ্জাইজি নেওয়ার জন্য প্রথমেই আপনাকে ফর্ম জমা দিতে হবে, এরপর সংস্লিষ্ট বিভাগ আপনার সঙ্গে MoU সাইন করবে। Photo Source: News18Network
advertisement
3/5
ফ্র্যাঞ্জাইজি নেওয়ার জন্য ন্যূনতম বয়স ১৮। মনোনয়ন করবে পোস্টঅফিসের বিভাগীয় প্রধান। অ্যাপলিকেশন জমা দেওয়ার ১৪ দিনের মধ্যে ASP / SDL  রিপোর্ট-এর ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে।  Photo Source: News18Network
ফ্র্যাঞ্জাইজি নেওয়ার জন্য ন্যূনতম বয়স ১৮। মনোনয়ন করবে পোস্টঅফিসের বিভাগীয় প্রধান। অ্যাপলিকেশন জমা দেওয়ার ১৪ দিনের মধ্যে ASP / SDL রিপোর্ট-এর ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। Photo Source: News18Network
advertisement
4/5
আপনি যদি পোস্ট অফিসের কর্মী হন, সেক্ষেত্রে, আপনি যে ব্রাঞ্চ বা  ডিভিশনে কর্মরত, সেই ডিভিশনের ফ্র্যাঞ্জাইজি নিতে পারবেন না। কিন্তু আপনার পরিবারের অন্য সদস্য যেমন স্ত্রী, স্বামী বা সন্তান সেই ডিভিশনেরই ফ্র্যাঞ্চাইজি নিতে পারবেন।  Photo Source: News18Network
আপনি যদি পোস্ট অফিসের কর্মী হন, সেক্ষেত্রে, আপনি যে ব্রাঞ্চ বা ডিভিশনে কর্মরত, সেই ডিভিশনের ফ্র্যাঞ্জাইজি নিতে পারবেন না। কিন্তু আপনার পরিবারের অন্য সদস্য যেমন স্ত্রী, স্বামী বা সন্তান সেই ডিভিশনেরই ফ্র্যাঞ্চাইজি নিতে পারবেন। Photo Source: News18Network
advertisement
5/5
 কমিষনের মাধ্যমে আপনি রোজগার করতে পারবেন। কমিশনে পরিমাণ MoU-তেই নির্ধারিত করা থাকবে।  কমিশনের অঙ্ক- রেজিস্টার্ড আর্টিকল-এর ক্ষেত্রে ৩ টাকা, স্পিড পোস্ট আর্টিকল-এর ক্ষেত্রে ৫ টাকা, ১০০-২০০ টাকা মানি অর্ডার বুকিংয়ে ৩.৫০ টাকা।  রেজিস্ট্রি ও স্পিড পোস্ট-এ মাসে ১০০০-এর বেশি বুকিং হলে, প্রতি বুকিংয়ে বাড়তি ২০ শতাংশ কমিশন পাবেন।  পোস্টেজ স্ট্যাম্প, পোস্টাল স্টেশনারি, মানি অর্ডার ফর্ম-এর বিক্রির উপর ৫ শতাংশ, রিটেল সার্ভিস-এ পোস্ট অফিস যে উপার্জন করবে তার ৪০ শতাংশ।
কমিষনের মাধ্যমে আপনি রোজগার করতে পারবেন। কমিশনে পরিমাণ MoU-তেই নির্ধারিত করা থাকবে। কমিশনের অঙ্ক- রেজিস্টার্ড আর্টিকল-এর ক্ষেত্রে ৩ টাকা, স্পিড পোস্ট আর্টিকল-এর ক্ষেত্রে ৫ টাকা, ১০০-২০০ টাকা মানি অর্ডার বুকিংয়ে ৩.৫০ টাকা। রেজিস্ট্রি ও স্পিড পোস্ট-এ মাসে ১০০০-এর বেশি বুকিং হলে, প্রতি বুকিংয়ে বাড়তি ২০ শতাংশ কমিশন পাবেন। পোস্টেজ স্ট্যাম্প, পোস্টাল স্টেশনারি, মানি অর্ডার ফর্ম-এর বিক্রির উপর ৫ শতাংশ, রিটেল সার্ভিস-এ পোস্ট অফিস যে উপার্জন করবে তার ৪০ শতাংশ।
advertisement
advertisement
advertisement