Fixed Deposit Interest Rate: চলতি বছরে দ্বিতীয়বার FD সুদের হার বদলাল PNB !
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
PNB FD Rates: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) চলতি বছরে দ্বিতীয়বারের মতো এফডি সুদের হার কমিয়েছে। জেনে নিন বর্তমান এফডি রেট ।
ব্যাঙ্ক ডিপোজিট স্কিমের কথা যদি ওঠে, সবার আগে বেশিরভাগ ব্যক্তিরই মাথায় আসবে ফিক্সড ডিপোজিটের প্রসঙ্গ। এর মধ্যে ভুল কিছু নেই। কিছু দিন আগে পর্যন্তও ব্যাঙ্কগুলো ফিক্সড ডিপোজিটে বেশ ভাল হারে সুদ অফার করছিল। এবার যদি সিনিয়র সিটিজেনের কথা ধরা হয়, তাঁদের ক্ষেত্রে সুদের হার সাধারণ নাগরিকের তুলনায় ফিক্সড ডিপোজিটে বেশিই হয়। কেউ চাইলে পরিবারের প্রবীণ সদস্যের নামেও ফিক্সড ডিপোজিট করতে পারেন ব্যাঙ্কে। সেই জন্যই ফিক্সড ডিপোজিট বিনিয়োগের একটি খুবই জনপ্রিয় মাধ্যম। বিভিন্ন ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের সুদের হার ভিন্ন। সেই সম্পর্কে অবগত থাকা প্রয়োজন।
advertisement
২০২৫ সালের এপ্রিলে একই রকম পরিবর্তন আনার মাত্র কয়েক সপ্তাহ পরে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) আবারও ৩ কোটি টাকার কম খুচরো আমানতের জন্য তাদের ফিক্সড ডিপোজিটের সুদের হার সংশোধন করেছে। ১ মে, ২০২৫ থেকে কার্যকর হওয়া সর্বশেষ সংশোধনীতে স্বল্প ও মধ্যমেয়াদী নির্দিষ্ট মেয়াদের ক্ষেত্রে ২৫ বেসিস পয়েন্ট (বিপিএস) পর্যন্ত হার হ্রাস প্রতিফলিত হয়েছে।
advertisement
advertisement
পিএনবি সিনিয়র সিটিজেনদের জন্য অগ্রাধিকারমূলক হার অফার করে চলেছে:সিনিয়র সিটিজেনরা (৬০ থেকে ৮০ বছর বয়সী) ৫ বছর পর্যন্ত আমানতের জন্য অতিরিক্ত ৫০ বিপিএস এবং ৫ বছরের বেশি আমানতের জন্য অতিরিক্ত ৮০ বিপিএস পাবেন। কার্যকর সুদের হার হবে ৪.০০ শতাংশ থেকে ৭.৬০ শতাংশ। সিনিয়র সিটিজেনরা (৮০ বছর এবং তার বেশি) সকল মেয়াদের জন্য অতিরিক্ত ৮০ বিপিএস পাবেন। কার্যকর সুদের হার হবে ৪.৩০ শতাংশ থেকে ৭.৯০ শতাংশ।
advertisement
বন্ধন ব্যাঙ্কও এফডির হার সংশোধন করেছে -বন্ধন ব্যাঙ্ক ৩ কোটি টাকার কম পরিমাণের জন্য এফডির সুদের হার সংশোধনের ঘোষণা করেছে, যা ১ মে, ২০২৫ থেকে কার্যকর হবে। সাধারণ নাগরিকদের জন্য: সুদের হার এখন ৩% থেকে ৭.৭৫% পর্যন্ত, যা এক বছরের মেয়াদে সর্বোচ্চ হারে দেওয়া হয়। সিনিয়র সিটিজেনদের জন্য: সুদের হার ৩.৭৫% থেকে ৮.২৫% পর্যন্ত, যা ১ বছরের আমানতের উপরও সর্বোচ্চ।
advertisement
