SBI Home Loan EMI: স্টেট ব্যাঙ্ক থেকে ৩০ লাখ টাকার হোম লোন নিচ্ছেন? প্রতি মাসে কত EMI দিতে হবে দেখুন
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
SBI Home Loan EMI Calculator: হোম লোন পাওয়ার কিছু শর্ত রয়েছে। যোগ্যতার মাপকাঠি পূরণ হলে তবেই মেলে। সঙ্গে দেখা হয় ক্রেডিট স্কোর।
advertisement
advertisement
advertisement
দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক এসবিআই-তে হোম লোনে সুদের হার ৮.২৫ শতাংশ থেকে শুরু করে ৯.২০ শতাংশ পর্যন্ত। তবে আগেই বলা হয়েছে, পুরোটাই নির্ভর করছে মেয়াদ এবং ক্রেডিট স্কোরের উপর। এখন কেউ যদি ৩০ বছর মেয়াদে ৮.৫০ শতাংশ সুদের হারে ৩০ লাখ টাকার হোম লোন নেন, তাহলে প্রতি মাসে তাঁকে কত টাকার ইএমআই দিতে হবে?
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত, SBI-সহ অন্যান্য বড় ব্যাঙ্কের হোম লোন রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেটের ওপর নির্ভর করে। রেপো রেট হল সেই সুদের হার, যার ভিত্তিতে ব্যাঙ্ক আরবিআই-এর থেকে ঋণ নেয়। অক্টোবর ২০১৯ থেকে ফ্লোটিং রেটের গৃহঋণ, ব্যক্তিগত ঋণ এবং অটো লোন সরাসরি রেপো রেটের সাথে যুক্ত করা হয়েছে। বেশিরভাগ ব্যাঙ্ক এখন RLLR (হোম লোন রেপো লিঙ্কড লেন্ডিং রেট) অনুসারে ঋণ দেয়, যাকে EBR (এক্সটার্নাল বেঞ্চমার্ক রেট)-ও বলা হয়।
