গত কয়েকদিনে লাগাতার দাম কমেছে পেট্রোলের ৷ এর জেরে বেশ অনেকটাই স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ ৷ শনিবারও আরও দাম কমল পেট্রোলের ৷ এদিন প্রতি লিটারে ৭ পয়সা করে সস্তা হয়েছে পেট্রোল ৷ অন্যদিকে ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি ৷ শুক্রবার পেট্রোলের দাম কমেছিল ৮-৯ পয়সা ৷ ডিজেলের দাম বেড়েছে প্রায় ৫-৬ পয়সা করে ৷
ইন্ডিয়ান ওয়েলের ওয়েবসাইট অনুযায়ী, শনিবার দেশের রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম ৭১.০৩ টাকা প্রতি লিটার হয়ে গিয়েছে ৷ কলকাতায় ৮ পয়সা সস্তা হয়ে পেট্রোলের দাম হয়েছে ৭৩.১১ টাকা ৷ মুম্বইয়েও ৮ পয়সা কমে পেট্রোলের দাম হয়েছে ৭৬.৬৪ টাকা প্রতি লিটারে ৷ চেন্নাইয়ে পেট্রোলের দাম কমে হয়েছে ৭৩.৭২ টাকা ৷