১৬ টাকা পর্যন্ত সস্তা হতে পারে পেট্রোল-ডিজেল, দেখে নিন আজকের দাম

Last Updated:
দেখে নিন এদিন কোন শহরে কত হল পেট্রোল ও ডিজেলের দাম
1/4
বর্তমানে দেশের প্রায় সমস্ত শহরে পেট্রোল ও ডিজেলের দাম অল টাইম হাই চলছে ৷ রাজধানী দিল্লিতে এদিন এক লিটার পেট্রোলের দাম ৯১.১৭ টাকা ৷ ডিজেলের দাম ৮১.৪৭ টাকা ৷ মুম্বইতে পেট্রোলের দাম পৌঁছে গিয়েছে ৯৭.৫৭ টাকায় ৷ ডিজেলের দাম ৮৮.৬০ টাকা ৷ মধ্যপ্রদেশের ভোপালে অবশ্য পেট্রোল বিক্রি হচ্ছে ১০০ টাকা প্রতি লিটারে ৷ সাধারণ মানুষের সুবিধার্থে যদি সরকার পেট্রোল ও ডিজেল জিএসটি-র অধীনে নিয়ে আসে তাহলে তেলের দাম অনেকটাই কমে যাবে ৷
বর্তমানে দেশের প্রায় সমস্ত শহরে পেট্রোল ও ডিজেলের দাম অল টাইম হাই চলছে ৷ রাজধানী দিল্লিতে এদিন এক লিটার পেট্রোলের দাম ৯১.১৭ টাকা ৷ ডিজেলের দাম ৮১.৪৭ টাকা ৷ মুম্বইতে পেট্রোলের দাম পৌঁছে গিয়েছে ৯৭.৫৭ টাকায় ৷ ডিজেলের দাম ৮৮.৬০ টাকা ৷ মধ্যপ্রদেশের ভোপালে অবশ্য পেট্রোল বিক্রি হচ্ছে ১০০ টাকা প্রতি লিটারে ৷ সাধারণ মানুষের সুবিধার্থে যদি সরকার পেট্রোল ও ডিজেল জিএসটি-র অধীনে নিয়ে আসে তাহলে তেলের দাম অনেকটাই কমে যাবে ৷
advertisement
2/4
পেট্রোলের উপর জিএসটি লাগালে দাম কমে ৭৫ টাকা প্রতি লিটার হয়ে যেতে পারে ৷ অন্যদিকে জিএসটি লাগালে ডিজেলের দাম কমে হয়ে যেতে পারে ৬৮ টাকা প্রতি লিটার ৷ বিশেষজ্ঞরা জানিয়েছেন, দেশজুড়ে জিএসটি লাগু করার সময় পেট্রোল ও ডিজেলকে এর মধ্যে সামিল করার কথা বলা হয়েছিল ৷ কিন্তু এখনও পর্যন্ত তা করা হয়নি ৷ পেট্রোল ও ডিজেলে জিএসটি লাগু করা হলে তেলের দাম অনেকটাই কমার সম্ভাবনা রয়েছে ৷ বর্তমানে প্রত্যেক রাজ্য পেট্রোল ও ডিজেলে তাদের দরকার অনুযায়ী ভ্যাট লাগিয়ে থাকে ৷
পেট্রোলের উপর জিএসটি লাগালে দাম কমে ৭৫ টাকা প্রতি লিটার হয়ে যেতে পারে ৷ অন্যদিকে জিএসটি লাগালে ডিজেলের দাম কমে হয়ে যেতে পারে ৬৮ টাকা প্রতি লিটার ৷ বিশেষজ্ঞরা জানিয়েছেন, দেশজুড়ে জিএসটি লাগু করার সময় পেট্রোল ও ডিজেলকে এর মধ্যে সামিল করার কথা বলা হয়েছিল ৷ কিন্তু এখনও পর্যন্ত তা করা হয়নি ৷ পেট্রোল ও ডিজেলে জিএসটি লাগু করা হলে তেলের দাম অনেকটাই কমার সম্ভাবনা রয়েছে ৷ বর্তমানে প্রত্যেক রাজ্য পেট্রোল ও ডিজেলে তাদের দরকার অনুযায়ী ভ্যাট লাগিয়ে থাকে ৷
advertisement
3/4
দেখে নিন এদিন কোন শহরে কত হল পেট্রোল ও ডিজেলের দাম  দিল্লি- পেট্রোল ৯১.১৭ টাকা, ডিজেল ৮১.৪৭ টাকা মুম্বই- পেট্রোল ৯৭.৫৭ টাকা, ডিজেল ৮৮.৬০ টাকা কলকাতা- পেট্রোল ৯১.৩৫ টাকা, ডিজেল ৮৪.৩৫ টাকা চেন্নাই- পেট্রোল ৯৩.১১ টাকা, ডিজেল ৮৬.৪৫ টাকা নয়ডা- পেট্রোল ৮৯.৩৮ টাকা, ডিজেল ৮১.৯১ টাকা বেঙ্গালুরু- পেট্রোল ৯৪.২২ টাকা, ডিজেল ৮৬.৩৭ টাকা ভোপাল- পেট্রোল ৯৯.২১ টাকা, ডিজেল ৮৯.৭৬ টাকা চন্ডীগড়- পেট্রোল ৮৭.৭৩ টাকা, ডিজেল ৮১.১৭ টাকা পটনা- পেট্রোল ৯৩.৪৮ টাকা, ডিজেল ৮৬.৭৩ টাকা লখনউ- পেট্রোল ৮৯.৩১ টাকা, ডিজেল ৮১.৮৫ টাকা
দেখে নিন এদিন কোন শহরে কত হল পেট্রোল ও ডিজেলের দাম দিল্লি- পেট্রোল ৯১.১৭ টাকা, ডিজেল ৮১.৪৭ টাকা মুম্বই- পেট্রোল ৯৭.৫৭ টাকা, ডিজেল ৮৮.৬০ টাকা কলকাতা- পেট্রোল ৯১.৩৫ টাকা, ডিজেল ৮৪.৩৫ টাকা চেন্নাই- পেট্রোল ৯৩.১১ টাকা, ডিজেল ৮৬.৪৫ টাকা নয়ডা- পেট্রোল ৮৯.৩৮ টাকা, ডিজেল ৮১.৯১ টাকা বেঙ্গালুরু- পেট্রোল ৯৪.২২ টাকা, ডিজেল ৮৬.৩৭ টাকা ভোপাল- পেট্রোল ৯৯.২১ টাকা, ডিজেল ৮৯.৭৬ টাকা চন্ডীগড়- পেট্রোল ৮৭.৭৩ টাকা, ডিজেল ৮১.১৭ টাকা পটনা- পেট্রোল ৯৩.৪৮ টাকা, ডিজেল ৮৬.৭৩ টাকা লখনউ- পেট্রোল ৮৯.৩১ টাকা, ডিজেল ৮১.৮৫ টাকা
advertisement
4/4
প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলর নতুন দাম জারি করে থাকে সরকারি তেল সংস্থাগুলি ৷ পেট্রোল ও ডিজেলের দামের উপরে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় গ্রাহকদের ৷
প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলর নতুন দাম জারি করে থাকে সরকারি তেল সংস্থাগুলি ৷ পেট্রোল ও ডিজেলের দামের উপরে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় গ্রাহকদের ৷
advertisement
advertisement
advertisement