

চাকরিতে থাকাকালীন হোক বা চাকরির পরে, ভালো জায়গায় বিনিয়োগের (Investment) উপরে ঝোঁক বরাবরই থাকে মানুষের। তবে, কিছু ক্ষেত্রে বিনিয়োগের পাশাপাশি আয়করের দিকটাও দেখা হয়। ভালো বিনিয়োগ এবং আয়করে ছাড় এই দুইয়ের মিশেলে বেশ কয়েকটি স্কিম রয়েছে। তার মধ্যে Public Provident Fund (PPF), Equity-Linked Saving Scheme (ELSS) ও Unit Linked Insurance Plan (ULIP) অন্যতম।


এ ক্ষেত্রে PPF রিটায়ারমেন্টের পর উপভোগের জন্য। ELSS ট্যাক্স সেভিংয়ের জন্য ও ULIP লাইফ ইনসিওরেন্সের (Life Insurance) জন্য বিনিয়োগের অন্যতম ভালো স্কিম।


তবে, কোন স্কিমে বিনিয়োগ করলে কী পাওয়া যাবে, কোন স্কিমে বিনিয়োগ করা যেতে পারে, এই নিয়ে অনেকেই কনফিউজড থাকেন। বিশেষজ্ঞরা বলছেন, সব ক্ষেত্রেই কিন্তু বর্তমান আয়ের দিকে তাকিয়ে তবে, বিনিয়োগ করা উচিৎ। তা ছাড়াও ব্যক্তিগত ক্ষেত্রে কোন কোন দিকে লাভ দরকার, সেইদিকেও নজর দেওয়া উচিৎ। তার পর রিটার্ন রেট (Rate Of Return) এবং অন্য সমস্ত সুবিধেও খতিয়ে দেখে নেওয়া উচিৎ।


কোন কোন বিনিয়োগে কী কী লাভ থাকছে দেখে নেওয়া যাক- আয়কর বাঁচানো (Tax Saving)-র ক্ষেত্রে Equity-Linked Saving Scheme-এর থেকে PPF ও ULIP বেশি কার্যকরী Investment Sceme। কিন্তু Return-এর দিক থেকে আবার Equity-Linked Saving Scheme বেশি উপযোগী।


এ বিষয়ে Finology-র CEO প্রাঞ্জল কামরা বলছেন, PPF বা ULIP-র ক্ষেত্রে টাকা তোলার সময়সীমা অনেক বেশি। অর্থাৎ PPF ১৫ বছর পর ও ULIP ৫ বছর পর তোলা যেতে পারে। কিন্তু ELSS-এ এই দুই স্কিমের থেকে অনেকটাই বেশি সুবিধা পাওয়া যায়। Cash Liquidity অর্থাৎ ৩ বছর পরই টাকা তোলার সুবিধা এই স্কিমে দেওয়া হয়। তবে ELSS মার্কেটের সঙ্গে যুক্ত হয়, ফলে রিটার্নে পরিবর্তন হতে পারে।


প্রাঞ্জল কামরা আরও বলেন, রিটার্ন ঠিক মতো পেতে তাই সব সময়ে বেশি দিনের বিনিয়োগের দিকে যাওয়া উচিৎ। এতে রিটার্নে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে না। তবে, বেশি দিনের বিনিয়োগের জন্য অবশ্যই ELSS-এর থেকে PPF ও ULIP কেই বেছে নেন সকলে।


আর বিনিয়োগের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টরও থেকে যায়। সে ক্ষেত্রে বেশি টাকা রিটার্নের কথা বলে ELSS। তবে, ইকিউয়িটি মার্কেটের জন্য এতে রিস্ক একটু-আধটু থেকে যেতে পারে। তার থেকে অনেকটাই কম রিস্ক থাকে PPF-এ। এর রিটার্ন অন্য স্কিমের থেকে কম থাকলেও এই স্কিমে বিনিয়োগে কিন্তু সুরক্ষা বেশি।