দেশের লক্ষ লক্ষ পেনশনভোগীদের জন্য অত্যন্ত বড় খবর! আসলে পেনশন রেগুলেটর (PFRDA), ন্যাশন্যাল পেনশন সিস্টেম (NPS) মিনিমাম অ্যাসিওর্ড রিটার্ন স্কিম (MARS) নিয়ে ভাবনাচিন্তা করছে ৷ প্রতীকী ছবি ৷
2/ 11
এই যোজনার বিষয়ে এবার জেনে নেওয়া যাক একনজরে ৷ পেনশন ফান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড অথোরিটি (PFRDA) এই স্কিমটি ডিজাইন করার জন্য পরামর্শদাতাদের কাছে অনুরোধ করেছেন (RFP) জারি করেছে মতামত নেওয়া হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
3/ 11
এর আগে PFRDA-এর অধ্যক্ষ সুপ্রতীম দাস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এই বিষয়ে পেনশন ফান্ড ও অ্যাকচুরিয়াল ফার্মসের (Actuarial Firms) মধ্যে কথাবার্তা চলছে ৷ প্রতীকী ছবি ৷
4/ 11
PFRDA-এর নিয়ম অনুযায়ী ন্যূনতম সুনিশ্চিত রিটার্ন শুরু করার অনুমতি প্রকাশ করা হয়েছে ৷ পেনশন যোজনার অন্তর্গত ফান্ড রেডি বা প্রস্তুত করা হচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
5/ 11
এই ফান্ডকে মার্কেট-টু-মার্কেট করার কথা হয়েছে এই নিয়ে বেশ কিছুটা বাজার ওঠা নামা করেছে ৷ এর মূল্যায়ন বাজার দেখে বা বাজারের পরিস্থিতি দেখে স্থির করা হয় ৷ প্রতীকী ছবি ৷
6/ 11
PFRDA এর RFP খসড়া অনুযায়ী এনপিএসের অন্তর্গত গ্যারেন্টিড রিটার্ন প্রক্রিয়া তৈরি করার ক্ষেত্রে পরামর্শদাতাদের নিযুক্তিকরণের জন্য প্রিন্সিপ্যাল এজেন্টের সম্বন্ধ তৈরি না করাই উচিৎ ৷ প্রতীকী ছবি ৷
7/ 11
PFRDA-এর আইনের নির্দেশের অন্তর্গত এনপিএসের গ্রাহকেরা এমন বিকল্প ভাবনা চিন্তা করেছেন মিনিমাম অ্যাসিওর্ড রিটার্ন দেবে ৷ এই যোজনার অন্তর্গত রেগুলেটরের সঙ্গে পেনশন ফান্ড পেশ করতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
8/ 11
পরমর্শদাতাদের কাজ পেনশন ফান্ড বর্তমানের গ্রাহকদের মিনিমাম নিশ্চিত রিটার্ন যোজনা প্রস্তুত করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
9/ 11
কেন্দ্রীয় সরকার কর্মীদের জন্য ১ জানুয়ারি ২০০৪ থেকে এনপিএস কার্যকর করেছে ৷ তারপর থেকেই সকল রাজ্য এনপিএস কর্মচারীদের জন্য গ্রহণ করেছেন ৷ প্রতীকী ছবি ৷
10/ 11
২০০৯-এর পরে বেসরকারি ক্ষেত্রে যাঁরা কাজ করেন তাঁদের জন্যও এই প্রকল্প উন্মুক্ত করা হয়েছে ৷ কর্মবসের পরে কর্মীরা অবসরের পরে এনপিএসের অংশ টুকুর টাকা তুলতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
11/ 11
বাকি টাকা থেকে আয়ের জন্য অ্যানিউনিটি নিতে পারেন ৷ ন্যাশন্যাল পেনশন স্কিম ১৮ থেকে ৬০ বছর পর্যন্ত যে কেউ করতে পারেন ৷ প্রতীকী ছবি ৷