NSC, FD, Or Mutual Funds: ৫ বছরের জন্য ১ লাখ টাকা রাখলে কোথায় বেশি রিটার্ন মিলবে ?
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Investments and Returns: ১ লক্ষ টাকা ৫ বছরের জন্য বিনিয়োগ করতে চান? জানুন NSC, FD, বা মিউচুয়াল ফান্ড কোনটি সবচেয়ে বেশি রিটার্ন দিতে পারে, ঝুঁকি ও নিরাপত্তা বিবেচনায়।
যদি আপনার কাছে ১ লক্ষ টাকা বিনিয়োগ করার মতো থাকে এবং সেটি অন্তত পাঁচ বছরের জন্য রেখে দিতে পারেন, তাহলে সঠিক বিনিয়োগের বিকল্প নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি বিনিয়োগকারীর লক্ষ্য এবং ঝুঁকির স্বভাব আলাদা। কেউ সম্পূর্ণ নিরাপত্তা পছন্দ করে, আবার কেউ উচ্চ রিটার্নের জন্য কিছু ঝুঁকি নিতে রাজি থাকে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
মিউচুয়াল ফান্ড লাম্প-সাম:যাদের কিছু ঝুঁকি নেওয়ার মানসিকতা রয়েছে, তাদের জন্য ইক্যুইটি মিউচুয়াল ফান্ডে লাম্প-সাম বিনিয়োগ লাভজনক হতে পারে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদে ইক্যুইটি ফান্ড বার্ষিক ১০-১২% রিটার্ন দিতে পারে, যদিও বাজারের ওঠানামার সঙ্গে রিটার্নও পরিবর্তিত হয়।উদাহরণস্বরূপ, ১ লক্ষ টাকার বিনিয়োগ যদি পাঁচ বছর ধরে গড়ে ১২% রিটার্ন দেয়, তবে এটি প্রায় ১.৭৫ লক্ষ টাকায় বৃদ্ধি পেতে পারে। তবে কোনও নিশ্চয়তা নেই এবং বাজারের ওঠানামা স্বাভাবিকভাবেই প্রত্যাশিত।
advertisement
আপনার জন্য কোন বিনিয়োগ সঠিক?যদি নিরাপত্তা আপনার প্রধান প্রাধান্য হয়, তাহলে NSC বেছে নেওয়াই উত্তম।যদি নিরাপত্তা এবং তরলতা (liquidity) দুটোই গুরুত্বপূর্ণ হয়, তাহলে FD বেছে নিন।আর যদি আপনার লক্ষ্য উচ্চ রিটার্ন এবং আপনি বাজারের ওঠানামা সহ্য করতে পারেন, তাহলে ইক্যুইটি মিউচুয়াল ফান্ড উপযুক্ত বিকল্প।
advertisement
advertisement







