New Business Ideas: প্রতিদিন আয় হবে বিপুল টাকা, কম বিনিয়োগ করে বেশি লাভ পাবেন এই ব্যবসায়
- Published by:Dolon Chattopadhyay
- local18
- Written by:Trending Desk
Last Updated:
New Business Ideas: একাধিক জায়গায় ঘুরে ঘুরে ব্যবসা করে নিজের কর্মসংস্থান নিজেই করছেন।
একজন গড়পড়তা মানুষের জীবন যে কোনও জায়গায় অতিবাহিত হতে পারে। তবে ব্যবসা যেমন বড় জায়গাতেও করা যায়, আবার তেমনই রাস্তার ধারেও ব্যবসা করা যেতে পারে। এদিকে মারুতি গণাচারী নামের এক ব্যক্তি দেখিয়ে দিলেন এভাবেও ব্যবসা করা সম্ভব! আর তা থেকে হাজার হাজার টাকা আয় করা যায়। আসলে বিগত ৩০ বছর ধরে কুশনের ব্যবসা করছেন মারুতি গণাচারী। একাধিক জায়গায় ঘুরে ঘুরে ব্যবসা করে নিজের কর্মসংস্থান নিজেই করছেন।
advertisement
advertisement
advertisement
advertisement
রয়্যাল এনফিল্ড, বাজাজ পালসার, টিভিএস, স্প্লেন্ডার, ইয়ামাহা ইত্যাদির মতো সাম্প্রতিক বাইকগুলির হেলমেট পাওয়া যায় মারুতি গণাচারী। এর দাম ৩০০ টাকা থেকে ৪০০ টাকা কিংবা ১০০০ টাকা থেকে শুরু হয়। কভার এবং সাইড ব্যাগের দাম পড়বে ২৫০ টাকা। সিট কভারের দাম পড়বে ২০০ টাকা থেকে ২৫০ টাকা। তবে ১৫০ টাকা দামের যে সিট কভার পাওয়া যায়, সেগুলি একেবারেই সাধারণ। তবে ২৫০ টাকা দামের সিট কভারগুলি হাল ফ্যাশনের।
advertisement