World Oceans Day-তে বিশ্বজুড়ে সাফাই অভিযান, প্লাস্টিক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নয়া নজির এই সংস্থার
Last Updated:
advertisement
advertisement
advertisement
advertisement
নেসলে ইন্ডিয়ার চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর সুরেশ নারায়ণান বলেন, ‘‘ওয়ার্ল্ড ওশানস ডে-র দিন সংস্থার তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছিল ৷ আমি শপথ করেছি অফিসে, বাড়িতে সর্বত্রই প্লাস্টিক বর্জন করব আমি ৷ সংস্থার কর্মীদের পাশাপাশি সবজায়গাতেই এই সচেতনতা ছড়িয়ে দিতে পারাটা খুব জরুরি ৷ প্লাস্টিক থেকে সমাজকে মুক্ত করতে প্রত্যেককে এগিয়ে আসতে হবে ৷’’