Money Making Tips: মাসে দিতে হবে মাত্র ২৫০ টাকা, এই বিশেষ স্কিমের মেয়াদ শেষে মিলবে বিশাল অঙ্কের টাকা
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Money Making Tips: যাঁদের বাড়িতে একটি কন্যা সন্তান রয়েছে, তাঁদের জন্য এই খবরটি খুব কার্যকর প্রমাণিত হবে।
advertisement
রাজস্থানের ভিলওয়াড়ায় যাঁদের বাড়িতে একটি কন্যা সন্তান রয়েছে, তাঁদের জন্য এই খবরটি খুব কার্যকর প্রমাণিত হবে। কারণ ভিলওয়াড়া ডাক বিভাগ মেয়েদের জন্য একটি বিশেষ অভিযান চালাবে। যার মাধ্যমে ডাক বোর্ডের বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের অধীনে সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রদান করার বিশেষ অভিযান চালানো হচ্ছে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ভিলওয়াড়া ডাক বিভাগের সমস্ত পোস্ট অফিসে চালানো হবে এই অভিযান।
advertisement
পোস্ট অফিস সুপারিনটেনডেন্ট শৈলেন্দ্র কুমার বলেছেন যে, সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট ০ থেকে ১০ বছর বয়সী মেয়েদের জন্য মাত্র ২৫০ টাকা দিয়েই খোলা যেতে পারে। যার উপর সর্বোচ্চ ৮.২ শতাংশ বার্ষিক সুদ পাওয়া যায়। আর এই অ্যাকাউন্ট খোলার জন্য কন্যাসন্তানের অভিভাবকের আধার কার্ড, প্যান কার্ড, কন্যাসন্তানের আধার কার্ড এবং অভিভাবকের দুটি ছবি প্রয়োজন হবে।
advertisement
advertisement
১৮ বছর বয়সের পরে টাকা তোলা যাবেমেয়েটির বয়স ১৮ বছর হওয়ার পর তাঁর অ্যাকাউন্ট থেকে জমা করা মোট অর্থের ৫০ শতাংশ শিক্ষা ইত্যাদির জন্য তোলা যাবে। ভিলওয়াড়ায় প্রচারাভিযানের সময় অ্যাকাউন্ট খোলার জন্য সমস্ত পোস্ট অফিসে বিশেষ ক্যাম্পেরও আয়োজন করা হবে। পিতামাতারা তাঁদের মেয়ের সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খোলার জন্য নিকটবর্তী পোস্ট অফিসে যোগাযোগ করতে পারেন।









