Money Making Tips For Women: মহিলাদের জন্য রইল সেরা ‘Business Ideas’, ঘরে বসেই রোজগার হবে লক্ষ লক্ষ টাকা
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Money Making Tips For Women: এই সব ব্যবসার বিশেষত্ব হল, মহিলারাই এখান থেকে সবচেয়ে বেশি লাভ পান।
advertisement
advertisement
advertisement
ওয়েডিং প্ল্যানার বা ইভেন্ট ম্যানেজারের ব্যবসা করার জন্য ব্যবসায়িক বুদ্ধির চেয়ে বেশি দরকার অনুষ্ঠান আয়োজন এবং সুসম্পন্ন করার দক্ষতা। একবার শুরু করতে পারলে ধীরে ধীরে পরিচিতি বাড়বে। হাতে কাজও আসতে থাকবে। সঙ্গে টাকাও। বড় কথা হল, এই ব্যবসার জন্য এক পয়সা বিনিয়োগ করতে হবে না। ইউটিউব চ্যানেলে ওয়েডিং প্ল্যানিং বা ইভেন্ট ম্যানেজমেন্টের উপর অসংখ্য ভিডিও রয়েছে। সেগুলো দেখলে কিছুটা অভিজ্ঞতা পাওয়া যাবে। তারপর কোমর বেঁধে নেমে পড়লেই হল।
advertisement
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বিউটি পার্লারের ব্যবসা। এই ব্যবসা শুরু করতে মহিলাদের কোনও রকম সমস্যা হওয়ার কথা নয়। বাড়ির কোনও ঘরকে পার্লার হিসাবে ব্যবহার করে ব্যবসা শুরু করা যায়। শুরুতে প্রসাধনী সামগ্রী কেনার জন্য ১৫ থেকে ২০ হাজার টাকা মতো বিনিয়োগ করতে হবে। তবে দাঁড়িয়ে গেলে লাভ উঠে আসবে কয়েক দিনের মধ্যে।
advertisement









