Money Making Tips For Women: মহিলাদের সঞ্চয়ের জন্য সত্যিই দুর্দান্ত এই স্কিমটি, আপনি বিনিয়োগ করেছেন তো ?
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
Money Making Tips For Women: যে কোনও মহিলাই এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন। এই স্কিমটি গত ১ এপ্রিল ২০২৩ তারিখ থেকে শুরু হয়েছে।
বছর দুয়েক আগে অর্থাৎ ২০২৩ সালে মহিলাদের জন্য মহিলা সম্মান সঞ্চয় সার্টিফিকেট নামে একটি স্কিম শুরু করেছে মোদি সরকার। আসলে এই স্কিমের মূল লক্ষ্য হল, মহিলাদের সঞ্চয়ের জন্য উৎসাহিত করা। আর সবথেকে বড় কথা হল, যে কোনও মহিলাই এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন। এই স্কিমটি গত ১ এপ্রিল ২০২৩ তারিখ থেকে শুরু হয়েছে। আর এই স্কিমে মহিলা বিনিয়োগকারীরা ১০০০ টাকা থেকে ২০০০০০ টাকা পর্যন্ত ফিক্সড ডিপোজিট বা এফডি করতে পারবেন। বলে রাখা ভাল যে, এই স্কিমে বিনিয়োগ করতে গেলে যেতে হবে পোস্ট অফিসে।
advertisement
মহিলা সম্মান সঞ্চয় সার্টিফিকেট নামে এই স্কিমে মহিলারা ৭.৫ শতাংশ হারে সুদ পাবেন। আর এই স্কিমে মহিলারা ২ বছর ধরে বিনিয়োগ চালিয়ে যেতে পেরেছেন। সেই সঙ্গে এই প্রকল্পের অধীনে অ্যাকাউন্ট খোলার জন্য মহিলাদের আধার কার্ড, প্যান কার্ড এবং নিজেদের ২টি ছবি সঙ্গে রাখতে হবে। তবে এই স্কিমে বিনিয়োগ করার জন্য মহিলা গ্রাহকদের পোস্ট অফিসে একটি অ্যাকাউন্ট থাকতে হবে। তাহলেই তাঁরা এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবেন।
advertisement
নারীদের সঞ্চয়ে উৎসাহিত করাটাই মূল লক্ষ্য:উত্তরাখণ্ডের আলমোড়া ডাকঘরের সুপারিন্টেন্ডেন্ট রাজেশ কুমার বিনওয়াল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসলে নারীদের সম্মান দেওয়ার এবং তাঁদের সঞ্চয়ে উৎসাহিত করার চেষ্টা করছেন। যদিও এই স্কিমটি মাত্র দুই বছর স্থায়ী হয়েছিল। আসলে এই স্কিমটি ১ এপ্রিল ২০২৩ থেকে ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত পরিচালিত হওয়ার কথা।
advertisement
তিনি জানিয়েছেন, যেসব মহিলা গ্রাহক এই প্রকল্পে এখনও বিনিয়োগ করেননি, তাঁদের হাতে এখনও সুযোগ রয়েছে। অর্থাৎ তাঁরা এতে বিনিয়োগ করতে পারবেন। কারণ এখনও কিছুটা সময় বাকি আছে।তিনি আরও জানিয়েছেন যে, এই স্কিমটি মহিলাদের জন্য খুবই উপকারী। এতে মহিলারা ৭.৫% সুদ পাচ্ছেন। এই স্কিমে ১০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২০০০০০ টাকা পর্যন্ত পরিমাণ জমা করা যাবে। আর এই স্কিমে সুদের হারও বেশ ভালই।
advertisement
সময় শেষ হয়ে আসছে:ডাক সুপারিন্টেন্ডেন্ট রাজেশ কুমার বিনওয়াল জানান যে, ভারত সরকারের এই প্রকল্পের আওতায় আলমোড়া জেলায় ৬ হাজার ৭৮ জন মহিলার অ্যাকাউন্ট খোলা হয়েছে। ইতিমধ্যেই মহিলা গ্রাহকরা ৪৩ কোটি ১৪ লক্ষ ৭০০০ টাকা জমা করেছেন। আগামী ৩১শে মার্চ ২০২৫ এই স্কিমের শেষ তারিখ। তাই তিনি মহিলাদের কাছে আবেদন করেছেন যে, যাঁরা এই স্কিমের সুবিধা নিতে চান, তাঁরা নিজেদের নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে এই স্কিমে বিনিয়োগ করতে পারেন।