শেয়ার বাজারে টাকা লাগালে এই ৫ ভুল নয়, তবেই তো মোটা রিটার্ন আসবে!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
Last Updated:
দেশ জুড়ে কত মানুষ বিনিয়োগ করছেন শেয়ার বাজারে, অতএব ভুলগুলো সম্পর্কে ওয়াকিবহাল থাকা দরকার।
দীর্ঘমেয়াদে টাকা খাটিয়ে তা বাড়াতে চাইলে শেয়ার বাজারের চেয়ে ভাল কিছু যেমন হয় না, তেমনই আবার তা বিপজ্জনকও বটে। কেন না, বাজার টাকার মতোই চঞ্চল- আজ ভাল তো কাল খারাপ! এই ঝুঁকিও কিন্তু সামলে নেওয়া যায়, যদি নিজেদের কিছু ভুল শুধরে নিতে পারি আমরা। সেভাবেই তো দেশ জুড়ে কত মানুষ বিনিয়োগ করছেন শেয়ার বাজারে, অতএব ভুলগুলো সম্পর্কে ওয়াকিবহাল থাকা দরকার।
advertisement
ব্যবসায়ী না হলে মানসিকতাও সেরকম হবে কেন ব্যবসায়ীরা কী করেন? না, একটা স্টক কেনেন, কিছু দিন ধরে রাখেন, সেটা যখন ভাল টাকা দিতে শুরু করে বিক্রি করে দেন। এটা তাঁদের জন্য ঠিক আছে, সাধারণ বিনিয়োগকারীর জন্য নয়। সাধারণ বিনিয়োগকারীর সব সময়েই দীর্ঘমেয়াদে লগ্নির কথা বিবেচনা করা উচিত- না হলে নিঃস্ব হয়ে যাওয়াও অসম্ভব কিছু নয়।
advertisement
বিশেষ কোনও সংস্থার প্রতি অটল বিশ্বাস এই ভুলটা আমরা সবাই প্রায় করে থাকি- বড় কোনও সংস্থার শেয়ার কিনে যা-ই ঘটুক না কেন, চুপচাপ বসে থাকি। এটা করলে লোকসান এড়ানো যাবে না। আসলে সংস্থা বড় হলেই যে তার শেয়ারের দর বাড়বে এমনটা কিন্তু নয়। কোনও আর্থিক অনিয়ম, রক্ষণাবেক্ষণে ত্রুটি, ঘন ঘন উচ্চপদস্থ পদে আসীন ব্যক্তির বদল- সাধারণত এগুলো নির্দেশ করে যে সংস্থার অবস্থা ভাল নয়। এরকম হলে সেই শেয়ার বিক্রি করে দেওয়াই ভাল।
advertisement
advertisement
advertisement