১ এপ্রিল পর্যন্ত হচ্ছে না এই সমস্ত ব্যাঙ্কের সংযুক্তিকরণ! দেখে নিন আপনার অ্যাকাউন্টের কী হতে চলেছে
ব্যাঙ্ক ইউনিয়ন অবশ্য এই সংযুক্তিকরণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে ৷ তাদের মতে আর্থিক সমস্যা দূর করার সমাধান ব্যাঙ্ক সংযুক্তিকরণ হতে পারে না ৷


১০ টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংযুক্তিকরণের সময়সীমা দেওয়া হয়েছিল ১ এপ্রিল ৷ তবে এর সময়সীমা বাড়ানো হতে পারে বলে মনে করা হচ্ছে ৷ কারণ এর জন্য এখনও রেগুলেটরি অনুমোদন মেলেনি ৷ ব্যাঙ্কের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন পুরো প্রক্রিয়ার জন্য এখনও প্রায় ৩০ থেকে ৪৫ দিন সময় লাগবে ৷তিনি আরও জানিয়েছেন পিএমও এই সমস্ত ব্যাঙ্কগুলি থেকে তাদের আগামী ৩ থেকে ৫ বছরের আর্থিক পরিকল্পনার তথ্য চেয়ে পাঠিয়েছে ৷ এর মধ্যে এনপিএ, টাকার প্রয়োজনীয়তা, ঋণ বৃদ্ধি সহ একাধিক তথ্যের বিষয়ে জানতে চাওয়া হয়েছে ৷ এরকম পরিস্থিতিতে আগামী আর্থিক বছরের শুরু থেকেই এই মার্জার হওয়া একটু মুশকিল ৷


গত বছর অগাস্টে ১০টি ব্যাঙ্ককে মার্জার করে ৪টি ব্যাঙ্ক করার সিদ্ধান্ত নেওয়া হয় কেন্দ্র সরকারের তরফে ৷ যোজনা অনুযায়ী, ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্সের মার্জার পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে করা হবে ৷ এই মার্জারের জেরে এটি দেশের মধ্যে দ্বিতীয় সবচেয়ে বড় ব্যাঙ্ক হতে চলেছে ৷


এর পাশাপাশি সিন্ডিকেট ব্যাঙ্ক মার্জ হতে চলেছে কানাড়া ব্যাঙ্কের সঙ্গে ৷ এলাহাবাদ ব্যাঙ্কের সংযুক্তিকরণ হতে চলেছে ইন্ডিয়ান ব্যাঙ্কের সঙ্গে ৷ আন্ধ্রা ব্যাঙ্ক ও কর্পোরেশন ব্যাঙ্কের মার্জার হবে ইউনাইটেড ব্যাঙ্কের সঙ্গে ৷ ব্যাঙ্ক ইউনিয়ন অবশ্য এই সংযুক্তিকরণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে ৷ তাদের মতে আর্থিক সমস্যা দূর করার সমাধান ব্যাঙ্ক সংযুক্তিকরণ হতে পারে না ৷


মার্জারের জেরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কী প্রভাব পড়তে চলেছে?গ্রাহকদের নতুন অ্যাকাউন্ট নম্বর ও কাস্টোমার আইডি দেওয়া হতে পারে ৷যাদের নতুন অ্যাকাউন্ট নম্বর বা IFSC কোড দেওয়া হবে তাদের নতুন ডিটেলস ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, ইনস্যুরেন্স সংস্থা, মিউচ্যুয়াল ফান্ড, ন্যাশনাল পেনশন স্কিমে আপডেট করতে হবে ৷SIP বা EMI এর জন্য গ্রাহকদের নতুন ইনস্ট্রাকশন ফর্ম ভর্তি করতে হতে পারে ৷নতুন ডেবিট কার্ড, চেকবুক ও ক্রেডিট কার্ড ইস্যু করা হতে পারে ৷ফিক্সড ডিপোজিট বা আরডি তে সুদের হারে কোনও বদল হবে না মার্জারের জেরে ৷বেশ কিছু শাখা বন্ধ করা হতে পারে ৷ গ্রাহকদের এবার অন্য শাখায় যেতে হতে পারে ৷