মাত্র ১০ মিনিটে বানিয়ে ফেলুন প্যান কার্ড ! দেখে নিন কীভাবে আবেদন করবেন...
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
নতুন পারম্যানেন্ট নম্বর (Premanent Account Number) মাত্র ১০ মিনিটে পিডিএফ ফরম্যাটে আবেদনকারীকে জারি করে দেওয়া হবে ৷
এবার প্যান কার্ড তৈরির জন্য আর দু’পাতার ফর্ম ফিল আপ করতে হবে না ৷ আয়কর বিভাগ শীঘ্রই এবার বিশেষ একটি পরিষেবা নিয়ে হাজির হতে চলেছে ৷ এর মাধ্যমে করদাতাদের কাছে আধার কার্ড থাকলেই বিনামূল্যে প্যান কার্ড জারি করে দেওয়া হবে ৷ ইনস্ট্যান্ট e-Pan কার্ড আবেদন করার জন্য আধার কার্ড থাকা জরুরি ৷ এরপর রেজিষ্টার্ড মোবাইল নম্বরে ওটিপির সাহায্যে e-KYC প্রক্রিয়া পুরো করে নতুন প্যান কার্ড জারি করে দেওয়া হবে ৷
advertisement
নতুন পারম্যানেন্ট নম্বর (Premanent Account Number) মাত্র ১০ মিনিটে পিডিএফ ফরম্যাটে আবেদনকারীকে জারি করে দেওয়া হবে ৷ e-PAN ও এমনি প্যান কার্ডের মতোই ভ্যালিড হবে ৷ আপনি যদি ল্যামিনেটেড প্যান কার্ড চান তাহলে ৫০ টাকা খরচ করে প্রিন্ট কপি চাইতে পারেন ৷ দেখে নিন অনলাইনে কীভাবে প্যান কার্ডের জন্য আবেদন করবেন ?
advertisement
অনালাইন প্যান কার্ডের জন্য আবেদন করতে চাইে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের e-Filing পোর্টালে গিয়ে "Instant PAN through Aadhaar" সেকশনে গিয়ে বাঁদিকে "Quick Links" এ ক্লিক করতে হবে ৷ এই পেজেই "Get New PAN" অপশন রয়েছে ৷ সেখানে ক্লিক করে আপনার আধারনম্বর দিতে হবে এবং OTP জেনারেট করার জন্য ক্যাপচা কোড দিতে হবে ৷ এরপর রেজিষ্টার্ড মোবাইল নম্বরে চলে আসবে ওটিপি যার মাধ্যমে আপনি ভ্যালিডেট করতে পারবেন ৷
advertisement
advertisement