শেয়ার বাজারে বিনিয়োগ করার ইচ্ছা আছে কিন্তু সুরক্ষিতও টাকা থাকতে হবে ৷ এমন মানসিকতা থাকলে এক দুরন্ত অফর রয়েছে ৷ প্রতীকী ছবি ৷
2/ 18
টাকা থাকবে সুরক্ষিত ভাল রিটার্নও পাবেন ৷ এলআইসির জীবন শিরোমণি প্ল্যান (LIC jeevan shiromani Plan) বিনিয়োগের এক বিরাট স্থান ৷ মাত্র এক টাকার বিনিময়ে প্রয়োজনীয় মুনাফা সম্ভব ৷ প্রতীকী ছবি ৷
3/ 18
সব থেকে বড় বিষয় এটাই যে, এই পলিসি সঞ্চয়ের সঙ্গে সঙ্গে সুরক্ষাও প্রদান করে থাকে ৷ এই পলিসির বিষয়ে এবার বিশদে জেনে নেওয়া যাক ৷ প্রতীকী ছবি ৷
4/ 18
এটি এলআইসির নন লিঙ্কড প্ল্যান এতে এক কোটি টাকার অ্যাসিওর্ড টাকা পাওয়া যাবে ৷ গ্রাহকদের জীবন সুরক্ষিত করতে নতুন বেশ কিছু পলিসি বাজারে নিয়ে এসেছে এলআইসি ৷ প্রতীকী ছবি ৷
5/ 18
যদি ১৪ বছর বয়স থেকে এক কোটি টাকা হিসাবে বিনিয়োগ করেন সেক্ষেত্রে ১ কোটি টাকা পর্যন্ত রিটার্ন পাওয়া সম্ভবপর ৷ প্রতীকী ছবি ৷
6/ 18
LIC-এর Jeevan Shiromani (টেবিল নম্বর ৮৪৭), ১৯ ডিসেম্বর ২০১৭ সালে এই যোজনার সূচনা হয়েছিল ৷ এটি একটি নন লিঙ্কড, সামিত প্রিমিয়াম পেমেন্টের মানিব্যাক যোজনা ৷ প্রতীকী ছবি ৷
7/ 18
এই যোজনা বিশেষ রূপে এইচএনআই মানুষদের জন্য ৷ বড়সড় রোগ হলে সেক্ষেত্রে কভার পাওয়া যাবে এই পলিসি থেকে ৷ এর তিনটি বিকল্পও রয়েছে ৷ প্রতীকী ছবি ৷
8/ 18
LIC-এর Jeevan Shiromani পলিসির অন্তর্গত পলিসি ধারকের যদি পলিসি চলার সময়ে মৃত্যু হয় সেক্ষেত্রে পরিবারের লোকেরা ভাল আর্থিক সহায়তা পাবেন ৷ প্রতীকী ছবি ৷
9/ 18
এছাড়াও যদি পলিসি হোল্ডার বেঁচেও থাকেন সেক্ষেত্রে নিশ্চিত সময় পরে নির্দিষ্ট টাকা পয়সা পান পলিসি হোল্ডার ৷ এছাড়াও মেয়াদ সম্পন্ন হলে এককালীন টাকা পাবেন পলিসি হোল্ডারেরা ৷ প্রতীকী ছবি ৷
10/ 18
সারভাইবাল বেনিফিট অর্থাৎ পলিসি হোল্ডারেরা বেঁচে থাকলে নিশ্চিত বিনিয়োগ টাকা পাওয়া যায় ৷ এই ভাবেই বিনিয়োগের প্রক্রিয়া চলে অত্যন্ত ভাল ভাবেই ৷ প্রতীকী ছবি ৷
11/ 18
১) ১৪ বছরের পলিসিতে দশম ও দ্বাদশ বছরে (১০ ও ১২তম বছরে) সাম অ্যাসিওর্ডের ৩০-৩০% ৷ প্রতীকী ছবি ৷
12/ 18
৩) ১৮ বছরের পলিসিতে চতুর্দশ ও ষষ্ঠোদশ বছরে (১৪ ও ১৬ তম বছরে) সাম অ্যাসিওর্ডের ৪০-৪০% ৷ প্রতীকী ছবি ৷
13/ 18
৪) ২০ বছরের পলিসিতে ষষ্ঠোদশ ও অষ্টাদশ বছরে (১৬ ও ১৮ তম বছরে) সাম অ্যাসিওর্ডের ৫০-৫০% ৷ প্রতীকী ছবি ৷
14/ 18
তবে এই পলিসির সব থেকে বিশিষ্ঠতা এটাই যে এই পলিসিতে টার্মের সময়ে গ্রাহকদের সারেন্ডারের উপরেই লোনের মূল্য নির্ধারিত হয় ৷ তবে এই লোন এলআইসির শর্তের উপরেই নির্ভর করবে ৷ প্রতীকী ছবি ৷
15/ 18
পলিসির লোনের সুদ সময় সময় পরে নির্ধারিত হয় এবং সময় সময়ে তা পরিবর্তিত হয় ৷ প্রতীকী ছবি ৷
16/ 18
একনজরে দেখে নেওয়া যাক এই পলিসির শর্তগুলি ৷ ন্যূনতম সাম অ্যাসিওর্ড মূল্য ১ কোটি ৷ সর্বাধিক সাম অ্যাসিওর্ডের কোনও সীমা পরিসীমা নেই (বেসিক সাম অ্যাসিওর্ড ৫ লক্ষ টাকার গুণিতক) ৷ প্রতীকী ছবি ৷
17/ 18
পলিসির সময় ১৪, ১৬, ১৮ ও ২০ বছরের ৷ চার বছরের মধ্যে জমা দিতে হবে প্রিমিয়াম ৷ এই পলিসি কেনার সর্বনিম্ন বয়স ১৮ বছর ৷ প্রতীকী ছবি ৷
18/ 18
পলিসি কেনার সর্বাধিক বয়স, ১৪ বছর মেয়াদের যোজনায় সর্বাধিক বয়স ৫৫ বছর ৷ ১৪ বছর মেয়াদের যোজনায় সর্বাধিক বয়স ৫১ বছর, ১৮ বছর মেয়াদের যোজনায় সর্বাধিক বয়স ৪৮ বছর, ২০ বছর মেয়াদের যোজনায় সর্বাধিক বয়স ৪৫ বছর ৷ প্রতীকী ছবি ৷