Uniform KYC: আর বার-বার KYC করাতে হবে না, সরকার আনতে চলেছে বড় বদল !

Last Updated:
KYC- জেনে নিন ইউনিফর্ম কেওয়াইসি কী এবং এর জেরে কী বদল হতে চলেছে ৷
1/8
ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলা হোক বা স্টক মার্কেটে বিনিয়োগ করা, সব ক্ষেত্রেই কেওয়াইসি করানো বাধ্যতামূলক ৷ ব্যাঙ্কিং এবং ফিন্যান্স পরিষেবাগুলির ডিজিটালাইজেশনের সঙ্গে KYC প্রক্রিয়া এখন সর্বত্র বাধ্যতামূলক হয়ে উঠেছে ৷ একাধিক ডিজিটাল পরিষেবার জন্য বার-বার কেওয়াইসি করতে হয় যার জেরে বেশি সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে ৷ শীঘ্রই KYC সংক্রান্ত বড় বদল আনতে চলেছে সরকার ৷
ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলা হোক বা স্টক মার্কেটে বিনিয়োগ করা, সব ক্ষেত্রেই কেওয়াইসি করানো বাধ্যতামূলক ৷ ব্যাঙ্কিং এবং ফিন্যান্স পরিষেবাগুলির ডিজিটালাইজেশনের সঙ্গে KYC প্রক্রিয়া এখন সর্বত্র বাধ্যতামূলক হয়ে উঠেছে ৷ একাধিক ডিজিটাল পরিষেবার জন্য বার-বার কেওয়াইসি করতে হয় যার জেরে বেশি সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে ৷ শীঘ্রই KYC সংক্রান্ত বড় বদল আনতে চলেছে সরকার ৷
advertisement
2/8
ফিন্যান্সিয়াল স্টেবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল (FSDC) সরকারের কাছে ‘ইউনিফর্ম কেওয়াইসি’ লাগু করার সুপারিশ করেছে ৷ এর জেরে KYC প্রক্রিয়া সহজ হবে বলে মনে করা হচ্ছে ৷ জেনে নিন ইউনিফর্ম কেওয়াইসি কী এবং এর জেরে কী বদল হতে চলেছে  ৷
ফিন্যান্সিয়াল স্টেবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল (FSDC) সরকারের কাছে ‘ইউনিফর্ম কেওয়াইসি’ লাগু করার সুপারিশ করেছে ৷ এর জেরে KYC প্রক্রিয়া সহজ হবে বলে মনে করা হচ্ছে ৷ জেনে নিন ইউনিফর্ম কেওয়াইসি কী এবং এর জেরে কী বদল হতে চলেছে ৷
advertisement
3/8
কেওয়াইসি (Know Your Customer) যে কোনও গ্রাহকের পরিচয় জানার প্রক্রিয়া ৷ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মিউচ্যুয়াল ফান্ড ও লাইফ ইনস্যুরেন্স নেওয়ার জন্য প্রত্যেক গ্রাহকদের কেওয়াইসি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় ৷ বেশ কিছু ক্ষেত্রে একাধিকবার কেওয়াইসি করাতে হয় ৷ আপডেট করার নামে কয়েকবার ডকুমেন্টস জমা করতে হয় ৷
কেওয়াইসি (Know Your Customer) যে কোনও গ্রাহকের পরিচয় জানার প্রক্রিয়া ৷ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মিউচ্যুয়াল ফান্ড ও লাইফ ইনস্যুরেন্স নেওয়ার জন্য প্রত্যেক গ্রাহকদের কেওয়াইসি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় ৷ বেশ কিছু ক্ষেত্রে একাধিকবার কেওয়াইসি করাতে হয় ৷ আপডেট করার নামে কয়েকবার ডকুমেন্টস জমা করতে হয় ৷
advertisement
4/8
এর জন্য প্রচুর পেপারওয়ার্ক, সময় লাগে ৷ এই ঝামেলা শেষ করার জন্য ফিন্যান্সিয়াল স্টেবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল (FSDC) ইউনিফর্ম কেওয়াইসি শুরু করার পরামর্শ দিয়েছে ৷ এর জেরে ফিন্যান্সিয়াল সেক্টরে যে কোনও পরিষেবার জন্য কেবল একবার কেওয়াইসি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে ৷
এর জন্য প্রচুর পেপারওয়ার্ক, সময় লাগে ৷ এই ঝামেলা শেষ করার জন্য ফিন্যান্সিয়াল স্টেবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল (FSDC) ইউনিফর্ম কেওয়াইসি শুরু করার পরামর্শ দিয়েছে ৷ এর জেরে ফিন্যান্সিয়াল সেক্টরে যে কোনও পরিষেবার জন্য কেবল একবার কেওয়াইসি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে ৷
advertisement
5/8
ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, কেন্দ্র সরকার ফিন্যান্স সেক্রেটারি টিবি সোমনাথন নেতৃত্বে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে, যা ইউনিফর্ম কেওয়াইসি সংক্রান্ত নিয়মের কাঠামো তৈরি করবে।
ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, কেন্দ্র সরকার ফিন্যান্স সেক্রেটারি টিবি সোমনাথন নেতৃত্বে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে, যা ইউনিফর্ম কেওয়াইসি সংক্রান্ত নিয়মের কাঠামো তৈরি করবে।
advertisement
6/8
FSDC-র সঙ্গে হওয়া সম্প্রতি একটি বৈঠকে অর্থমন্ত্রী কেওয়াইসি প্রক্রিয়া সহজ করার প্রস্তাব দিয়েছে ৷ সমস্ত ফিন্যান্সিয়াল পরিষেবা আরও সহজ করে তোলায় সরকারের মূল লক্ষ্য ৷
FSDC-র সঙ্গে হওয়া সম্প্রতি একটি বৈঠকে অর্থমন্ত্রী কেওয়াইসি প্রক্রিয়া সহজ করার প্রস্তাব দিয়েছে ৷ সমস্ত ফিন্যান্সিয়াল পরিষেবা আরও সহজ করে তোলায় সরকারের মূল লক্ষ্য ৷
advertisement
7/8
দেখে নিন কীভাবে কাজ করবে ইউনিফর্ম কেওয়াইসি-বর্তমান সময়ে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার আপনার পরিচয়পত্রের সঙ্গে KYC করার দরকার পড়বে ৷ এর সঙ্গে আপনাকে যদি স্টক মার্কেটে বিনিয়োগ করতে হয় আপনাকে আলাদা করে কেওয়াইসি করতে হয় ৷ ফলে অনেক সময় নষ্ট হয় ৷ সরকার এবার এই সমস্যা দূর করতে চাইছে ৷
দেখে নিন কীভাবে কাজ করবে ইউনিফর্ম কেওয়াইসি-বর্তমান সময়ে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার আপনার পরিচয়পত্রের সঙ্গে KYC করার দরকার পড়বে ৷ এর সঙ্গে আপনাকে যদি স্টক মার্কেটে বিনিয়োগ করতে হয় আপনাকে আলাদা করে কেওয়াইসি করতে হয় ৷ ফলে অনেক সময় নষ্ট হয় ৷ সরকার এবার এই সমস্যা দূর করতে চাইছে ৷
advertisement
8/8
নয়া সিস্টেমে আপনাকে ১৪ সংখ্যার CKYC Number দিয়ে দেওয়া হবে ৷ পাশাপাশি আপনার কেওয়াইসি রেকর্ড SEBI-র পাশাপাশি RBI, IRDAI ও PFRDA সব জায়গায় পাঠিয়ে দেওয়া হবে ৷ এর জেরে আপনাকে আর প্রত্যেক জায়গার জন্য আলাদা করে কেওয়াইসি করাতে হবে না ৷
নয়া সিস্টেমে আপনাকে ১৪ সংখ্যার CKYC Number দিয়ে দেওয়া হবে ৷ পাশাপাশি আপনার কেওয়াইসি রেকর্ড SEBI-র পাশাপাশি RBI, IRDAI ও PFRDA সব জায়গায় পাঠিয়ে দেওয়া হবে ৷ এর জেরে আপনাকে আর প্রত্যেক জায়গার জন্য আলাদা করে কেওয়াইসি করাতে হবে না ৷
advertisement
advertisement
advertisement