আম না কি বেগুন? ১০ সেকেন্ডের মধ্যে বলতে হবে! ভাইরাল এই আশ্চর্য ফলের ছবি!
- Published by:Dolon Chattopadhyay
- local18
Last Updated:
এমনিতে অনেক সময় ফলের গাছে অন্য অদ্ভুত আকৃতি বিশিষ্ট ফল হয়। এটা অবশ্য নতুন কোনও ঘটনা নয়।
advertisement
গ্রীষ্মের মরশুম মানেই তো আম! আর তীব্র গরমে মিষ্টি স্বাদের পাকা আম যেন প্রাণের আরাম। সবথেকে বড় কথা, আম পছন্দ করে না, এমন মানুষ বোধহয় খুব কমই রয়েছে। আমাদের দেশে নানা জাতের নানা রঙের এমনকী রকমারি স্বাদের আম ফলে। বাংলার আমের গুণের কথা তো প্রায় সকলেরই জানা। যার সুখ্যাতি ছড়িয়ে পড়েছে দেশের অন্যান্য প্রান্ত এমনকী দেশের বাইরেও। বাংলা ছাড়াও দেশের অন্য প্রান্তেও আমের চাষ হয়। সম্প্রতি দক্ষিণের রাজ্য কর্নাটকের আম নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সামাজিক মাধ্যমে।
advertisement
advertisement
advertisement
ফলগুলি আসলে আমই। এহেন আম ফলেছে এলাকার ব্যবসায়ী কোটা সুব্রায় আচার্যর বাড়িতে। আমের রঙ আলাদা হলেও আকৃতির বদল সেভাবে ঘটে না। অথচ আশ্চর্য আকার-আকৃতি বিশিষ্ট হয়েছে ওই ব্যবসায়ীর গাছের আমগুলি। আর এই আমের ছবি ছড়িয়ে পড়তেই স্থানীয়রাও চাক্ষুষ করতে সেখানে ভিড় জমিয়েছেন। তাঁরা জানাচ্ছেন যে, শুধুমাত্র গন্ধের ভিত্তিতেই বোঝা যাবে যে, এগুলি বেগুন নয়। এগুলি আসলে আম। এখন সকলেই এই আশ্চর্য আকৃতির আমের স্বাদ নেওয়ার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন!