সোনালি ধাতু কিনতে পকেটে ছ্যাঁকা, অক্ষয় তৃতীয়ায় সোনার দামে নয়া রেকর্ডের সম্ভাবনা!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
আগামীদিনে যদি এই উত্থান অব্যাহত থাকে, তাহলে অক্ষয় তৃতীয়া উপলক্ষে সোনার দাম প্রতি ১০ গ্রাম ৬২,০০০ টাকা ছাড়িয়ে যেতে পারে।
অক্ষয় তৃতীয়ার আগে সোনার দামে নয়া রেকর্ড। মূলত ব্যাপক চাহিদা এবং রুপির দুর্বলতার কারণে দাম এই উচ্চতায় পৌঁছেছে। ব্লুমবার্গ জানিয়েছে, ভারতে সোনা গত বছরে প্রায় ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রতি ১০ গ্রাম সোনার দাম ৩১ হাজার টাকা ছিল। বর্তমানে তা ৬০ হাজার টাকা ছাড়িয়ে গিয়েছে। সুনির্দিষ্টভাবে বললে, ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৬০,৪৫৫ টাকা। গত চার বছরে হলুদ ধাতুতে প্রায় ১০০ শতাংশ রিটার্ন মিলেছে।
advertisement
ব্লুমবার্গের সঙ্গে একটি সাক্ষাৎকারে লন্ডনভিত্তিক কাউন্সিলে ভারতের আঞ্চলিক প্রধান নির্বাহী কর্মকর্তা পিআর সোমসুন্দরম জানান, সাধারণ মানুষ এখন সোনার দামের উপর নজর রাখছে এবং অপেক্ষা করছে। এটা যে কোনও ব্লিপ নয়, সে ব্যাপারে নিশ্চিত হতে চান তাঁরা। দাম বাড়তে থাকবে। তাঁর কথায়, ‘যদি দাম বর্তমান স্তরের কাছাকাছি স্থিতিশীল হয় তাহলে অক্ষয় তৃতীয়ার সময় চাহিদা বাড়বে। কিন্তু ওঠানামা অব্যাহত থাকলে মানুষ সোনা থেকে মুখ ফেরাতে পারে’।
advertisement
এই মাসের শুরুর দিকে, একজন গবেষণা বিশ্লেষক ভবিষ্যদ্বাণী করেছিলেন যে ইউএস ফেডারেল রিজার্ভ যদি সুদের হার ২৫ বেসিস পয়েন্ট (বিপিএস) বা তার কম বাড়ায় তাহলে সোনার দাম বাড়বে। এলকেপি সিকিউরিটিজের যতীন ত্রিবেদী বলেন, ‘সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বা তার নিচে থাকাটা সোনার জন্য ইতিবাচক এবং কমক্সে ২০৪০-২০৫০ এবং ৬১৫০০ বিজোড়ের মাত্রা আগামী দিনে দেখা যেতে পারে’।
advertisement
advertisement
advertisement
কেডিয়া অ্যাডভাইজরির ডিরেক্টর অজয় কেডিয়ার মতে, সোনার দাম আরও বাড়তে পারে। ফেড থেকে ইঙ্গিত পাওয়া গিয়েছে যে নীতিগত হারে আর কোনও বৃদ্ধি হবে না। যার কারণে ডলারের সূচকে পতন হচ্ছে। আন্তর্জাতিক বাজারে ডলারের সূচক ১০১ থেকে নেমে এসেছে। অজয়ের মতে, আগামীদিনে যদি এই উত্থান অব্যাহত থাকে, তাহলে অক্ষয় তৃতীয়া উপলক্ষে সোনার দাম প্রতি ১০ গ্রাম ৬২,০০০ টাকা ছাড়িয়ে যেতে পারে।