এই ৫টি স্কিমে ইনভেস্ট করলে মিলবে ডবল রিটার্ন
Last Updated:
পোস্ট অফিসের এই যোজনায় ইনভেস্ট করলে আপনার টাকা যেমন সুরক্ষিত থাকবে তেমনই দারুণ রিটার্নের পাশাপাশি মিলবে ট্যাক্স ছাড় ৷
কম ইনভেস্ট করে বেশি টাকা আয় করতে সকলেই চায় ৷ পোস্ট অফিস স্মল সেভিংসের জন্য দূদার্ন্ত কয়েকটি স্কিম নিয়ে এসেছে ৷ পোস্ট অফিসের এই যোজনায় ইনভেস্ট করলে আপনার টাকা যেমন সুরক্ষিত থাকবে তেমনই দারুণ রিটার্নের পাশাপাশি মিলবে ট্যাক্স ছাড় ৷ Income Tax Act সেকশন 80c অনুযায়ী, প্রতি বছর ১.৫ লক্ষ টাকা ইনভেস্ট করলে ট্যাক্স ছাড় মিলবে ৷ সে ক্ষেত্রে আপনি এই যোজনার লাভ নিতে পারবেন ট্যাক্স ছাড়ের ক্ষেত্রে ৷
advertisement
১. আপনি যদি রিস্ক নিতে না চান তাহলে আপনার জন্য মান্থলি ইনকাম স্কিম (Monthly Income Scheme) সবচেয়ে ভাল অপশন ৷ এই স্কিম ৭.৬ শতাংশ সুদ মিলবে ৷ সুদের অ্যামাউন্ট প্রতি মাসে আফনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে ৷ এই স্কিম সাধারণত ৬ বছরের জন্য হয় ৷ কমপক্ষে ১৫০০ টাকা ও সর্বোচ্চ ৪.৫ লক্ষ টাকা এই স্কিমে রাখতে পারবেন ৷ এই স্কিমে জয়েন্ট অ্যাকাউন্ট করারও সুবিধা রয়েছে ৷ জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে ৯ লক্ষ টাকা লিমিট রাখা হয়েছে ৷
advertisement
২. পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট খুললে আপনি পেয়ে যাবেন ৪ শতাংশ সুদ ৷ এই স্কিমের গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি মাত্র ২০ টাকা দিয়ে এই অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ Recurring Deposit করলে মিলবে ৭.২ শতাংশ সুদ ৷ Recurring Deposit করলে ৭.২ শতাংশ সুদ মিলবে ৷ Recurring Deposit এ প্রতি মাসে কমপক্ষে ১০ টাকা জমা করতে হবে ৷ এর কোনও লিমিট নেই ৷ এই স্কিমটি ৫ বছরের জন্য হয় ৷
advertisement
advertisement
advertisement