LIC-র এই প্ল্যান এখন সবার ভরসা, প্রতি মাসে ৫০০ টাকা দিয়ে পেয়ে যাবেন লক্ষ লক্ষ টাকা !
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
LIC Policy: যে সকল পরিবারের আয় খুবই কম, তাদের জন্য LIC-র এই স্কিম অত্যন্ত লাভজনক ৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
৫০০ টাকা বিনিয়োগ করে ২ লক্ষ টাকা লাভ -একটি উদাহরণের মাধ্যমে এটি বোঝা যেতে পারে। ধরা যাক অনির্বাণ আধার স্তম্ভ নীতি নিয়েছেন, যাঁর বয়স ৪০ বছর। অনির্বাণ ১.৫ লক্ষ টাকার একটি নিশ্চিত পলিসি নিয়েছেন। অনির্বাণ ২০ বছরের জন্য পলিসিটি কিনেছেন এবং প্রতি মাসে ৫০০ টাকা প্রিমিয়াম প্রদান করেন। অনির্বাণকে ২০ বছরের জন্য প্রতি মাসে ৫০০ টাকা দিতে হবে। এই নীতিটি ২০ বছর পূর্ণ হওয়ার পরে ম্যাচিওর হবে। এর পরে, অনির্বাণ প্রথমে ১.৫ লক্ষ টাকার নিশ্চিত পরিমাণ পাবেন। এর পরে তিনি ৪৮,৭৫০ টাকার লয়ালটি পাবেন। সামগ্রিকভাবে, অনির্বাণ ২০ বছরে ১,৯৮,৭৫০ টাকা পাবেন।
advertisement
advertisement
মৃত্যুতে কত টাকা পাওয়া যেতে পারে -যদি পলিসি ধারক এই পলিসি নেওয়ার তারিখ থেকে ২০ বছরের মধ্যে মারা যান, তবে পরিবারের যে কোনও নমিনি পাবেন ১.৫ লক্ষ টাকা। এর সঙ্গে লয়ালটি সংস্করণও পাওয়া যাবে। এটা নির্ভর করবে নীতি কত বছর ধরে চালু আছে তার ওপর। পলিসিটি যত বেশি বছর স্থায়ী হবে, তত বেশি লাভ পাওয়া যাবে। এই ক্রমানুসারে, পলিসি ধারকের পরিবার আরও বেশি সুবিধা পেতে পারে, যখন পলিসিটি আরও বেশি বছর ধরে চালু থাকে এবং সর্বাধিক প্রিমিয়াম প্রদান করা হয়।