Home » Photo » business » Mumbai Ahmedabad Bullet Train Ticket Price: ঝড়ের গতিতে যাত্রা! মাত্র ৩ ঘণ্টায় মুম্বই-আহমেদাবাদ, দেশের প্রথম বুলেট ট্রেনের ভাড়া
Mumbai Ahmedabad Bullet Train Ticket Price: ঝড়ের গতিতে যাত্রা! মাত্র ৩ ঘণ্টায় মুম্বই-আহমেদাবাদ, দেশের প্রথম বুলেট ট্রেনের ভাড়া
Mumbai Ahmedabad Bullet Train Ticket Price: দেশের প্রথম বুলেট ট্রেনের ভাড়া নিয়ে রেলমন্ত্রীর বড় ইঙ্গিত!
কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বুলেট ট্রেনের ভাড়ার সঙ্কেত দিয়েছেন ৷ যার অর্থ দাঁড়াচ্ছে যে বুলেট ট্রেনের ভাড়া হতে পারে ফার্স্টক্লাস এসির ভাড়ার সমতুল্য ৷ প্রতীকী ছবি ৷
2/ 12
তবে এই বিষয় কোনও পাকাপোক্ত সরকারি সিদ্ধান্ত আসেনি ৷ তবে যা ভাড়াই হোক না কেন তা সাধারণের আয়ত্তের মধ্যে থাকবে বলেই মনে কা হচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
3/ 12
এই কারণেই ফার্স্ট এসিকে মানদণ্ড করা হচ্ছে যার ভাড়া খুব একটা বেশি নয় ৷ ফ্লাইটের থেকে ভাড়া কম হবে কিন্তু অনেক সুবিধাই পাবেন ৷ প্রতীকী ছবি ৷
4/ 12
জানতে পার গিয়েছে য়ে প্রজোক্ট সম্পন্ন হলেই ভাড়া নির্ধারিত হবে ৷ বুলেট ট্রেন বিষয়ে সোমবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন মুম্বই-আহমেদাবাদের মধ্যে প্রথম বুলেট ট্রেনের মত হাইস্পিড যোজনার কাজ শেষ হলে দ্বিতীয় যোজনাটি শুরু করার কাজে হাত দেওয়া হবে ৷ প্রতীকী ছবি ৷
5/ 12
তিনি জানিয়েছেন ২০২৬-এর মধ্যে গুজরাতের সুরাত ও বিলিমোরার মধ্যে প্রথম বুলেট ট্রেন চালানোর কাজ শুরু হবে ৷ এই দিশাতে ভাল উন্নতি হবে ৷ প্রতীকী ছবি ৷
6/ 12
রেলমন্ত্রী মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেনের কাজের গতিবিধা অনুধাবন করতে সুরাতে ছিলেন ৷ তিনিই তিনি জানিয়েছেন সুরাত-বিলিমোরার মধ্যে প্রথম বুলেট ট্রেন চলাচল শুরু করা হবে ২০২৬ এমনই লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে কাজ ৷ প্রতীকী ছবি ৷
7/ 12
তবে তিনি আশ্বস্ত যে কাজের গতি ভালই ৷ তিনি বিশ্বাস করেন নির্দিষ্ট সময়ের মধ্যেই বুলেট ট্রেনের কাজ শেষ হয়ে যাবে ৷ প্রতীকী ছবি ৷
8/ 12
রেলের মন্ত্রীর জানিয়েছেন চিন প্রথম হাইস্পিড রেল যোজনা ১১৫ কিমির দীর্ঘ পথের জন্য করেছিল ৷ এর মাধ্যমে শিক্ষা নিয়ে চিন দেশের বিশাল হাইস্পিড নেটওয়ার্ক-কে স্থির করেছে ৷ প্রতীকী ছবি ৷
9/ 12
বাপি থেকে সবরমতির কাছে ৩৫২ কিলোমিটারের লম্বা লাইনে সুরাত, ভদোদরা ও আহমেদাবাদ এই তিনটি বড় শহরে এত বেশি যান চলাচল হয় যে মুম্বইয়ের জন্য অপেক্ষা করার প্রয়োজন হয়না ৷ প্রতীকী ছবি ৷
10/ 12
মুম্বই থেকে আহমেদাবাদের মধ্যে ৩২০ কিমি প্রতি ঘণ্টায় বুলেট ট্রেন চালানোর প্রস্তাব আছে ৷ এই দুই শহরের মধ্যে দূরত্ব ৫০৮ কিমি, যার অন্তর্গত ১২টি স্টেশন ৷ প্রতীকী ছবি ৷
11/ 12
এই দুই শহরের মধ্যে যাত্রা সময় কমিয়ে তিন ঘণ্টা করা হবে ৷ বর্তমানে ৬ ঘণ্টা সময় লাগে ৷ এই প্রকল্পের জন্য প্রায় ১.১ লক্ষ কোটি টাকা ব্যয় করা হবে ৷ প্রতীকী ছবি ৷
12/ 12
এই প্রকল্পের ৮১ শতাংশ ভেন্ডিং জাপান ইন্টারন্যাশন্যাল কর্পোরেশন এজেন্সি করছে ৷ কেন্দ্রীয় রেলমন্ত্রী দাবি করেছেন বুলেট ট্রেনের প্রকল্পে ৬১ কিমি পর্যন্ত পিলার নির্মাণ করা হয়েছে ৷ এখনও ১৫০ কিমির কাজ চলছে ৷ প্রতীকী ছবি ৷