নতুন না কি পুরনো কর ব্যবস্থা: ২০২৩-এর বাজেটে নতুন কর কাঠামোর ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তবে পুরনো কর কাঠামো তুলে দেওয়া হয়নি। করদাতারা তাঁদের পছন্দমতো কর ব্যবস্থা বেছে নিতে পারেন। যদি না বাছেন তাহলে নতুন কর কাঠামোকেই ডিফল্ট হিসেবে ধরা হবে। তাই আয়করদাতাদের এপ্রিল মাসেই সিদ্ধান্ত নিতে হবে তিনি কোন কর কাঠামো বেছে নেবেন।
নতুন বছরের জন্য কর পরিকল্পনা: যদি কেউ পুরনো ট্যাক্স কাঠামো বেছে নেন তাহলে এই মাস থেকেই ট্যাক্স পরিকল্পনা শুরু করতে হবে। ইজেড ট্যাক্সের প্রতিষ্ঠাতা এবং সিইও সুনীল দাসারি বলছেন, সাধারণত ট্যাক্স কাটার জন্য কর্মচারীদের নিয়োগকর্তার কাছে ট্যাক্স সেভিংসের ঘোষণা করতে হয়। তাই, কর সুবিধা দাবি করার জন্য কর্মীদের সেই অনুযায়ী তাদের বিনিয়োগের পরিকল্পনা করতে হবে’।