দিওয়ালি বোনাস-এর টাকায় কীভাবে সহজেই হয়ে উঠবেন লাখোপতি, রইল তারই হদিশ--
Last Updated:
advertisement
প্রথমেই হিসেব করে নিন, মাসে আপনি কত টাকা ইএমআই দেন! যদি কার লোন বা হোম লোন নিয়ে থাকেন, তাহলে বোনাসের টাকা দিয়ে একধাক্কায় লোনের অঙ্কের পরিমাণ অনেকটা কমিয়ে ফেলুন। এতে আপনার মাসিক সুদের হার কমবে, ফলে প্রতি মাসে অনেকটা বাড়তি টাকা আপনার অ্যাকাউন্টে থাকবে,পাশাপাশি ইএমআই দেওয়ার সময়সীমাও কমে যাবে! Photo Source: Collected
advertisement
ধরে নেওয়া যাক, আপনি যদি ২০ বছরের সময়সীমায়, ৯ শতাংশ মাসিক সুদের হারে, ২৫ লাখ টাকা লোন নিয়ে থাকেন, তা হলে আপনার মাসিক এইএমআই গিয়ে দাঁড়ায় ২২,৪৯৩ টাকায়। এবার যদি আপনি ২৩,০০০ টাকা প্রি- পেমেন্ট করেন, তাহলে সুদ সহ মোট টাকার পরিমাণ ২৮.৯৮ লাখ থেকে ২৭.৮৯ টাকায় গিয়ে দাঁড়াবে। লোনের সময়সীমাও ২৪০ মাস থেকে কমে ২৩৫ মাসে গিয়ে দাঁড়াবে। Photo Source: Collected
advertisement
advertisement