How To Make Money: বাদাম থেকেই হাতে আসবে মোটা টাকা !
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
How To Make Money: উৎপাদন খরচ ও পরিশ্রম কম হওয়ায় চিনে বাদাম চাষের দিকে ঝুঁকছেন চাষিরা।
ধান ,গম কিংবা ভুট্টা নয় চিনা বাদাম চাষ করে ভাল টাকা উপার্জন করুন। উৎপাদন খরচ ও পরিশ্রম কম হওয়ায় চিনে বাদাম চাষের দিকে ঝুঁকছেন চাষিরা। উত্তর দিনাজপুর জেলার বহু চাষি বর্তমানে চিনেবাদাম চাষের সঙ্গে যুক্ত। জানা যায় বিঘা প্রতি বাদাম চাষে খরচ ৬ হাজার টাকা। আর প্রতি বিঘায় বাদাম উৎপাদন হয় ছয় থেকে সাত মণ ।
advertisement
advertisement
advertisement
advertisement
এই চিনা বাদাম চাষের জন্য বিঘা প্রতি ১৫ থেকে ২০ কেজি বীজের প্রয়োজন হয়।এই চিনা বাদামের বিভিন্ন ধরনের জাত থাকে তার মধ্যে যে কোন একটি জাত বেছে নিতে হবে। বাসন্তী বাদাম (ডিজি-২), ঝিঙ্গা বাদাম (এসিসি ১২) ত্রিদানা বাদাম, বাড়ি চিনা বাদাম, এছাড়া বিভিন্ন জাতের চিনা বাদাম রয়েছে যার মধ্যে একটি জাত বেছে নিতে হবে।
advertisement
