FD Return Calculator: ১,০০,০০০ টাকার FD- করলে কত টাকা পাবেন ? দেখ নিন হিসেব
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
FD Return Calculator: ১,০০,০০০ টাকার FD করলে কত টাকা রিটার্ন পাবেন? বিভিন্ন মেয়াদ এবং সুদের হার অনুযায়ী হিসেব দেখে নিন, যাতে আপনার বিনিয়োগ আরও লাভজনক হয়।
এখন এমন সময় এসেছে যখন মানুষ বিনিয়োগে জালিয়াতির ঝুঁকিতে বেশি পড়ছে। লোকসান এড়াতে মানুষ এখন তাদের কষ্টার্জিত অর্থ এমন জায়গায় বিনিয়োগ করতে চায় যেখানে নিরাপদ এবং নিশ্চিত রিটার্ন ঠিক রাখা যায়। শেয়ার বাজার এবং মিউচুয়াল ফান্ডের ওঠানামার কারণে অনেকেই এখনও ফিক্সড ডিপোজিটকে (FD) সবচেয়ে নির্ভরযোগ্য বিকল্প বলে মনে করেন। তাই, যদি কেউ কোনও ঝুঁকি ছাড়াই উচ্চমানের, স্থিতিশীল আয় খোঁজেন, তাহলে পাবলিক সেক্টর ব্যাঙ্ক কানাড়া ব্যাঙ্কের FD স্কিম উপযুক্ত হতে পারে।
advertisement
advertisement
কানাড়া ব্যাঙ্কের এফডি মেয়াদ এবং সুদের হারকানাড়া ব্যাঙ্কে ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত মেয়াদে একটি এফডি অ্যাকাউন্ট খোলা যেতে পারে। বয়স এবং মেয়াদ অনুসারে সুদের হার পরিবর্তিত হয়। ৫৫৫ দিনের এফডি স্কিমে সর্বোচ্চ সুদ মেলে। এছাড়া, ব্যাঙ্কটি ৩ বছরের এফডি-ও অফার করে।- সাধারণ নাগরিক - ৫.৯০% সুদ- সিনিয়র সিটিজেন - ৬.৪০% সুদ
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement








