Emergency Fund: জরুরি পরিস্থিতি থেকে বাঁচবেন কীভাবে? এমার্জেন্সি ফান্ডে কত টাকা রাখা উচিত? রইল সব প্রশ্নের উত্তর

Last Updated:
Emergency Fund Savings : এমার্জেন্সি ফান্ড তৈরি করতে গেলে সঞ্চয় করতে হবে। এছাড়া আর অন্য কোনও পথ নেই। এমনটাই বলছেন আর্থিক বিশেষজ্ঞরা।
1/6
বিপদ কখনও বলে আসে না। আগে থেকে তৈরি থাকতে হয়। ভবিষ্যতের সবরকম সম্ভাব্য পরিস্থিতির জন্য তৈরি থাকাই বুদ্ধিমানের কাজ। আর তার জন্য প্রয়োজন টাকা। আর্থিক বিশেষজ্ঞরা বলেন, জরুরি পরিস্থিতিতে যাতে টাকার অভাব না হয়, তার জন্য এমার্জেন্সি ফান্ড তৈরি করা অত্যন্ত জরুরি।
বিপদ কখনও বলে আসে না। আগে থেকে তৈরি থাকতে হয়। ভবিষ্যতের সবরকম সম্ভাব্য পরিস্থিতির জন্য তৈরি থাকাই বুদ্ধিমানের কাজ। আর তার জন্য প্রয়োজন টাকা। আর্থিক বিশেষজ্ঞরা বলেন, জরুরি পরিস্থিতিতে যাতে টাকার অভাব না হয়, তার জন্য এমার্জেন্সি ফান্ড তৈরি করা অত্যন্ত জরুরি।
advertisement
2/6
এমার্জেন্সি ফান্ড তৈরি করতে গেলে সঞ্চয় করতে হবে। এছাড়া আর অন্য কোনও পথ নেই। এমনটাই বলছেন আর্থিক বিশেষজ্ঞরা। তাঁদের কথায়, বেতন বা আয়ের একটা অংশ আগেই সরিয়ে রাখতে হবে। তবেই জমবে এমার্জেন্সি ফান্ড। বাজেট তৈরি: সবার আগে চাই বাজেট। মাস গেলে কত টাকা কোথায় খরচ হচ্ছে, আর কত টাকা জমানো যাবে, তার হিসাব রাখতে হবে। তবেই খরচে কাটছাঁট করা সম্ভব হবে। টাকা জমতে থাকবে।
এমার্জেন্সি ফান্ড তৈরি করতে গেলে সঞ্চয় করতে হবে। এছাড়া আর অন্য কোনও পথ নেই। এমনটাই বলছেন আর্থিক বিশেষজ্ঞরা। তাঁদের কথায়, বেতন বা আয়ের একটা অংশ আগেই সরিয়ে রাখতে হবে। তবেই জমবে এমার্জেন্সি ফান্ড। বাজেট তৈরি: সবার আগে চাই বাজেট। মাস গেলে কত টাকা কোথায় খরচ হচ্ছে, আর কত টাকা জমানো যাবে, তার হিসাব রাখতে হবে। তবেই খরচে কাটছাঁট করা সম্ভব হবে। টাকা জমতে থাকবে।
advertisement
3/6
সঞ্চয় থেকে ফান্ড আলাদা: সঞ্চয় আর এমার্জেন্সি ফান্ড কিন্তু এক নয়। সঞ্চিত অর্থের একটা অংশ এমার্জেন্সি ফান্ডে রাখার পরামর্শ দেওয়া হয়। আর যে টাকাটা সঞ্চয় হচ্ছে সেটা বিনিয়োগ করতে হবে। তাহলে টাকাও বাড়বে।
সঞ্চয় থেকে ফান্ড আলাদা: সঞ্চয় আর এমার্জেন্সি ফান্ড কিন্তু এক নয়। সঞ্চিত অর্থের একটা অংশ এমার্জেন্সি ফান্ডে রাখার পরামর্শ দেওয়া হয়। আর যে টাকাটা সঞ্চয় হচ্ছে সেটা বিনিয়োগ করতে হবে। তাহলে টাকাও বাড়বে।
advertisement
4/6
সঠিক বিনিয়োগ প্ল্যাটফর্ম নির্বাচন: এমার্জেন্সি ফান্ডের টাকা কোথাও বিনিয়োগ করাই যায়। কিন্তু খেয়াল রাখতে হবে, জরুরি পরিস্থিতিতে সেই টাকা যেন পাওয়া যায়। অর্থাৎ টাকা তুলতে গিয়ে যেন সমস্যায় পড়তে না হয়। এমার্জেন্সি ফান্ডে কত টাকা রাখা উচিত: এটাই লাখ টাকার প্রশ্ন। তবে পুরোটাই নির্ভর করছে ব্যক্তির বেতন এবং বেতন থেকে কতটুকু সঞ্চয় করা সম্ভব হচ্ছে, তার উপর। সাধারণত ৩ থেকে ৬ মাসের খরচের সমান টাকা এমার্জেন্সি ফান্ডে রাখতে বলা হয়।
সঠিক বিনিয়োগ প্ল্যাটফর্ম নির্বাচন: এমার্জেন্সি ফান্ডের টাকা কোথাও বিনিয়োগ করাই যায়। কিন্তু খেয়াল রাখতে হবে, জরুরি পরিস্থিতিতে সেই টাকা যেন পাওয়া যায়। অর্থাৎ টাকা তুলতে গিয়ে যেন সমস্যায় পড়তে না হয়। এমার্জেন্সি ফান্ডে কত টাকা রাখা উচিত: এটাই লাখ টাকার প্রশ্ন। তবে পুরোটাই নির্ভর করছে ব্যক্তির বেতন এবং বেতন থেকে কতটুকু সঞ্চয় করা সম্ভব হচ্ছে, তার উপর। সাধারণত ৩ থেকে ৬ মাসের খরচের সমান টাকা এমার্জেন্সি ফান্ডে রাখতে বলা হয়।
advertisement
5/6
একটা উদাহরণ দিলে বিষয়টা স্পষ্ট হবে। যদি কারও মাস গেলে ৩০ হাজার টাকা খরচ হয়, তাহলে তাঁকে এমার্জেন্সি ফান্ডে অন্তত ৯০ হাজার টাকা রাখতে হবে, একইভাবে যদি বেতন ৫০ হাজার টাকা এবং সংসার খরচ ২০ হাজার টাকা হয়, তাহলে কমপক্ষে ৬০ হাজার টাকা এমার্জেন্সি ফান্ডে রাখা উচিত। সোজা কথায়, এক মাসের খরচকে ৩ বা ৬ দিয়ে গুণ করতে হবে। ইমার্জেন্সি ফান্ড = এক মাসের খরচ x ৩ অথবা এক মাসের খরচ x ৬।
একটা উদাহরণ দিলে বিষয়টা স্পষ্ট হবে। যদি কারও মাস গেলে ৩০ হাজার টাকা খরচ হয়, তাহলে তাঁকে এমার্জেন্সি ফান্ডে অন্তত ৯০ হাজার টাকা রাখতে হবে, একইভাবে যদি বেতন ৫০ হাজার টাকা এবং সংসার খরচ ২০ হাজার টাকা হয়, তাহলে কমপক্ষে ৬০ হাজার টাকা এমার্জেন্সি ফান্ডে রাখা উচিত। সোজা কথায়, এক মাসের খরচকে ৩ বা ৬ দিয়ে গুণ করতে হবে। ইমার্জেন্সি ফান্ড = এক মাসের খরচ x ৩ অথবা এক মাসের খরচ x ৬।
advertisement
6/6
এমার্জেন্সি ফান্ড আর্থিক বিপর্যয় মোকাবিলা করতে সাহায্য করে। অল্প সঞ্চয় করেও এই ফান্ড গড়ে তোলা যায়। তবে নিশ্চিত করতে হবে, স্যালারির একটি নির্দিষ্ট অংশ যেন সর্বদা জরুরি মুহূর্তের জন্য আলাদা করে রাখা থাকে।
এমার্জেন্সি ফান্ড আর্থিক বিপর্যয় মোকাবিলা করতে সাহায্য করে। অল্প সঞ্চয় করেও এই ফান্ড গড়ে তোলা যায়। তবে নিশ্চিত করতে হবে, স্যালারির একটি নির্দিষ্ট অংশ যেন সর্বদা জরুরি মুহূর্তের জন্য আলাদা করে রাখা থাকে।
advertisement
advertisement
advertisement