SIP Money Making Tips: আপনার দরকার অনুযায়ী কত টাকা SIP- বিনিয়োগ করা উচিত ?
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
SIP Money Making Tips: আপনার আয়, মাসিক খরচ ও ভবিষ্যৎ লক্ষ্য অনুযায়ী SIP-এর অঙ্ক ঠিক করাই সবচেয়ে বুদ্ধিমানের। এই প্রতিবেদনে সহজ হিসাবের মাধ্যমে জানুন আপনার জন্য উপযুক্ত SIP বিনিয়োগ কত হওয়া উচিত।
মিউচুয়াল ফান্ডে SIP (Systematic Investment Plan) আজ দীর্ঘমেয়াদি সঞ্চয় ও সম্পদ গড়ার সবচেয়ে জনপ্রিয় পথগুলোর একটি। কিন্তু নতুন বিনিয়োগকারীদের মনে সবচেয়ে বড় প্রশ্ন—মাসে ঠিক কত টাকা SIP-তে বিনিয়োগ করা উচিত, যাতে বর্তমান খরচও চলে আবার ভবিষ্যৎও সুরক্ষিত থাকে? চলুন ধাপে ধাপে সহজভাবে বুঝে নেওয়া যাক।
advertisement
১. আগে আয়–ব্যয়ের হিসাব করুনSIP শুরু করার আগে নিজের মাসিক আয় ও খরচ স্পষ্টভাবে জানা জরুরি।সাধারণ নিয়ম:আয়ের অন্তত ২০–৩০ শতাংশ সঞ্চয় বা বিনিয়োগে রাখা উচিত।উদাহরণ:মাসিক আয় ৩০,০০০ টাকা হলে → SIP + অন্যান্য সঞ্চয় মিলিয়ে ৬,০০০– ৯,০০০টাকামাসিক আয় ৫০,০০০ টাকা হলে → ১০,০০০– ১৫,০০০ টাকাসবটা SIP-তেই দিতে হবে এমন নয়, তবে SIP এখানে বড় অংশ হতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement






