Post Office Superhit Schemes: বছরে ২০ হাজার টাকা বিনিয়োগ করতে চান! পোস্ট অফিসের কোন স্কিমে কত রিটার্ন দেখে নিন এক নজরে
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
কোন যোজনা কেমন, বার্ষিক ২০ হাজার টাকা বিনিয়োগে মিলবে কেমন রিটার্ন দেখে নেওয়া যাক-
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF)—বার্ষিক সুদের হার: বার্ষিক চক্রবৃদ্ধি হারে ৭.১ শতাংশ।
ন্যূনতম বিনিয়োগ: ৫০০ টাকা।
বিনিয়োগের ঊর্ধ্বসীমা: প্রতি আর্থিক বছরে ১.৫ লক্ষ টাকা।
করমুক্ত রিটার্ন: ৮০ সি ধারা অনুসারে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা করছাড়।
যেকোনও ভারতীয় নাগরিক পেতে পারেন এই অ্যাকাউন্টের সুবিধা।
বার্ষিক ২০,০০০ বিনিয়োগে রিটার্ন: প্রায় ২১,৪২০ টাকা।
advertisement
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC)—বার্ষিক সুদের হার: বার্ষিক চক্রবৃদ্ধি হারে ৭.৭ শতাংশ।
ন্যূনতম বিনিয়োগ: ১,০০০ টাকা।
বিনিয়োগের ঊর্ধ্বসীমা: নেই।
করমুক্ত রিটার্ন: ৮০ সি ধারা অনুসারে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা করছাড়।
যেকোনও ভারতীয় নাগরিক পেতে পারেন এই অ্যাকাউন্টের সুবিধা।
বার্ষিক ২০,০০০ বিনিয়োগে রিটার্ন: প্রায় ২১,৫৪০ টাকা।
advertisement
কিসান বিকাশপত্র (KVP)—বার্ষিক সুদের হার: বার্ষিক চক্রবৃদ্ধি হারে ৭.৫ শতাংশ।
ন্যূনতম বিনিয়োগ: ১,০০০ টাকা।
বিনিয়োগের ঊর্ধ্বসীমা: নেই।
করমুক্ত রিটার্ন: সুদ করযোগ্য, কিন্তু মেয়াদপূর্তিতে প্রাপ্ত পরিমাণে কোনও কর নেই।
যেকোনও ভারতীয় নাগরিক পেতে পারেন এই অ্যাকাউন্টের সুবিধা।
বার্ষিক ২০,০০০ বিনিয়োগে রিটার্ন: ২১,৫০০ টাকা।
advertisement
সুকন্যা সমৃদ্ধি যোজনা—বার্ষিক সুদের হার: বার্ষিক চক্রবৃদ্ধি হারে ৮ শতাংশ।
ন্যূনতম বিনিয়োগ: প্রতি আর্থিক বছরে ২৫০ টাকা।
বিনিয়োগের ঊর্ধ্বসীমা: প্রতি আর্থিক বছরে ১.৫ লক্ষ টাকা।
করমুক্ত রিটার্ন: ১০ বছর পর্যন্ত কন্যা সন্তানের জন্য প্রযোজ্য।
৮০ সি ধারা অনুযায়ী মেয়াদপূর্তিতে প্রাপ্ত সুদ এবং রিটার্ন করমুক্ত
বার্ষিক ২১,৬০০ বিনিয়োগে রিটার্ন: বার্ষিক ২১,৫০০ টাকা।