LIC-র প্রিমিয়াম দিতে পারছেন না? সারেন্ডার করলে কত টাকা পাওয়া যাবে, দেখে নিন এক নজরে
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
পলিসি ম্যাচিওর করলে পলিসি হোল্ডার শর্ত মেনে সমস্ত সুবিধা পান। কিন্তু মাঝপথে তিনি পলিসি সারেন্ডার করে দিলে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ফেরত পাবেন।
advertisement
advertisement
advertisement
জেনে নেওয়া যাক বিস্তারিত। পলিসি সারেন্ডারের সময়সীমা: সাধারণ পলিসি ক্রয়ের পর দুই বা তিন বছরের একটি সময়সীমা দেওয়া হয়। এই সময়ের মধ্যে পলিসি সারেন্ডার করা যায় না। যেমন— সিঙ্গল প্রিমিয়াম প্ল্যানের ক্ষেত্রে একবারে প্রিমিয়াম দিয়ে ফেললে, দ্বিতীয় বছরে তা সারেন্ডার করে দেওয়া যেতে পারে। আবার লিমিটেড বা রেগুলার প্রিমিয়াম প্ল্যানের ক্ষেত্রে ১০ বছর বা তার কম মেয়াদে করা হলে দু’বছর পর্যন্ত সারেন্ডার করা যায় না। এই মেয়াদ ১০ বছরের বেশি হলে সারেন্ডারের সময় তিন বছর পেরোতে পারে।
advertisement
advertisement
advertisement
কীভাবে পলিসি সারেন্ডার করা যাবে— নিকটবর্তী এলআইসি ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করতে হবে অথবা এলআইসির অফিসিয়াল পেজে লগ-ইন করতে হবে। সেখান থেকে সংগ্রহ করতে হবে ‘সারেন্ডার ডিসচার্জ ভাউচার’ অথবা এলআইসির ৫০৭৪ নম্বর ফর্ম। ফর্ম ফিল-আপ করে উপযুক্ত নথি-সহ জমা দিতে হবে। আবেদন গ্রাহ্য হলে গ্রাহকের রেজিস্টার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে।
advertisement