সেভিংস অ্যাকাউন্টে কত টাকা রাখা উচিত? জেনে রাখলে টাকা বাড়বে বই কমবে না

Last Updated:
সেভিংস অ্যাকাউন্টে কত টাকা রাখা উচিত? কত নগদ রাখলে কোনও অসুবিধে হবে না?
1/7
লোকে ব্যাঙ্কে টাকা রাখে যাতে দরকারে তোলা যায়। তাছাড়া অনলাইনে কেনাকাটা, বিল পরিশোধের জন্যও অ্যাকাউন্টে টাকা রাখতে হয়। কিন্তু প্রশ্ন হল, ব্যাঙ্কে, স্পষ্ট করে বললে, সেভিংস অ্যাকাউন্টে কত টাকা রাখা উচিত? কত নগদ রাখলে কোনও অসুবিধে হবে না?
লোকে ব্যাঙ্কে টাকা রাখে যাতে দরকারে তোলা যায়। তাছাড়া অনলাইনে কেনাকাটা, বিল পরিশোধের জন্যও অ্যাকাউন্টে টাকা রাখতে হয়। কিন্তু প্রশ্ন হল, ব্যাঙ্কে, স্পষ্ট করে বললে, সেভিংস অ্যাকাউন্টে কত টাকা রাখা উচিত? কত নগদ রাখলে কোনও অসুবিধে হবে না?
advertisement
2/7
তার আগে জেনে রাখা উচিত আমরা কেন সেভিংস অ্যাকাউন্ট খুলব। এটা মাথায় থাকলে হিসেবটা স্পষ্ট হবে।
তার আগে জেনে রাখা উচিত আমরা কেন সেভিংস অ্যাকাউন্ট খুলব। এটা মাথায় থাকলে হিসেবটা স্পষ্ট হবে।
advertisement
3/7
জরুরি তহবিল- প্রয়োজন হলে যাতে আপদকালে সেভিংস অ্যাকাউন্টের টাকা কাজে আসে, ধার করতে না হয়। মাসিক খরচ, টাকার জোগান- সেভিংস অ্যাকাউন্টে নিয়ম করে টাকা রাখলে তার থেকে যেমন মাসিক খরত চালানো যায়, তেমনই নগদের জোগানও অব্যাহত থাকে। অন্য সুবিধা- সুদের হার যত কমই হোক, টাকা বাড়ে, ফলে একেবারে হাত খালি থাকে না।
জরুরি তহবিল- প্রয়োজন হলে যাতে আপদকালে সেভিংস অ্যাকাউন্টের টাকা কাজে আসে, ধার করতে না হয়। মাসিক খরচ, টাকার জোগান- সেভিংস অ্যাকাউন্টে নিয়ম করে টাকা রাখলে তার থেকে যেমন মাসিক খরত চালানো যায়, তেমনই নগদের জোগানও অব্যাহত থাকে। অন্য সুবিধা- সুদের হার যত কমই হোক, টাকা বাড়ে, ফলে একেবারে হাত খালি থাকে না।
advertisement
4/7
এবার আসে প্রশ্ন, এই সব কিছু মাথায় রেখে সেভিংস অ্যাকাউন্টে কত টাকা জমানো উচিত আর বাকিটা বিনিয়োগ করা উচিত?
এবার আসে প্রশ্ন, এই সব কিছু মাথায় রেখে সেভিংস অ্যাকাউন্টে কত টাকা জমানো উচিত আর বাকিটা বিনিয়োগ করা উচিত?
advertisement
5/7
৫০/৩০/২০ নিয়ম: এটা খুব জনপ্রিয় পদ্ধতি। এতে মোট টাকাকে শতাংশের হিসেবে তিনটি ভাগে ভাগ করা হয়। ৫০ শতাংশ প্রয়োজন, ৩০ শতাংশ চাহিদা এবং ২০ শতাংশ সঞ্চয় এবং ঋণ পরিশোধের জন্য। দৈনন্দিন জীবনযাত্রার জন্য যে টাকা খরচ হবে সেটা হল ‘প্রয়োজনীয়তা’। এর মধ্যে বাড়ি ভাড়া, ইউটিলিটি এবং অন্যান্য খরচ রয়েছে। ‘চাহিদা’ হল সেটা টাকা যা ব্যয় করা হয় কিন্তু প্রয়োজন নয়। যেমন বিনোদন। আর বাকিটা সঞ্চয় এবং ঋণ পরিশোধের জন্য রাখা টাকা। এখন ৫০/৩০/২০ নিয়মে বরাদ্দ ২০ শতাংশ অর্থের পুরোটাই ব্যাঙ্কে রাখা যেতে পারে।
৫০/৩০/২০ নিয়ম: এটা খুব জনপ্রিয় পদ্ধতি। এতে মোট টাকাকে শতাংশের হিসেবে তিনটি ভাগে ভাগ করা হয়। ৫০ শতাংশ প্রয়োজন, ৩০ শতাংশ চাহিদা এবং ২০ শতাংশ সঞ্চয় এবং ঋণ পরিশোধের জন্য। দৈনন্দিন জীবনযাত্রার জন্য যে টাকা খরচ হবে সেটা হল ‘প্রয়োজনীয়তা’। এর মধ্যে বাড়ি ভাড়া, ইউটিলিটি এবং অন্যান্য খরচ রয়েছে। ‘চাহিদা’ হল সেটা টাকা যা ব্যয় করা হয় কিন্তু প্রয়োজন নয়। যেমন বিনোদন। আর বাকিটা সঞ্চয় এবং ঋণ পরিশোধের জন্য রাখা টাকা। এখন ৫০/৩০/২০ নিয়মে বরাদ্দ ২০ শতাংশ অর্থের পুরোটাই ব্যাঙ্কে রাখা যেতে পারে।
advertisement
6/7
সেভিংস অ্যাকাউন্টে কত রাখা উচিত: সেভিংস অ্যাকাউন্ট মূলত টাকা রাখার জন্যই তৈরি। গ্রাহক যে টাকা এখনই ব্যয় করতে চান না। অনেকে স্বল্পমেয়াদি লক্ষ্যে সেভিংস অ্যাকাউন্টে টাকা জমান। সেটা ঘুরতে যাওয়া বা কিছু কেনার জন্যও হতে পারে। প্রতিটা লক্ষ্যের জন্য একটি বাজেট নির্ধারণ করা উচিত। এতে কতটা সঞ্চয় করতে হবে, তা বুঝতে সুবিধে হবে। তারপর প্রতিটা লক্ষ্যের জন্য গ্রাহক আলাদা আলাদা সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারেন, যদি ব্যাঙ্ক অনুমতি দেয়।
সেভিংস অ্যাকাউন্টে কত রাখা উচিত: সেভিংস অ্যাকাউন্ট মূলত টাকা রাখার জন্যই তৈরি। গ্রাহক যে টাকা এখনই ব্যয় করতে চান না। অনেকে স্বল্পমেয়াদি লক্ষ্যে সেভিংস অ্যাকাউন্টে টাকা জমান। সেটা ঘুরতে যাওয়া বা কিছু কেনার জন্যও হতে পারে। প্রতিটা লক্ষ্যের জন্য একটি বাজেট নির্ধারণ করা উচিত। এতে কতটা সঞ্চয় করতে হবে, তা বুঝতে সুবিধে হবে। তারপর প্রতিটা লক্ষ্যের জন্য গ্রাহক আলাদা আলাদা সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারেন, যদি ব্যাঙ্ক অনুমতি দেয়।
advertisement
7/7
তবে বিশেষজ্ঞরা এও বলেন যে একটা সেভিংস অ্যাকাউন্টে নিদেনপক্ষে ২ বছরের মোট খরচের অঙ্ক রাখা উচিত, সেটা অবশ্যই ব্যক্তিভেদে আলাদা হবে।
তবে বিশেষজ্ঞরা এও বলেন যে একটা সেভিংস অ্যাকাউন্টে নিদেনপক্ষে ২ বছরের মোট খরচের অঙ্ক রাখা উচিত, সেটা অবশ্যই ব্যক্তিভেদে আলাদা হবে।
advertisement
advertisement
advertisement