HDFC ব্যাঙ্ক থেকে ৫ বছরের জন্য ৯ লাখ টাকার Car Loan নিলে কত টাকা EMI দিতে হবে? রইল হিসেব

Last Updated:
HDFC Car Loan EMI Calculator: প্রাইভেট সেক্টরের HDFC ব্যাঙ্ক এখন প্রতি বছরে ৯.৪০% সুদের হারে কার লোন অফার করছে। এই হারে তাদের কার লোনের অফার শুরু হচ্ছে।
1/8
অনেকেরই স্বপ্ন থাকে নিজেদের একটি গাড়ি ক্রয় করার। এর জন্য অনেকরই প্রধান ভরসা ব্যাঙ্কের কার লোন। বিভিন্ন ব্যাঙ্ক বিভিন্ন সুদের হারে কার লোন অফার করে থাকে। এক নজরে দেখে নেওয়া যাক HDFC ব্যাঙ্ক থেকে ৫ বছরের জন্য ৯ লাখ টাকার কার লোন নিলে, প্রতি মাসে কত টাকা ইএমআই হিসাবে দিতে হবে।
অনেকেরই স্বপ্ন থাকে নিজেদের একটি গাড়ি ক্রয় করার। এর জন্য অনেকরই প্রধান ভরসা ব্যাঙ্কের কার লোন। বিভিন্ন ব্যাঙ্ক বিভিন্ন সুদের হারে কার লোন অফার করে থাকে। এক নজরে দেখে নেওয়া যাক HDFC ব্যাঙ্ক থেকে ৫ বছরের জন্য ৯ লাখ টাকার কার লোন নিলে, প্রতি মাসে কত টাকা ইএমআই হিসাবে দিতে হবে।
advertisement
2/8
প্রাইভেট সেক্টরের HDFC ব্যাঙ্ক এখন প্রতি বছরে ৯.৪০% সুদের হারে কার লোন অফার করছে। এই হারে তাদের কার লোনের অফার শুরু হচ্ছে। প্রাইভেট সেক্টরের HDFC ব্যাঙ্ক থেকে প্রতি বছরে ৯.৪০% সুদের হারে কার লোন পেতে গেলে, গ্রাহকদের সিবিল স্কোর ৮০০ বা তার বেশি হতে হবে ৷
প্রাইভেট সেক্টরের HDFC ব্যাঙ্ক এখন প্রতি বছরে ৯.৪০% সুদের হারে কার লোন অফার করছে। এই হারে তাদের কার লোনের অফার শুরু হচ্ছে। প্রাইভেট সেক্টরের HDFC ব্যাঙ্ক থেকে প্রতি বছরে ৯.৪০% সুদের হারে কার লোন পেতে গেলে, গ্রাহকদের সিবিল স্কোর ৮০০ বা তার বেশি হতে হবে ৷
advertisement
3/8
HDFC ব্যাঙ্ক কার লোন ক্যালকুলেটর অনুযায়ী কেউ যদি HDFC ব্যাঙ্ক থেকে প্রতি বছরে ৯.৪০% সুদের হারে ৫ বছরের জন্য ৯ লাখ টাকার কার লোন নিয়ে থাকে, তাহলে তাকে প্রতি মাসে ১৮,৮৫৮ টাকা ইএমআই হিসাবে দিতে হবে।
HDFC ব্যাঙ্ক কার লোন ক্যালকুলেটর অনুযায়ী কেউ যদি HDFC ব্যাঙ্ক থেকে প্রতি বছরে ৯.৪০% সুদের হারে ৫ বছরের জন্য ৯ লাখ টাকার কার লোন নিয়ে থাকে, তাহলে তাকে প্রতি মাসে ১৮,৮৫৮ টাকা ইএমআই হিসাবে দিতে হবে।
advertisement
4/8
HDFC ব্যাঙ্ক কার লোন ক্যালকুলেটর অনুযায়ী কেউ যদি HDFC ব্যাঙ্ক থেকে প্রতি বছরে ৯.৪০% সুদের হারে ৫ বছরের জন্য ৯ লাখ টাকার কার লোন নিয়ে থাকে, তাহলে তাকে সুদ হিসাবে মোট ২,৩১,৪৬৩ টাকা পরিশোধ করতে হবে।
HDFC ব্যাঙ্ক কার লোন ক্যালকুলেটর অনুযায়ী কেউ যদি HDFC ব্যাঙ্ক থেকে প্রতি বছরে ৯.৪০% সুদের হারে ৫ বছরের জন্য ৯ লাখ টাকার কার লোন নিয়ে থাকে, তাহলে তাকে সুদ হিসাবে মোট ২,৩১,৪৬৩ টাকা পরিশোধ করতে হবে।
advertisement
5/8
HDFC ব্যাঙ্ক কার লোন ক্যালকুলেটর অনুযায়ী কেউ যদি HDFC ব্যাঙ্ক থেকে প্রতি বছরে ৯.৪০% সুদের হারে ৫ বছরের জন্য ৯ লাখ টাকার কার লোন নিয়ে থাকে, তাহলে তাকে মোট ১১,৩১,৪৬৩ টাকা পরিশোধ করতে হবে।
HDFC ব্যাঙ্ক কার লোন ক্যালকুলেটর অনুযায়ী কেউ যদি HDFC ব্যাঙ্ক থেকে প্রতি বছরে ৯.৪০% সুদের হারে ৫ বছরের জন্য ৯ লাখ টাকার কার লোন নিয়ে থাকে, তাহলে তাকে মোট ১১,৩১,৪৬৩ টাকা পরিশোধ করতে হবে।
advertisement
6/8
অর্থাৎ HDFC ব্যাঙ্ক কার লোন ক্যালকুলেটর অনুযায়ী কেউ যদি HDFC ব্যাঙ্ক থেকে প্রতি বছরে ৯.৪০% সুদের হারে ৫ বছরের জন্য ৯ লাখ টাকার কার লোন নিয়ে থাকে, তাহলে ৯ লাখ টাকার পরিবর্তে পরিশোধ করতে হবে ১১,৩১,৪৬৩ টাকা।
অর্থাৎ HDFC ব্যাঙ্ক কার লোন ক্যালকুলেটর অনুযায়ী কেউ যদি HDFC ব্যাঙ্ক থেকে প্রতি বছরে ৯.৪০% সুদের হারে ৫ বছরের জন্য ৯ লাখ টাকার কার লোন নিয়ে থাকে, তাহলে ৯ লাখ টাকার পরিবর্তে পরিশোধ করতে হবে ১১,৩১,৪৬৩ টাকা।
advertisement
7/8
জেনে রাখা ভাল, গাড়ির লোনে শুধু সুদেই নয়, বছরের খরচ করা তেল এবং রক্ষণাবেক্ষণে হওয়া খরচও ট্যাক্স ছাড়ের ক্ষেত্রে যুক্ত করা যেতে পারে। এছাড়া গাড়ি ক্রয় করার মুল্যে প্রতি বছর আসা ডেপ্রিসিয়েসন কস্টের ওপরেও ছাড় পাওয়া সম্ভব। এই ধরনের খরচ ট্যাক্স ছাড়ের ক্ষেত্রে যুক্ত করা যেতে পারে। নিশ্চিত ভাবে এই ছাড় পাওয়া সম্ভব।
জেনে রাখা ভাল, গাড়ির লোনে শুধু সুদেই নয়, বছরের খরচ করা তেল এবং রক্ষণাবেক্ষণে হওয়া খরচও ট্যাক্স ছাড়ের ক্ষেত্রে যুক্ত করা যেতে পারে। এছাড়া গাড়ি ক্রয় করার মুল্যে প্রতি বছর আসা ডেপ্রিসিয়েসন কস্টের ওপরেও ছাড় পাওয়া সম্ভব। এই ধরনের খরচ ট্যাক্স ছাড়ের ক্ষেত্রে যুক্ত করা যেতে পারে। নিশ্চিত ভাবে এই ছাড় পাওয়া সম্ভব।
advertisement
8/8
এগুলি মেনে চলা প্রয়োজন -- যদি সেই গাড়ি ব্যবসার কাজে না ব্যবহার হয় তাহলে আয়কর দফতর সেই আবেদন খারিজ করে দিতে পারে।

- আবেদন করার জন্য ব্যাঙ্কের কাগজের প্রয়োজন। ব্যাঙ্কের সুদের পরিমাণ সহ সেই কাগজ আয়কর দফতরে জমা করতে হবে।

- গাড়ি যে ব্যবসার সঙ্গে যুক্ত তার মালিকের নামেই গাড়ি রেজিস্টার করা প্রয়োজন।
এগুলি মেনে চলা প্রয়োজন -
- যদি সেই গাড়ি ব্যবসার কাজে না ব্যবহার হয় তাহলে আয়কর দফতর সেই আবেদন খারিজ করে দিতে পারে।
- আবেদন করার জন্য ব্যাঙ্কের কাগজের প্রয়োজন। ব্যাঙ্কের সুদের পরিমাণ সহ সেই কাগজ আয়কর দফতরে জমা করতে হবে।
- গাড়ি যে ব্যবসার সঙ্গে যুক্ত তার মালিকের নামেই গাড়ি রেজিস্টার করা প্রয়োজন।
advertisement
advertisement
advertisement