পুরনো LIC পলিসি ভুলে গিয়েছেন? এ ভাবে সহজেই ফেরত পাবেন আপনার অনাবাদি টাকা, জেনে নিন!

Last Updated:
Life Insurance Corporation of India-র পুরনো পলিসির অনাবাদি টাকা সহজেই ফেরত পাওয়া যায়, ওয়েবসাইটে তথ্য দেখে এলআইসি শাখায় আবেদন করলেই টাকা সরাসরি ব্যাঙ্কে আসতে পারে।
1/8
পুরনো এলআইসি পলিসি ভুলে গিয়েছেন? জানেন কি, সেই পলিসির টাকা এখনও আপনার বা পরিবারের কারও নামে পড়ে থাকতে পারে। ঠিক সময়ে দাবি না হওয়ায় এলআইসির কাছে বহু টাকা বছরের পর বছর অনাবাদি অবস্থায় পড়ে থাকে। একটু খোঁজ নিলেই সেই টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত আসতে পারে।
পুরনো এলআইসি পলিসি ভুলে গিয়েছেন? জানেন কি, সেই পলিসির টাকা এখনও আপনার বা পরিবারের কারও নামে পড়ে থাকতে পারে। ঠিক সময়ে দাবি না হওয়ায় এলআইসির কাছে বহু টাকা বছরের পর বছর অনাবাদি অবস্থায় পড়ে থাকে। একটু খোঁজ নিলেই সেই টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত আসতে পারে।
advertisement
2/8
অনেক সময় আলমারি বা পুরনো ট্রাঙ্ক ঘাঁটতে গিয়ে পুরনো এলআইসি ফাইল চোখে পড়ে। ঠিকানা বদল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট না হওয়া কিংবা নমিনি জানতেন না—এই ধরনের নানা কারণে বহু পলিসির টাকা দাবি করা হয় না। ফলত, Life Insurance Corporation of India-র কাছে কোটি কোটি টাকা অনাবাদি অবস্থায় পড়ে থাকে।
অনেক সময় আলমারি বা পুরনো ট্রাঙ্ক ঘাঁটতে গিয়ে পুরনো এলআইসি ফাইল চোখে পড়ে। ঠিকানা বদল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট না হওয়া কিংবা নমিনি জানতেন না—এই ধরনের নানা কারণে বহু পলিসির টাকা দাবি করা হয় না। ফলত, Life Insurance Corporation of India-র কাছে কোটি কোটি টাকা অনাবাদি অবস্থায় পড়ে থাকে।
advertisement
3/8
বিমা নিয়ন্ত্রক সংস্থা আইআরডিএআই-এর নিয়ম অনুযায়ী, পলিসির মেয়াদ পূর্ণ হওয়ার পর বা পলিসিধারকের মৃত্যুর পর ১২ মাসের মধ্যে টাকা দাবি না হলে তা ‘আনক্লেমড অ্যামাউন্ট’ হিসেবে ধরা হয়। এই টাকার উপর মূল টাকার সঙ্গে সুদও জমতে থাকে।
বিমা নিয়ন্ত্রক সংস্থা আইআরডিএআই-এর নিয়ম অনুযায়ী, পলিসির মেয়াদ পূর্ণ হওয়ার পর বা পলিসিধারকের মৃত্যুর পর ১২ মাসের মধ্যে টাকা দাবি না হলে তা ‘আনক্লেমড অ্যামাউন্ট’ হিসেবে ধরা হয়। এই টাকার উপর মূল টাকার সঙ্গে সুদও জমতে থাকে।
advertisement
4/8
নিয়ম অনুযায়ী, কোনও টাকা টানা ১০ বছর ধরে দাবি না হলে বিমা সংস্থা তা কেন্দ্রীয় সরকারের সিনিয়র সিটিজ়েন্স ওয়েলফেয়ার ফান্ডে পাঠাতে পারে। যদিও পরে প্রমাণ দেখিয়ে সেই টাকা ফেরত চাওয়া যায়, তবে প্রক্রিয়া তুলনামূলক ভাবে দীর্ঘ হয়। তাই যত দ্রুত সম্ভব খোঁজ নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
নিয়ম অনুযায়ী, কোনও টাকা টানা ১০ বছর ধরে দাবি না হলে বিমা সংস্থা তা কেন্দ্রীয় সরকারের সিনিয়র সিটিজ়েন্স ওয়েলফেয়ার ফান্ডে পাঠাতে পারে। যদিও পরে প্রমাণ দেখিয়ে সেই টাকা ফেরত চাওয়া যায়, তবে প্রক্রিয়া তুলনামূলক ভাবে দীর্ঘ হয়। তাই যত দ্রুত সম্ভব খোঁজ নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
advertisement
5/8
আপনার নামে কোনও অনাবাদি এলআইসি পলিসি রয়েছে কি না, তা জানা এখন খুবই সহজ। এলআইসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পলিসি নম্বর (থাকলে), পলিসিধারকের নাম ও জন্মতারিখ এবং প্যান নম্বর দিলেই অনাবাদি টাকার যাবতীয় তথ্য স্ক্রিনে দেখা যাবে।
আপনার নামে কোনও অনাবাদি এলআইসি পলিসি রয়েছে কি না, তা জানা এখন খুবই সহজ। এলআইসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পলিসি নম্বর (থাকলে), পলিসিধারকের নাম ও জন্মতারিখ এবং প্যান নম্বর দিলেই অনাবাদি টাকার যাবতীয় তথ্য স্ক্রিনে দেখা যাবে।
advertisement
6/8
যদি দেখা যায় আপনার বা পরিবারের নামে টাকা পড়ে রয়েছে, তা ফেরত পেতে হলে নিকটবর্তী এলআইসি শাখায় যোগাযোগ করতে হবে। আবেদনপত্রে টাকা দাবি করতে হবে। সঙ্গে দিতে হবে আধার ও প্যান কার্ডের কপি, ব্যাঙ্কের ক্যানসেলড চেক বা পাসবুকের ফটোকপি, যাতে এনইএফটি-র মাধ্যমে সরাসরি অ্যাকাউন্টে টাকা পাঠানো যায়। মূল পলিসি বন্ড থাকলে সেটিও জমা দিতে হবে। বন্ড হারিয়ে গেলে ইন্ডেমনিটি বন্ডের প্রয়োজন হতে পারে।
যদি দেখা যায় আপনার বা পরিবারের নামে টাকা পড়ে রয়েছে, তা ফেরত পেতে হলে নিকটবর্তী এলআইসি শাখায় যোগাযোগ করতে হবে। আবেদনপত্রে টাকা দাবি করতে হবে। সঙ্গে দিতে হবে আধার ও প্যান কার্ডের কপি, ব্যাঙ্কের ক্যানসেলড চেক বা পাসবুকের ফটোকপি, যাতে এনইএফটি-র মাধ্যমে সরাসরি অ্যাকাউন্টে টাকা পাঠানো যায়। মূল পলিসি বন্ড থাকলে সেটিও জমা দিতে হবে। বন্ড হারিয়ে গেলে ইন্ডেমনিটি বন্ডের প্রয়োজন হতে পারে।
advertisement
7/8
পলিসিতে নমিনি না থাকলে বা নমিনি জীবিত না থাকলে পলিসিধারকের আইনগত উত্তরাধিকারীরা প্রয়োজনীয় নথি, যেমন উত্তরাধিকার শংসাপত্র জমা দিয়ে টাকা দাবি করতে পারেন।
পলিসিতে নমিনি না থাকলে বা নমিনি জীবিত না থাকলে পলিসিধারকের আইনগত উত্তরাধিকারীরা প্রয়োজনীয় নথি, যেমন উত্তরাধিকার শংসাপত্র জমা দিয়ে টাকা দাবি করতে পারেন।
advertisement
8/8
বিশেষজ্ঞদের পরামর্শ, পুরনো কাগজপত্র ফেলে দেওয়ার আগে একবার ভালো করে দেখে নেওয়াই বুদ্ধিমানের কাজ। হয়তো বহুদিনের ভুলে যাওয়া কোনও পলিসির মধ্যেই লুকিয়ে আছে আপনার প্রাপ্য টাকা। সচেতন হলেই সেই টাকা আবার ফিরে আসতে পারে।
বিশেষজ্ঞদের পরামর্শ, পুরনো কাগজপত্র ফেলে দেওয়ার আগে একবার ভালো করে দেখে নেওয়াই বুদ্ধিমানের কাজ। হয়তো বহুদিনের ভুলে যাওয়া কোনও পলিসির মধ্যেই লুকিয়ে আছে আপনার প্রাপ্য টাকা। সচেতন হলেই সেই টাকা আবার ফিরে আসতে পারে।
advertisement
advertisement
advertisement