কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর, DA ঘোষণা করেছে সরকার, নতুন হার কত হল জানুন এখনই!

Last Updated:
ডিপার্টমেন্ট অফ পাবলিক এন্টারপ্রাইজেসের একজিকিউটিভ এবং সুপারভাইজারদের জন্য মহার্ঘ্য ভাতার হার সংশোধন করেছে কেন্দ্র।
1/9
কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর। ডিএ ঘোষণা করল সরকার। ডিপার্টমেন্ট অফ পাবলিক এন্টারপ্রাইজেসের একজিকিউটিভ এবং সুপারভাইজারদের জন্য মহার্ঘ্য ভাতার হার সংশোধন করেছে কেন্দ্র। একটি বিবৃতিতে এই খবর জানানো হয়েছে।
কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর। ডিএ ঘোষণা করল সরকার। ডিপার্টমেন্ট অফ পাবলিক এন্টারপ্রাইজেসের একজিকিউটিভ এবং সুপারভাইজারদের জন্য মহার্ঘ্য ভাতার হার সংশোধন করেছে কেন্দ্র। একটি বিবৃতিতে এই খবর জানানো হয়েছে।
advertisement
2/9
মাসিক ৩,৫০০ টাকা বেসিক পে-তে ডিএ-র হার হবে ৭০১.৯ শতাংশ, বেতনের সাপেক্ষে সর্বনিম্ন ১৫,৪২৮ টাকা। মাসিক ৩,৫০১ থেকে ৬,৫০০ টাকার বেসিক পে-তে ডিএ-র হার হবে ৫২৬.৪ শতাংশ, বেতনের সাপেক্ষে সর্বনিম্ন ২৩,৫৬৭ টাকা।
মাসিক ৩,৫০০ টাকা বেসিক পে-তে ডিএ-র হার হবে ৭০১.৯ শতাংশ, বেতনের সাপেক্ষে সর্বনিম্ন ১৫,৪২৮ টাকা। মাসিক ৩,৫০১ থেকে ৬,৫০০ টাকার বেসিক পে-তে ডিএ-র হার হবে ৫২৬.৪ শতাংশ, বেতনের সাপেক্ষে সর্বনিম্ন ২৩,৫৬৭ টাকা।
advertisement
3/9
৬,৫০০-র বেশি এবং ৯,৫০০ পর্যন্ত বেসিক পে-তে ডিএ হার হবে ৪২১.১ শতাংশ, বেতনের সাপেক্ষে সর্বনিম্ন ৩৪,২১৬ টাকা। ১ জুলাই ২০২৩ থেকে এই হার কার্যকর হয়েছে।
৬,৫০০-র বেশি এবং ৯,৫০০ পর্যন্ত বেসিক পে-তে ডিএ হার হবে ৪২১.১ শতাংশ, বেতনের সাপেক্ষে সর্বনিম্ন ৩৪,২১৬ টাকা। ১ জুলাই ২০২৩ থেকে এই হার কার্যকর হয়েছে।
advertisement
4/9
ডিপার্টমেন্টের তরফে জানানো হয়েছে, মহার্ঘ্য ভাতার অ্যাকাউন্টে ৫০ পয়সা বা তার বেশি ভগ্নাংশ থাকলে পরেরবার ‘রাউন্ড ফিগারে’ তা জুড়ে দেওয়া হবে। ৫০ পয়সার কম ভগ্নাংশ উপেক্ষা করা যেতে পারে’।
ডিপার্টমেন্টের তরফে জানানো হয়েছে, মহার্ঘ্য ভাতার অ্যাকাউন্টে ৫০ পয়সা বা তার বেশি ভগ্নাংশ থাকলে পরেরবার ‘রাউন্ড ফিগারে’ তা জুড়ে দেওয়া হবে। ৫০ পয়সার কম ভগ্নাংশ উপেক্ষা করা যেতে পারে’।
advertisement
5/9
সঙ্গে বলা হয়েছে, ‘১ জুলাই থেকে পুরনো সিস্টেমে ২ টাকা থেকে প্রদেয় আইডিএ-র পরিমাণ ৯৬ পয়েন্ট বৃদ্ধির জন্য প্রতি পয়েন্ট শিফটে ১৯২ টাকা এবং এআইসিপিআই ৮৮১৩-এ প্রদেয় ডিএ হতে পারে ১৬২১৫.৭৫ টাকা।
সঙ্গে বলা হয়েছে, ‘১ জুলাই থেকে পুরনো সিস্টেমে ২ টাকা থেকে প্রদেয় আইডিএ-র পরিমাণ ৯৬ পয়েন্ট বৃদ্ধির জন্য প্রতি পয়েন্ট শিফটে ১৯২ টাকা এবং এআইসিপিআই ৮৮১৩-এ প্রদেয় ডিএ হতে পারে ১৬২১৫.৭৫ টাকা।
advertisement
6/9
ডিএ কী: ডিএ হল ডিয়ারনেস অ্যালাওয়েন্স বা মহার্ঘ্য ভাতা। মূল্যস্ফীতির কারণে কর্মচারীদের অর্থনৈতিক অবস্থার ভারসাম্য বজায় রাখতে বা সামঞ্জস্য করতে অতিরিক্ত আর্থিক সাহায্যের আকারে ডিএ দেয় সরকার। এটি কর্মচারীর মূল বেতনের একটি নির্দিষ্ট শতাংশ।
ডিএ কী: ডিএ হল ডিয়ারনেস অ্যালাওয়েন্স বা মহার্ঘ্য ভাতা। মূল্যস্ফীতির কারণে কর্মচারীদের অর্থনৈতিক অবস্থার ভারসাম্য বজায় রাখতে বা সামঞ্জস্য করতে অতিরিক্ত আর্থিক সাহায্যের আকারে ডিএ দেয় সরকার। এটি কর্মচারীর মূল বেতনের একটি নির্দিষ্ট শতাংশ।
advertisement
7/9
বেতনের সঙ্গে যোগ করে দেওয়া হয়। সাধারণত, সরকার প্রতি ছয় মাসে (জানুয়ারি ও জুলাই মাসে) কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করে। কোন বছরে মহার্ঘ ভাতা কত শতাংশ বাড়বে তা নির্ধারণ করতে সর্বভারতীয় উপভোক্তা মূল্য সূচকের সাহায্য নেওয়া হয়।
বেতনের সঙ্গে যোগ করে দেওয়া হয়। সাধারণত, সরকার প্রতি ছয় মাসে (জানুয়ারি ও জুলাই মাসে) কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করে। কোন বছরে মহার্ঘ ভাতা কত শতাংশ বাড়বে তা নির্ধারণ করতে সর্বভারতীয় উপভোক্তা মূল্য সূচকের সাহায্য নেওয়া হয়।
advertisement
8/9
ডিএ গণনা: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য: ডিএ গণনা করা হয় - {(সর্বভারতীয় গ্রাহক মূল্য সূচকের গড় (বেস ইয়ার -২০০১ = ১০০) গত ১২ মাসের জন্য -১১৫.৭৬)/১১৫.৭৬} x ১০০৷
ডিএ গণনা: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য: ডিএ গণনা করা হয় - {(সর্বভারতীয় গ্রাহক মূল্য সূচকের গড় (বেস ইয়ার -২০০১ = ১০০) গত ১২ মাসের জন্য -১১৫.৭৬)/১১৫.৭৬} x ১০০৷
advertisement
9/9
কেন্দ্রীয় পাবলিক সেক্টরের কর্মচারীদের জন্য, ডিএ গণনা করা হয় - {(সর্বভারতীয় গ্রাহক মূল্য সূচকের গড় (বেস ইয়ার -২০০১ = ১০০) গত ৩ মাসের জন্য -১২৬.৩৩)/১২৬.৩৩} x ১০০৷
কেন্দ্রীয় পাবলিক সেক্টরের কর্মচারীদের জন্য, ডিএ গণনা করা হয় - {(সর্বভারতীয় গ্রাহক মূল্য সূচকের গড় (বেস ইয়ার -২০০১ = ১০০) গত ৩ মাসের জন্য -১২৬.৩৩)/১২৬.৩৩} x ১০০৷
advertisement
advertisement
advertisement