Google Pay: গুগল এবার বন্ধ করে দেবে গুগল পে সার্ভিস, যা আপনার না জানলেই নয়

Last Updated:
Google Pay: কবে থেকে কখন, কোথায় বন্ধ হয়ে যাবে গুগল পে সার্ভিস
1/9
Google Pay নিয়ে বড় সিদ্ধান্ত৷ আগামী ৪ জুন থেকে এই দেশে বন্ধ হয়ে যাবে এই ডিজিটাল ওয়ালেটের ব্যবহার৷  Google তার অর্থপ্রদান পরিষেবাগুলিকে স্ট্রিমলাইন করতে এবং Google Wallet -র মান  উন্নত করার জন্য কাজ করবে৷ আর নতুন এই ফোকাসের জন্যেই গুগলের পক্ষ থেকে এটি একটি বড়সড় পদক্ষেপ৷
Google Pay নিয়ে বড় সিদ্ধান্ত৷ আগামী ৪ জুন থেকে এই দেশে বন্ধ হয়ে যাবে এই ডিজিটাল ওয়ালেটের ব্যবহার৷  Google তার অর্থপ্রদান পরিষেবাগুলিকে স্ট্রিমলাইন করতে এবং Google Wallet -র মান  উন্নত করার জন্য কাজ করবে৷ আর নতুন এই ফোকাসের জন্যেই গুগলের পক্ষ থেকে এটি একটি বড়সড় পদক্ষেপ৷
advertisement
2/9
Google Pay মার্কিন যুক্তরাষ্ট্রে  এই পরিষেবা বন্ধ করে দেবে৷ বৃহস্পতিবার, টেক জায়ান্ট, তার ব্লগে এই  ঘোষণা করেছে যে মার্কিনিরা ৪ জুন পর্যন্ত অর্থ আদান- প্রদানকারী অ্যাপটি ব্যবহার করতে পারবেন৷  তারপরে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে Google Pay ব্যালেন্স ট্রান্সফার করে নিতে পারবেন৷
Google Pay মার্কিন যুক্তরাষ্ট্রে  এই পরিষেবা বন্ধ করে দেবে৷ বৃহস্পতিবার, টেক জায়ান্ট, তার ব্লগে এই  ঘোষণা করেছে যে মার্কিনিরা ৪ জুন পর্যন্ত অর্থ আদান- প্রদানকারী অ্যাপটি ব্যবহার করতে পারবেন৷  তারপরে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে Google Pay ব্যালেন্স ট্রান্সফার করে নিতে পারবেন৷
advertisement
3/9
৪ জুনের পরে, Google নিজের Google Pay অ্যাপের মার্কিন মুলুকে বন্ধ করে দেবে।  আরও জানা গেছে  ৪ জুনের পরে ব্যবহারকারীরা এখনও গুগল ওয়ালেটের মাধ্যমে অর্থপ্রদান করতে পারবেন, আমেরিকায়  এই  অ্যাপ বাকি যে কোনও অ্যাপের থেকে পাঁচ গুণ বেশি ব্যবহার হয়৷
৪ জুনের পরে, Google নিজের Google Pay অ্যাপের মার্কিন মুলুকে বন্ধ করে দেবে।  আরও জানা গেছে  ৪ জুনের পরে ব্যবহারকারীরা এখনও গুগল ওয়ালেটের মাধ্যমে অর্থপ্রদান করতে পারবেন, আমেরিকায়  এই  অ্যাপ বাকি যে কোনও অ্যাপের থেকে পাঁচ গুণ বেশি ব্যবহার হয়৷
advertisement
4/9
কোম্পানি এছাড়াও জানিয়েছে  যে তারা এই ট্রান্সফারটি যতটা সম্ভব মসৃণভাবে  করতে চায়। তবে এটা শুধুমাত্র  মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদেরই প্রভাবিত করবে৷ তারা জানিয়েছে এই ট্রান্সফারের প্রভাব  ভারত এবং সিঙ্গাপুরের Google Pay ব্যবহারকারীদের প্রভাবিত করবে না
কোম্পানি এছাড়াও জানিয়েছে  যে তারা এই ট্রান্সফারটি যতটা সম্ভব মসৃণভাবে  করতে চায়। তবে এটা শুধুমাত্র  মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদেরই প্রভাবিত করবে৷ তারা জানিয়েছে এই ট্রান্সফারের প্রভাব  ভারত এবং সিঙ্গাপুরের Google Pay ব্যবহারকারীদের প্রভাবিত করবে না
advertisement
5/9
“অ্যাপের এক্সপেরিয়েন্স সহজ করার জন্য, ৪ জুন, ২০২৪ থেকে ইন্ডিভিজুয়াল  Google Pay অ্যাপের ইউএস সংস্করণ আর ব্যবহার করার জন্য থাকবে না। ভারতীয়রা সর্বাধিক জনপ্রিয় বৈশিষ্ট্যগুলি অ্যাক্সেস করতে পারবেন৷  দোকানে টাকা দেওয়ার সময়ে  ট্যাপ করা এবং অর্থপ্রদানের পদ্ধতিগুলি চালনা করা যাবে৷ ’’ এমনটাই জানিয়েছে গুগল পে নিয়ে তথ্য প্রদানকারী ব্লগটি৷
“অ্যাপের এক্সপেরিয়েন্স সহজ করার জন্য, ৪ জুন, ২০২৪ থেকে ইন্ডিভিজুয়াল  Google Pay অ্যাপের ইউএস সংস্করণ আর ব্যবহার করার জন্য থাকবে না। ভারতীয়রা সর্বাধিক জনপ্রিয় বৈশিষ্ট্যগুলি অ্যাক্সেস করতে পারবেন৷  দোকানে টাকা দেওয়ার সময়ে  ট্যাপ করা এবং অর্থপ্রদানের পদ্ধতিগুলি চালনা করা যাবে৷ ’’ এমনটাই জানিয়েছে গুগল পে নিয়ে তথ্য প্রদানকারী ব্লগটি৷
advertisement
6/9
পাশাপাশি আরও জানানো হয়েছে, “ এই ট্রান্সফরমেশনটি যতটা সম্ভব মসৃণ করে ব্যবহারকারীদের সাহায্য চাই৷  যেখানেই  Google Pay ব্যবহার করেন তা অনলাইনে কেনাকাটা থেকে শুরু করে দোকানে ট্যাপ করা এবং অর্থ আদানপ্রদান তা  একই থাকে।  ভারত এবং সিঙ্গাপুরে Google Pay অ্যাপ ব্যবহার করেন এমন লক্ষ লক্ষ মানুষের জন্য, আমরা সেইসব দেশে নিজস্ব প্রয়োজনের জন্য তৈরি করা বিষয়গুলির কিছুই পরিবর্তন করব না।"
পাশাপাশি আরও জানানো হয়েছে, “ এই ট্রান্সফরমেশনটি যতটা সম্ভব মসৃণ করে ব্যবহারকারীদের সাহায্য চাই৷  যেখানেই  Google Pay ব্যবহার করেন তা অনলাইনে কেনাকাটা থেকে শুরু করে দোকানে ট্যাপ করা এবং অর্থ আদানপ্রদান তা  একই থাকে।  ভারত এবং সিঙ্গাপুরে Google Pay অ্যাপ ব্যবহার করেন এমন লক্ষ লক্ষ মানুষের জন্য, আমরা সেইসব দেশে নিজস্ব প্রয়োজনের জন্য তৈরি করা বিষয়গুলির কিছুই পরিবর্তন করব না।"
advertisement
7/9
এতে বলা হয়েছে যে গুগল পে অ্যাপের ইউএস সংস্করণ বন্ধ হওয়ার পরেও, ব্যবহারকারীরা অফিসিয়াল পেমেন্ট পরিষেবার ওয়েবসাইটের মাধ্যমে টাকা পয়সার লেনদেন দেখতে পারেন।
এতে বলা হয়েছে যে গুগল পে অ্যাপের ইউএস সংস্করণ বন্ধ হওয়ার পরেও, ব্যবহারকারীরা অফিসিয়াল পেমেন্ট পরিষেবার ওয়েবসাইটের মাধ্যমে টাকা পয়সার লেনদেন দেখতে পারেন।
advertisement
8/9
“আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার Google Pay ব্যালেন্স দেখতে এবং ট্রান্সফার করতে আপনি ৪ জুন, ২০২৪ পর্যন্ত Google Pay অ্যাপের ইউএস সংস্করণ ব্যবহার করতে পারবেন। আপনি Google Pay ওয়েবসাইট থেকে ৪ জুন, ২০২৪-র পরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার আর্থিক লেনদেন দেখতে এবং ট্রান্সফার করতে পারবেন,” এমনই জানিয়েছে  ব্লগটি৷
“আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার Google Pay ব্যালেন্স দেখতে এবং ট্রান্সফার করতে আপনি ৪ জুন, ২০২৪ পর্যন্ত Google Pay অ্যাপের ইউএস সংস্করণ ব্যবহার করতে পারবেন। আপনি Google Pay ওয়েবসাইট থেকে ৪ জুন, ২০২৪-র পরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার আর্থিক লেনদেন দেখতে এবং ট্রান্সফার করতে পারবেন,” এমনই জানিয়েছে  ব্লগটি৷
advertisement
9/9
তবে কোনও ইউজার  Google Pay অ্যাপের US এডিশনের মাধ্যমে পেমেন্ট পাঠাতে, রিকোয়েস্ট করতে বা টাকা করতে পারবেন না। ব্লগটি এই বলে দাবি করেছে৷
তবে কোনও ইউজার  Google Pay অ্যাপের US এডিশনের মাধ্যমে পেমেন্ট পাঠাতে, রিকোয়েস্ট করতে বা টাকা করতে পারবেন না। ব্লগটি এই বলে দাবি করেছে৷
advertisement
advertisement
advertisement