Gold To Become Cheaper: বিপুল সস্তা হতে চলেছে সোনা ? প্রতি বছর তৈরি হবে ৫০০০ কেজি সোনা ? কীভাবে
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Gold To Become Cheaper: মার্কিন সংস্থা ম্যারাথন ফিউশন দাবি করেছে, তারা পারদ থেকে সোনা তৈরি করতে পারবে। বছরে ৫০০০ কেজি সোনা উৎপাদনের পরিকল্পনা রয়েছে তাদের।
আকাশছোঁয়া সোনার দাম ৷ ১০ গ্রাম সোনার দাম ১ লাখ টাকা ! পৃথিবীতে সোনা সীমিত পরিমাণে পাওয়া যায়, আর এই কারণেই এই ধাতুটি খুবই মূল্যবান । চলতি বছরে হুড়মুড়িয়ে বেড়েছে সোনালি ধাতুর দাম ৷ আগামী দিনে সোনার দাম আরও বাড়বে না কমবে ? সেই দিকেই তাকিয়ে সকলে ৷ মার্কেট বিশেষজ্ঞদের একাংশের মতে আগামী দিনে সোনার দাম কমতে পারে ৷
advertisement
advertisement
advertisement
advertisement
গবেষকদের দাবি, এক গিগাওয়াট তাপীয় শক্তির একটি ফিউশন প্ল্যান্ট প্রতি বছর প্রায় ৫,০০০ কিলোগ্রাম সোনা উৎপাদন করতে সক্ষম। এই সোনা রিঅ্যাক্টরের মূল প্রক্রিয়াকে প্রভাবিত না করেই একটি উপ-উৎপাদন (by-product) হিসেবে পাওয়া যাবে। তবে এই সোনা ব্যবহার করার আগে এর তেজস্ক্রিয়তা (radioactivity) সম্পর্কে সতর্কতা অবলম্বন করতে হবে।
advertisement
advertisement