Gold Price: ২০২৫-এর দীপাবলিতে সোনার দাম ১ লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে? বিশেষজ্ঞরা যা বলছেন
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Gold Price: হু হু করে বেড়ে চলেছে সোনার দাম ৷ ২০২৫ এর দীপাবলিতে ১ লাখ টাকা ছাড়িয়ে যাবে সোনার দাম ৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
বর্তমান পরিস্থিতিতে সোনায় বিনিয়োগ করা উচিত? জার্মিনেট ইনভেস্টর সার্ভিসেসের সিইও সন্তোষ জোসেফ বলছেন, “আন্তর্জাতিক পরিস্থিতির কথা মাথায় রেখে বলা যায়, সোনায় বিনিয়োগ করার এটাই আদর্শ সময়।” একই পরামর্শ দিয়েছে ভেঞ্চুরা সিকিউরিটিজও। তারা বলছে, “গোল্ড ইটিএফ, সোভেরিন গোল্ড বন্ড, ফিজিক্যাল সোনার পাশাপাশি গোল্ড ফিউচারেও (ডেরিভেটিভস) বিনিয়োগ করতে পারেন।” ফিনএজের সহ প্রতিষ্ঠাতা এবং সিইও হর্ষ গেহলটের কথায়, “সোনায় বিনিয়োগের আদর্শ সময় এই বছরের ধনতেরস। ফিজিক্যাল অথবা ইলেকট্রনিক, দু’ভাবেই বিনিয়োগ করা যায়।”
advertisement









