Gold Jewellery Buying Guide: কেউ ঠকাতে পারবে না, সোনার গয়না কেনার সময় এই ৭ বিষয় মনে রাখবেন !
- Written by:Trending Desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Gold Jewellery Buying Guide: সোনার গয়না কেনার সময় সামান্য ভুলেও বড় ঠকে যেতে হয় । তাই এই ৭টি বিষয় মাথায় রাখলে আপনি পাবেন খাঁটি গয়না, সঠিক দাম ও নিশ্চিন্ত অভিজ্ঞতা। জেনে নিন কী কী দেখে কেনা উচিত।
ভারতে সোনার গয়না কেনা একটি বড় সিদ্ধান্ত। সাধারণত বিয়ে বা উৎসবের সময় মানুষ সোনার গয়না কেনে। গয়না সাজসজ্জার পাশাপাশি বিনিয়োগেরও একটি অংশ। ছোট শহরগুলিতেও অসংখ্য গয়নার দোকান খোলা হয়েছে। এই দোকানগুলিতে বসে থাকা স্বর্ণকাররা অনভিজ্ঞ গ্রাহকদের বিভ্রান্ত করে। তারা ১৮ ক্যারাট সোনাকে ২২ ক্যারাট সোনা বলে বিক্রি করে। কখনও কখনও সোনার মানও খুব খারাপ হয়। তাই সোনার গয়না কেনার সময় সকলকে অবশ্যই মনে রাখতে হবে এমন ৭ গুরুত্বপূর্ণ বিষয় নীচে দেওয়া হল।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
৬) বিনিময় নীতি -যদি সোনার গয়না পরে বিনিময় করতে হয় বা ফেরত দিতে হয় তবে সর্বদা সেই নিয়ম কী তা আগে থেকেই জেনে নেওয়া ভাল। কখনও কখনও কিছু দোকানদার একই দোকান থেকে নতুন সোনার গয়না কেনার শর্তে বিনিময় করে। অন্য দিকে, কেউ যদি হলমার্কযুক্ত গয়না ক্রয় করে তবে বর্তমান দামে যে কোনও জায়গায় তা বিক্রি করা যেতে পারে।
advertisement






