৯ মিনিটে, নিখরচায় ঘরে বসে তৈরি করুন PAN কার্ড; নম্বর পাবেন তৎক্ষণাৎ

Last Updated:
e-PAN কার্ড পেতে প্রথমে আয়কর বিভাগের ওয়েবসাইট www.incometaxindiaefiling.gov.in-এ যেতে হবে। তারপর ক্লিক করতে হবে ‘instant e-PAN’ অপশনে।
1/5
ব্যাঙ্কে গেলে সবার আগে লাগবে PAN কার্ড। লেনদেন বা যে কোনও আর্থিক কাজ এটি ছাড়া অচল। ঘরে বসে মাত্র ৯ মিনিটেই PAN কার্ড তৈরি করা যায়, তাও একেবারে নিখরচায়। গ্রাহক PAN কার্ডের নম্বরও তৎক্ষণাৎ পেয়ে যাবেন।
ব্যাঙ্কে গেলে সবার আগে লাগবে PAN কার্ড। লেনদেন বা যে কোনও আর্থিক কাজ এটি ছাড়া অচল। ঘরে বসে মাত্র ৯ মিনিটেই PAN কার্ড তৈরি করা যায়, তাও একেবারে নিখরচায়। গ্রাহক PAN কার্ডের নম্বরও তৎক্ষণাৎ পেয়ে যাবেন।
advertisement
2/5
PAN কার্ড একটি ৯ সংখ্যার নম্বর। আয়কর বিভাগ এই নম্বর জারি করে। আধার কার্ডের ভিত্তিতে করদাতাকে e-PAN দেওয়া হয়। তাই আধারে দেওয়া সমস্ত তথ্য, নাম, জন্ম তারিখ, লিঙ্গ সবই সঠিক হওয়া উচিত। e-PAN এবং আধার তথ্য মিলতে হবে। করদাতাকে তাঁর আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরও দিতে হবে। এতে OTP আসবে। এই মোবাইল নম্বরটি যাচাই করা উচিত।
PAN কার্ড একটি ৯ সংখ্যার নম্বর। আয়কর বিভাগ এই নম্বর জারি করে। আধার কার্ডের ভিত্তিতে করদাতাকে e-PAN দেওয়া হয়। তাই আধারে দেওয়া সমস্ত তথ্য, নাম, জন্ম তারিখ, লিঙ্গ সবই সঠিক হওয়া উচিত। e-PAN এবং আধার তথ্য মিলতে হবে। করদাতাকে তাঁর আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরও দিতে হবে। এতে OTP আসবে। এই মোবাইল নম্বরটি যাচাই করা উচিত।
advertisement
3/5
e-PAN আবেদন পদ্ধতি:  e-PAN কার্ড পেতে প্রথমে আয়কর বিভাগের ওয়েবসাইট www.incometaxindiaefiling.gov.in-এ যেতে হবে। তারপর ক্লিক করতে হবে ‘instant e-PAN’ অপশনে। প্রদত্ত নির্দেশাবলী মনোযোগ সহকারে পড়ার পর ‘Apply e-PAN’-এ ক্লিক করতে হবে। এর পর ব্যবহারকারীকে জানিয়ে দেওয়া হবে ফর্ম পূরণের সময় কী কী ভুল করা উচিত নয়। নতুন e-PAN পেজ-এ গিয়ে দিতে হবে আধার নম্বর। এবার আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে ৬ সংখ্যার OTP আসবে। চেকবক্সে OTP নম্বর দিয়ে Continue-তে ক্লিক করতে হবে। Validation Aadhaar details-পেজে, 'I accept'- চেকবক্সে ক্লিক করতে হবে। এরপর আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে একটি মেসেজ আসবে। ভবিষ্যতের জন্য সেটি সংরক্ষণ করতে হবে।
e-PAN আবেদন পদ্ধতি: e-PAN কার্ড পেতে প্রথমে আয়কর বিভাগের ওয়েবসাইট www.incometaxindiaefiling.gov.in-এ যেতে হবে। তারপর ক্লিক করতে হবে ‘instant e-PAN’ অপশনে। প্রদত্ত নির্দেশাবলী মনোযোগ সহকারে পড়ার পর ‘Apply e-PAN’-এ ক্লিক করতে হবে। এর পর ব্যবহারকারীকে জানিয়ে দেওয়া হবে ফর্ম পূরণের সময় কী কী ভুল করা উচিত নয়। নতুন e-PAN পেজ-এ গিয়ে দিতে হবে আধার নম্বর। এবার আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে ৬ সংখ্যার OTP আসবে। চেকবক্সে OTP নম্বর দিয়ে Continue-তে ক্লিক করতে হবে। Validation Aadhaar details-পেজে, 'I accept'- চেকবক্সে ক্লিক করতে হবে। এরপর আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে একটি মেসেজ আসবে। ভবিষ্যতের জন্য সেটি সংরক্ষণ করতে হবে।
advertisement
4/5
ই-PAN ডাউনলোড:
ই-PAN ডাউনলোড:
advertisement
5/5
ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ই-ফাইলিং পোর্টালে লগ ইন করতে হবে। এরপর ড্যাশবোর্ডে Services > View / Download e-PAN ক্লিক করতে হবে।  এবার লিখতে হবে ১২ সংখ্যার আধার নম্বর। ক্লিক করতে হবে ‘Continue’ অপশনে।  OTP যাচাইকরণ পেজে গিয়ে আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে আসা ৬ সংখ্যার OTP লিখতে হবে। এবার e-PAN কী অবস্থায় আছে সেটা দেখা যাবে।  যদি নতুন e-PAN তৈরি হয়ে যায়, তাহলে ‘e-PAN download’ অপশনে ক্লিক করে PAN-এর একটি কপি ডাউনলোড করে নিতে হবে।
ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ই-ফাইলিং পোর্টালে লগ ইন করতে হবে। এরপর ড্যাশবোর্ডে Services > View / Download e-PAN ক্লিক করতে হবে। এবার লিখতে হবে ১২ সংখ্যার আধার নম্বর। ক্লিক করতে হবে ‘Continue’ অপশনে। OTP যাচাইকরণ পেজে গিয়ে আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে আসা ৬ সংখ্যার OTP লিখতে হবে। এবার e-PAN কী অবস্থায় আছে সেটা দেখা যাবে। যদি নতুন e-PAN তৈরি হয়ে যায়, তাহলে ‘e-PAN download’ অপশনে ক্লিক করে PAN-এর একটি কপি ডাউনলোড করে নিতে হবে।
advertisement
advertisement
advertisement