PAN কার্ড একটি ৯ সংখ্যার নম্বর। আয়কর বিভাগ এই নম্বর জারি করে। আধার কার্ডের ভিত্তিতে করদাতাকে e-PAN দেওয়া হয়। তাই আধারে দেওয়া সমস্ত তথ্য, নাম, জন্ম তারিখ, লিঙ্গ সবই সঠিক হওয়া উচিত। e-PAN এবং আধার তথ্য মিলতে হবে। করদাতাকে তাঁর আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরও দিতে হবে। এতে OTP আসবে। এই মোবাইল নম্বরটি যাচাই করা উচিত।
e-PAN আবেদন পদ্ধতি:
e-PAN কার্ড পেতে প্রথমে আয়কর বিভাগের ওয়েবসাইট www.incometaxindiaefiling.gov.in-এ যেতে হবে। তারপর ক্লিক করতে হবে ‘instant e-PAN’ অপশনে। প্রদত্ত নির্দেশাবলী মনোযোগ সহকারে পড়ার পর ‘Apply e-PAN’-এ ক্লিক করতে হবে। এর পর ব্যবহারকারীকে জানিয়ে দেওয়া হবে ফর্ম পূরণের সময় কী কী ভুল করা উচিত নয়। নতুন e-PAN পেজ-এ গিয়ে দিতে হবে আধার নম্বর। এবার আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে ৬ সংখ্যার OTP আসবে। চেকবক্সে OTP নম্বর দিয়ে Continue-তে ক্লিক করতে হবে। Validation Aadhaar details-পেজে, 'I accept'- চেকবক্সে ক্লিক করতে হবে। এরপর আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে একটি মেসেজ আসবে। ভবিষ্যতের জন্য সেটি সংরক্ষণ করতে হবে।
ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ই-ফাইলিং পোর্টালে লগ ইন করতে হবে। এরপর ড্যাশবোর্ডে Services > View / Download e-PAN ক্লিক করতে হবে।
এবার লিখতে হবে ১২ সংখ্যার আধার নম্বর। ক্লিক করতে হবে ‘Continue’ অপশনে।
OTP যাচাইকরণ পেজে গিয়ে আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে আসা ৬ সংখ্যার OTP লিখতে হবে। এবার e-PAN কী অবস্থায় আছে সেটা দেখা যাবে।
যদি নতুন e-PAN তৈরি হয়ে যায়, তাহলে ‘e-PAN download’ অপশনে ক্লিক করে PAN-এর একটি কপি ডাউনলোড করে নিতে হবে।